বিশেষ প্রতিনিধি, ঢাকা
আন্তর্জাতিক রুটে চলাচলকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ড্রিমলাইনার উড়োজাহাজে আবারও যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। দুবাই থেকে আসা ফ্লাইট বিজি-১৪৪ আজ বৃহস্পতিবার সকাল ৭টা ১৫ মিনিটে ২৮৭ জন যাত্রী নিয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ফ্লাইটটির পরবর্তী গন্তব্য ছিল ঢাকা। তবে উড্ডয়নের কিছুক্ষণ পরই উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটির বিষয়টি ধরা পড়ে। ফলে বিমানের পাইলট ঢাকায় যাওয়ার পরিবর্তে জরুরি সিদ্ধান্ত নিয়ে আবারও চট্টগ্রামে ফিরে আসেন।
ফ্লাইটটি সকাল ৮টা ৩৭ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং যান্ত্রিক ত্রুটির কারণে মাত্র ২১ মিনিট পর সকাল ৮টা ৫৮ মিনিটে শাহ আমানত বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
চট্টগ্রাম বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফ্লাইটটি চট্টগ্রাম থেকে উড্ডয়নের পর ল্যান্ডিং গিয়ারের দরজা বন্ধ হচ্ছিল না। ফলে অতিরিক্ত জ্বালানি খরচ হচ্ছিল। এ অবস্থায় ঢাকা পর্যন্ত ফ্লাইটটি পৌঁছানো সম্ভব হবে না আশঙ্কা করে পাইলট ফ্লাইটটি আবারও চট্টগ্রামে অবতরণের সিদ্ধান্ত নেন।
চট্টগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, উড়োজাহাজটি বর্তমানে চট্টগ্রাম বিমানবন্দরের বে নম্বর-৮ এ অবস্থান করছে। ফ্লাইটের সব যাত্রী নিরাপদে রয়েছেন এবং তাদের মধ্যে কেউ আহত হননি। যাত্রীরা বিমানবন্দরে অবস্থান করছেন। তবে সর্বশেষ আপডেটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে সূত্র জানিয়েছে, সকাল ১০টা ৫০ মিনিটের দিকে ফ্লাইটটি ঢাকা উদ্দেশ্যে ছেড়ে যায়।
আন্তর্জাতিক রুটে চলাচলকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ড্রিমলাইনার উড়োজাহাজে আবারও যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। দুবাই থেকে আসা ফ্লাইট বিজি-১৪৪ আজ বৃহস্পতিবার সকাল ৭টা ১৫ মিনিটে ২৮৭ জন যাত্রী নিয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ফ্লাইটটির পরবর্তী গন্তব্য ছিল ঢাকা। তবে উড্ডয়নের কিছুক্ষণ পরই উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটির বিষয়টি ধরা পড়ে। ফলে বিমানের পাইলট ঢাকায় যাওয়ার পরিবর্তে জরুরি সিদ্ধান্ত নিয়ে আবারও চট্টগ্রামে ফিরে আসেন।
ফ্লাইটটি সকাল ৮টা ৩৭ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং যান্ত্রিক ত্রুটির কারণে মাত্র ২১ মিনিট পর সকাল ৮টা ৫৮ মিনিটে শাহ আমানত বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
চট্টগ্রাম বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফ্লাইটটি চট্টগ্রাম থেকে উড্ডয়নের পর ল্যান্ডিং গিয়ারের দরজা বন্ধ হচ্ছিল না। ফলে অতিরিক্ত জ্বালানি খরচ হচ্ছিল। এ অবস্থায় ঢাকা পর্যন্ত ফ্লাইটটি পৌঁছানো সম্ভব হবে না আশঙ্কা করে পাইলট ফ্লাইটটি আবারও চট্টগ্রামে অবতরণের সিদ্ধান্ত নেন।
চট্টগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, উড়োজাহাজটি বর্তমানে চট্টগ্রাম বিমানবন্দরের বে নম্বর-৮ এ অবস্থান করছে। ফ্লাইটের সব যাত্রী নিরাপদে রয়েছেন এবং তাদের মধ্যে কেউ আহত হননি। যাত্রীরা বিমানবন্দরে অবস্থান করছেন। তবে সর্বশেষ আপডেটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে সূত্র জানিয়েছে, সকাল ১০টা ৫০ মিনিটের দিকে ফ্লাইটটি ঢাকা উদ্দেশ্যে ছেড়ে যায়।
বাংলাদেশ রেলওয়ের ৯০ শতাংশ ইঞ্জিনেরই (লোকোমোটিভ) মেয়াদ শেষ হয়ে গেছে। ৩০ থেকে ৬০ বছরের পুরোনো এসব ইঞ্জিন যাত্রাপথে বিকল হয়ে দুর্ভোগে ফেলছে যাত্রীদের। শুধু পণ্যবাহী, লোকাল বা মেইল নয়; কোনো কোনো আন্তনগর ট্রেনও চলছে কার্যকাল পেরিয়ে যাওয়া ইঞ্জিনে।
৬ ঘণ্টা আগেবিচারিক আদালতের রায়ে মৃত্যুদণ্ডাদেশ হলে আসামিকে কারাগারের কনডেম সেলে (নির্জন প্রকোষ্ঠ) পাঠানো হয়। মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার আগে আসামিকে কনডেম সেলে রাখা ‘দুবার সাজা দেওয়ার শামিল’ উল্লেখ করে এই বিধান বাতিল করেছিলেন হাইকোর্ট। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই দিন পরই এই রায় স্থগিত করেন আপিল
৬ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী আন্দোলনে সারা দেশে চালানো হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা-বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে গতকাল রোববার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ অ্যাটর্নি জেনারেল ও
৬ ঘণ্টা আগেবাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) স্মার্ট ড্রাইভিং লাইসেন্স-সেবা নিয়ে আবারও অচলাবস্থা দেখা দিয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বর্তমানে প্রায় ৭ লাখ গ্রাহকের ড্রাইভিং লাইসেন্স ঝুলে আছে। ২০২০ সালের ২৯ জুলাই থেকে পাঁচ বছর মেয়াদে ভারতীয় প্রতিষ্ঠান মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স
৭ ঘণ্টা আগে