Ajker Patrika

সাড়ে ১০ লাখ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত, মৃত্যু ১৮

আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ১৯: ৫২
সাড়ে ১০ লাখ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত, মৃত্যু ১৮

দেশের পূর্বাঞ্চলের ১১টি জেলায় চলমান নজিরবিহীন বন্যায় পানিবন্দী হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় সাড়ে ১০ লাখ পরিবার। ভারী বৃষ্টি ও উজানের ঢলের কারণে সৃষ্ট এই বন্যায় এখন পর্যন্ত বন্যায় ১৮ জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় এখনো দুজন নিখোঁজ আছেন বলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে। 

দুর্যোগ–সংক্রান্ত মন্ত্রণালয়ের দৈনিক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। আজ রোববার বেলা ৩টায় দিনের (২৫ আগস্ট) এ প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে আবহাওয়া পরিস্থিতি, বন্যা পরিস্থিতি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ তৎপরতার তথ্য তুলে ধরা হয়। 

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০ আগস্ট থেকে এ বন্যায় দেশের ১১টি জেলায় ১০ লাখ ৪৭ হাজার ২৯টি পরিবার পানিবন্দী হয়ে আছে। এসব এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫২ লাখ ৯ হাজার ৭৯৮। 

মৃত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রামে পাঁচজন, কুমিল্লায় চার, নোয়াখালীতে তিন, কক্সবাজারে তিন, ফেনীতে এক, ব্রাহ্মণবাড়িয়ায় এক ও লক্ষ্মীপুরে একজন আছেন। এ ছাড়া নিখোঁজ দুজন মৌলভীবাজারের। 

বন্যার পানি কমে আসায় একগলা পানিতে বাঁশের ভেলায় করে সন্তানদের নিয়ে বাড়ি ফিরছেন এক বাবা। শনিবার বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি এলাকায়। ছবি: আজকের পত্রিকাপ্রতিবেদনে বলা হয়, জেলাগুলোতে ৩ হাজার ৬৫৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেগুলোতে আশ্রয় নিয়েছেন ৪ লাখ ১৫ হাজারের বেশি মানুষ। উদ্ধার কার্যক্রমের পাশাপাশি সরকারি–বেসরকারি ত্রাণ বিতরণ অব্যাহত আছে। বন্যায় আক্রান্ত জেলাগুলোর জেলা প্রশাসককে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেনাবাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চিকিৎসা দল এবং অন্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে একসঙ্গে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। ফেনীতে ফিল্ড হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। 

চারদিকে বন্যার পানিতে নিমবন্যা কবলিত এলাকায় আশ্রয় নেওয়া আশ্রয়কেন্দ্র। শনিবার ফেনীর ছাগলনাইয়া বোগদাদিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে। সেনাবাহিনী ও সিভিল সার্জনের কার্যালয়ের চিকিৎসকেরা সেবা দিচ্ছেন। পাশাপাশি স্থানীয় ক্লিনিক, হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় সেবা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। যোগাযোগের জন্য ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে একটি ভি-স্যাট (ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল) চালু করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত