Ajker Patrika

আবারও যান্ত্রিক ত্রুটিতে বিমানের ড্রিমলাইনার, চট্টগ্রামে অবতরণ

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১১: ০২
ছবি: আজকের পত্রিকা
ছবি: আজকের পত্রিকা

আন্তর্জাতিক রুটে চলাচলকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ড্রিমলাইনার উড়োজাহাজে আবারও যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। দুবাই থেকে আসা ফ্লাইট বিজি-১৪৪ আজ বৃহস্পতিবার সকাল ৭টা ১৫ মিনিটে ২৮৭ জন যাত্রী নিয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ফ্লাইটটির পরবর্তী গন্তব্য ছিল ঢাকা। তবে উড্ডয়নের কিছুক্ষণ পরই উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটির বিষয়টি ধরা পড়ে। ফলে বিমানের পাইলট ঢাকায় যাওয়ার পরিবর্তে জরুরি সিদ্ধান্ত নিয়ে আবারও চট্টগ্রামে ফিরে আসেন।

ফ্লাইটটি সকাল ৮টা ৩৭ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং যান্ত্রিক ত্রুটির কারণে মাত্র ২১ মিনিট পর সকাল ৮টা ৫৮ মিনিটে শাহ আমানত বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

চট্টগ্রাম বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফ্লাইটটি চট্টগ্রাম থেকে উড্ডয়নের পর ল‍্যান্ডিং গিয়ারের দরজা বন্ধ হচ্ছিল না। ফলে অতিরিক্ত জ্বালানি খরচ হচ্ছিল। এ অবস্থায় ঢাকা পর্যন্ত ফ্লাইটটি পৌঁছানো সম্ভব হবে না আশঙ্কা করে পাইলট ফ্লাইটটি আবারও চট্টগ্রামে অবতরণের সিদ্ধান্ত নেন।

চট্টগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, উড়োজাহাজটি বর্তমানে চট্টগ্রাম বিমানবন্দরের বে নম্বর-৮ এ অবস্থান করছে। ফ্লাইটের সব যাত্রী নিরাপদে রয়েছেন এবং তাদের মধ্যে কেউ আহত হননি। যাত্রীরা বিমানবন্দরে অবস্থান করছেন। তবে সর্বশেষ আপডেটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে সূত্র জানিয়েছে, সকাল ১০টা ৫০ মিনিটের দিকে ফ্লাইটটি ঢাকা উদ্দেশ্যে ছেড়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত