Ajker Patrika

যদি কেউ ঘেরাও করে, আমরা ঘেরাও হয়ে থাকব: ইসি আনিছুর 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১৬: ৪৬
যদি কেউ ঘেরাও করে, আমরা ঘেরাও হয়ে থাকব: ইসি আনিছুর 

কেউ যদি নির্বাচন কমিশন ঘেরাও করতে আসে তাহলে কমিশনের কোনো অসুবিধা নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কে ঘেরাও করতে আসছে? তার ঘেরাও করার অধিকার আছে, করুক। যদি কেউ ঘেরাও করে আমরা ঘেরাও হয়ে থাকব অসুবিধা নেই।’

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মো. আনিছুর রহমান। এ সময় তিনি বলেন, নির্বাচন কমিশন রোডম্যাপ অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে। এখন যারা নির্বাচন করবেন তাদেরকে প্রস্তুতি নিতে হবে। 

মো. আনিছুর রহমান বলেন, ‘যথা সময়ে নির্বাচনের তফসিল হয়ে যাবে। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে আমরা যেমন চাপে থাকব, রাজনৈতিক দলগুলোও চাপে থাকবে। প্রতিদ্বন্দ্বিতামূলক হলে আমাদের কাজ করতে সহজ হয়।’ 

সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, ‘আমরা আশা করব সব দল নির্বাচনে আসুক।’  
  
তফসিল নিয়ে এখনো আলোচনা হয়নি জানিয়ে এই ইসি বলেন, জানুয়ারির প্রথম সপ্তাহে বা ডিসেম্বরের শেষ সপ্তাহ ধরে ৪৫ দিন আগেই তফসিল ঘোষণা করতে হবে।

নতুন দলগুলোর নিবন্ধন প্রসঙ্গে মো. আনিছুর রহমান বলেন, ‘আমরা ২৬ তারিখ পর্যন্ত সময় দিয়েছি আপত্তি জানানোর জন্য। যারা নিবন্ধনের যোগ্যতা অর্জন করেছে, তাদের বিষয়ে আপত্তি জানানোর জন্য। কেউ কেউ আপত্তি জানিয়েছে। কালকের পরে আমরা এটা নিয়ে বসব। তাদের (রাজনৈতিক দল) ক্ষোভ থাকতেই পারে। এরপর বলা যাবে।’ 

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আর সংলাপের উদ্যোগ নেওয়ার প্রয়োজন আছে বলে মনে করেন না এই নির্বাচন কমিশনার। তিনি বলেন, ‘বিএনপি আসলই না, আমাদের সঙ্গে বসলই না, কথাই বলল না।’ এ সময় রাজনৈতিক বিষয় রাজনৈতিকভাবে সমাধানের ওপর গুরুত্ব দেন এই কমিশনার। 

দলীয় সরকারের অধীনে কোনো চাপ অনুভব করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত কোনো কাজে সরকারের পক্ষ থেকে বাধা পাইনি। এখন যেভাবে আমরা কাজ করে যাচ্ছি। আশা করি ভবিষ্যতেও এভাবে কাজ করে যেতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত