নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে খালেদা জিয়াকে বুধবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে স্বাস্থ্য পরীক্ষা শেষে সন্ধ্যায় আবারও বাসায় নেওয়া হয় তাঁকে।
বিকেল ৪টার দিকে খালেদা জিয়া তাঁর গুলশানের বাসা ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে যান। হাসপাতালে রেডিওলজিক্যাল পরীক্ষা, ইমেজিং, ব্লাড ও ইউরিন পরীক্ষা, লিভার ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট, হার্টের পরীক্ষা-নিরীক্ষা শেষে সেখান থেকে সাড়ে ৬টার পর বাসায় ফেরেন বিএনপির চেয়ারপারসন।
খালেদা জিয়ার শারীরিক অবস্থার খুব একটা উন্নতি হয়নি বলে জানিয়েছেন তাঁর চিকিৎসকেরা। স্বাস্থ্য পরীক্ষা শেষে গুলশানের বাসায় নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। এ সময় খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি।
জাহিদ হোসেন বলেন, ‘যে মানুষটি (খালেদা জিয়া) আলিয়া মাদ্রাসায় হেঁটে হেঁটে গিয়েছেন। সেই মানুষটি চার বছরের মাথায় ২০২০ সালের ২৫ মার্চ থেকে হুইলচেয়ার বাউন্ড হয়েছেন। একজন হাঁটা মানুষ যদি হুইলচেয়ারে চলেন, তিনি কত ভালো আছেন? যে মানুষটি এভারকেয়ার হাসপাতালে প্রায় ছয়টি মাস ভর্তি থেকেছেন। অনেকে অনেক কথা বলেন। আজকের বাস্তবতা হচ্ছে উনি অসুস্থ। ওনার পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন উনি যাতে সুস্থ হয়ে ওঠেন। উনি নিজেও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’
জাহিদ কিছুটা ক্ষোভ জানিয়ে বলেন, ‘ওনার অসুস্থতা নিয়ে যাঁরা ব্যঙ্গ করেন, যাঁরা কথা বলেন তাঁদের বুঝ দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। উনি অসুস্থ যদি না-ই হতেন, আজকেই বা ওনার মেডিকেল চেকআপের কী প্রয়োজন ছিল?’
সবশেষ পরীক্ষা-নিরীক্ষা সম্পর্কে জানতে চাইলে জাহিদ বলেন, পরীক্ষার রিপোর্টগুলো পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
৭৬ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, দাঁত, চোখের সমস্যাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। গত বছরের নভেম্বরে খালেদা জিয়ার লিভার সিরোসিস ধরা পড়ে। ওই সময়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন টানা ৮১ দিন। এরপর গত ১ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে তিনি গুলশানের বাসায় ফিরে যান তিনি। এরপর তিনি করোনার বুস্টার ডোজ নেন।
দুর্নীতি দমন কমিশনের দুই মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে ২০১৮ সালে কারাগারে যান খালেদা জিয়া। ২০২০ সালের মার্চে তাঁর দণ্ড স্থগিত করে বিশেষ বিবেচনায় তাঁকে মুক্তি দেয় সরকার। এরপর থেকে গুলশানের ভাড়া বাসায় থাকছেন তিনি।
স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে খালেদা জিয়াকে বুধবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে স্বাস্থ্য পরীক্ষা শেষে সন্ধ্যায় আবারও বাসায় নেওয়া হয় তাঁকে।
বিকেল ৪টার দিকে খালেদা জিয়া তাঁর গুলশানের বাসা ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে যান। হাসপাতালে রেডিওলজিক্যাল পরীক্ষা, ইমেজিং, ব্লাড ও ইউরিন পরীক্ষা, লিভার ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট, হার্টের পরীক্ষা-নিরীক্ষা শেষে সেখান থেকে সাড়ে ৬টার পর বাসায় ফেরেন বিএনপির চেয়ারপারসন।
খালেদা জিয়ার শারীরিক অবস্থার খুব একটা উন্নতি হয়নি বলে জানিয়েছেন তাঁর চিকিৎসকেরা। স্বাস্থ্য পরীক্ষা শেষে গুলশানের বাসায় নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। এ সময় খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি।
জাহিদ হোসেন বলেন, ‘যে মানুষটি (খালেদা জিয়া) আলিয়া মাদ্রাসায় হেঁটে হেঁটে গিয়েছেন। সেই মানুষটি চার বছরের মাথায় ২০২০ সালের ২৫ মার্চ থেকে হুইলচেয়ার বাউন্ড হয়েছেন। একজন হাঁটা মানুষ যদি হুইলচেয়ারে চলেন, তিনি কত ভালো আছেন? যে মানুষটি এভারকেয়ার হাসপাতালে প্রায় ছয়টি মাস ভর্তি থেকেছেন। অনেকে অনেক কথা বলেন। আজকের বাস্তবতা হচ্ছে উনি অসুস্থ। ওনার পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন উনি যাতে সুস্থ হয়ে ওঠেন। উনি নিজেও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’
জাহিদ কিছুটা ক্ষোভ জানিয়ে বলেন, ‘ওনার অসুস্থতা নিয়ে যাঁরা ব্যঙ্গ করেন, যাঁরা কথা বলেন তাঁদের বুঝ দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। উনি অসুস্থ যদি না-ই হতেন, আজকেই বা ওনার মেডিকেল চেকআপের কী প্রয়োজন ছিল?’
সবশেষ পরীক্ষা-নিরীক্ষা সম্পর্কে জানতে চাইলে জাহিদ বলেন, পরীক্ষার রিপোর্টগুলো পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
৭৬ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, দাঁত, চোখের সমস্যাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। গত বছরের নভেম্বরে খালেদা জিয়ার লিভার সিরোসিস ধরা পড়ে। ওই সময়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন টানা ৮১ দিন। এরপর গত ১ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে তিনি গুলশানের বাসায় ফিরে যান তিনি। এরপর তিনি করোনার বুস্টার ডোজ নেন।
দুর্নীতি দমন কমিশনের দুই মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে ২০১৮ সালে কারাগারে যান খালেদা জিয়া। ২০২০ সালের মার্চে তাঁর দণ্ড স্থগিত করে বিশেষ বিবেচনায় তাঁকে মুক্তি দেয় সরকার। এরপর থেকে গুলশানের ভাড়া বাসায় থাকছেন তিনি।
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতাকে গুলি করে হত্যাসহ আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের হত্যা, গুম, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে পুলিশ সদস্যদের বিরুদ্ধে অনেক মামলা করা হয়েছে। এসব মামলায় এক হাজারের বেশি পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে এ পর্যন্ত সাবেক আইজিসহ পুলিশের ৬৩ জন সদস্য গ্রেপ্তার হয়ে
২ ঘণ্টা আগেআকাশে যেন দুর্যোগের মেঘ। বিপদ হেঁটে চলেছে পাশ ঘেঁষে, আর অল্পের জন্য রক্ষা পেয়ে যাচ্ছে বিমান। উড়ন্ত উড়োজাহাজে যেভাবে একের পর এক যান্ত্রিক ত্রুটি ধরা পড়ছে, তাতে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
২ ঘণ্টা আগেজাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গতকাল সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার
২ ঘণ্টা আগেফৌজদারি কার্যবিধির ৩২ ধারায় বর্ণিত বিচারিক ম্যাজিস্ট্রেটদের জরিমানার ক্ষমতা ব্যাপক বাড়ানো হয়েছে। এর ফলে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটরা আগের ১০ হাজার টাকার জায়গায় এখন ৫ লাখ টাকা জরিমানা করতে পারবেন। সংসদ অধিবেশন না থাকায় সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি এরই মধ্যে ফৌজদারি কার্যবিধি
৫ ঘণ্টা আগে