Ajker Patrika

মুক্তিযুদ্ধের আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়নি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১৪: ১৭
মুক্তিযুদ্ধের আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়নি: মির্জা ফখরুল

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুক্তিযুদ্ধের আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা জানিয়েছেন। 

মির্জা ফখরুল আলমগীর বলেন, ‘যে লক্ষ্য নিয়ে আমরা স্বাধীনতাযুদ্ধে শরিক হয়েছিলাম, আমাদের অগণিত শহীদ বুদ্ধিজীবী প্রাণ দিয়েছিলেন, দুর্ভাগ্যক্রমে সেই মুক্তিযুদ্ধের লক্ষ্য অনুযায়ী একটি গণতান্ত্রিক রাষ্ট্র আমরা এখন পর্যন্ত পাইনি। আজ দেশ থেকে গণতন্ত্র বিলীন হয়েছে। মুক্তিযুদ্ধের আশা-আকাঙ্ক্ষা ছিল গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার।’ এ সময় তিনি সবাইকে সংগ্রামের মধ্য দিয়ে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানান। 

আওয়ামী লীগ সরকার দেশপ্রেমিক মানুষের ওপর ‘অত্যাচার-নির্যাতন’ চালিয়ে যাচ্ছে জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘জনগণের যে আকাঙ্ক্ষা ছিল, মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল; সবকিছু ভূলুণ্ঠিত করে এখন একদলীয় শাসনব্যবস্থা প্রবর্তনের জন্য বর্তমান শাসকগোষ্ঠী বিভিন্নভাবে দেশের মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়ে যাচ্ছে। তারা অসংখ্য মানুষকে খুন করেছে, গুম করেছে।’ 

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘আওয়ামী লীগ একদলীয় সরকার প্রতিষ্ঠা করে বিরোধী দলকে নির্মূল করছে। খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করেছে। তিনি আজ অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। তাঁকে বিদেশে চিকিৎসা করতে দেওয়া হচ্ছে না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত