গোলযোগপূর্ণ পরিস্থিতি বিবেচনায় গত ৫ আগস্ট বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। তবে প্রেক্ষাপট পরিবর্তনের মধ্য দিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলেও এই নিষেধাজ্ঞা এখনো বলবৎ আছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্রমণ সংক্রান্ত একটি এক্স অ্যাকাউন্টে প্রকাশ করা তালিকায় বাংলাদেশকে এখনো লেভেল-ফোর (ভ্রমণ নিষিদ্ধ) অবস্থানে দেখা গেছে।
এক্সের পোস্টে তালিকাটি প্রকাশ করে বলা হয়েছে, আমরা এক থেকে চার পর্যন্ত লেভেল করার মধ্য দিয়ে ভ্রমণ পরামর্শ দিয়ে থাকি। চার নম্বর লেভেল মানে—ভ্রমণ করা নিষেধ। জীবন ঝুঁকির সম্ভাবনার কারণে এটি সর্বোচ্চ পরামর্শের স্তর। ভ্রমণ পরিকল্পনার আগে আপনার গন্তব্যের বিষয়ে ভ্রমণ পরামর্শ জেনে নিন।
প্রকাশিত তালিকাটিতে বাংলাদেশের সঙ্গে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ অন্যান্য দেশের মধ্যে রয়েছে—আফগানিস্তান, বেলারুশ, বুরকিনা ফাসো, মিয়ানমার, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, হাইতি, ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, মালি, উত্তর কোরিয়া, রাশিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, ইউক্রেন, ভেনেজুয়েলা ও ইয়েমেন।
তালিকার সঙ্গে সংযুক্ত মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্রমণ পরামর্শক সংস্থার লিংকে প্রবেশ করে দেখা গেছে, ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানটি সর্বশেষ হালনাগাদ করা হয়েছিল গত ৫ আগস্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাত করার জন্য ছাত্র-জনতা এক হয়ে গণভবন ঘেরাও করার কর্মসূচি দিয়েছিল সেদিন। যদিও ওই দিনই শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান।
বাংলাদেশে ভ্রমণ সংক্রান্ত দিক নির্দেশনায় সেদিন জরুরি নয় এমন বিভাগে কর্মরত সব মার্কিন কর্মকর্তা ও কর্মচারীদের বাংলাদেশ ত্যাগ করার আদেশ দিয়েছিল। বলা হয়েছিল, ঢাকায় চলমান নাগরিক অস্থিরতার কারণে যাত্রীদের বাংলাদেশে ভ্রমণ করা উচিত নয়। ঢাকা শহর, এর পার্শ্ববর্তী এলাকা এবং সারা বাংলাদেশে সহিংস সংঘর্ষ হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী মোতায়েন রয়েছে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরটি ৫ আগস্ট সাময়িকভাবে কার্যক্রম বন্ধ করে দিয়েছে। ভবিষ্যতের ফ্লাইটের অবস্থা নিশ্চিত করতে যাত্রীদের তাদের এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করা উচিত।
সন্ত্রাসী হামলা সামান্য বা কোনো সতর্কতা ছাড়াই ঘটতে পারে বলেও সতর্ক করা হয় ওই নির্দেশিকায়। সন্ত্রাসীরা সর্বজনীন এলাকা যেমন—পর্যটন স্থান, পরিবহন কেন্দ্র, বাজার/শপিং মল, রেস্তোরাঁ, উপাসনালয়, স্কুল ক্যাম্পাস এবং সরকারি প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে পারে বলেও উল্লেখ করা হয়।
নির্দেশিকায় বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিদের বিক্ষোভ এবং রাজনৈতিক সমাবেশ এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়। ঘটনাগুলো সম্পর্কে সচেতন থাকতে স্থানীয় গণমাধ্যমগুলোতে চোখ রাখা এবং সেই অনুযায়ী পরিকল্পনা সাজাতে বলা হয়। আরও বলা হয়, কোনো ডাকাতির চেষ্টাকে শারীরিকভাবে প্রতিহত করবেন না। এ ধরনের ঘটনা ঘটলে নিরাপদ এলাকায় গিয়ে স্থানীয় কর্তৃপক্ষের কাছে সংঘটিত অপরাধের বর্ণনা দিন। এ ছাড়া ফেসবুক ও এক্সে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুসরণ করারও পরামর্শ দেওয়া হয়।
সতর্ক করা হয় বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি নিয়েও।
গোলযোগপূর্ণ পরিস্থিতি বিবেচনায় গত ৫ আগস্ট বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। তবে প্রেক্ষাপট পরিবর্তনের মধ্য দিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলেও এই নিষেধাজ্ঞা এখনো বলবৎ আছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্রমণ সংক্রান্ত একটি এক্স অ্যাকাউন্টে প্রকাশ করা তালিকায় বাংলাদেশকে এখনো লেভেল-ফোর (ভ্রমণ নিষিদ্ধ) অবস্থানে দেখা গেছে।
এক্সের পোস্টে তালিকাটি প্রকাশ করে বলা হয়েছে, আমরা এক থেকে চার পর্যন্ত লেভেল করার মধ্য দিয়ে ভ্রমণ পরামর্শ দিয়ে থাকি। চার নম্বর লেভেল মানে—ভ্রমণ করা নিষেধ। জীবন ঝুঁকির সম্ভাবনার কারণে এটি সর্বোচ্চ পরামর্শের স্তর। ভ্রমণ পরিকল্পনার আগে আপনার গন্তব্যের বিষয়ে ভ্রমণ পরামর্শ জেনে নিন।
প্রকাশিত তালিকাটিতে বাংলাদেশের সঙ্গে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ অন্যান্য দেশের মধ্যে রয়েছে—আফগানিস্তান, বেলারুশ, বুরকিনা ফাসো, মিয়ানমার, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, হাইতি, ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, মালি, উত্তর কোরিয়া, রাশিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, ইউক্রেন, ভেনেজুয়েলা ও ইয়েমেন।
তালিকার সঙ্গে সংযুক্ত মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্রমণ পরামর্শক সংস্থার লিংকে প্রবেশ করে দেখা গেছে, ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানটি সর্বশেষ হালনাগাদ করা হয়েছিল গত ৫ আগস্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাত করার জন্য ছাত্র-জনতা এক হয়ে গণভবন ঘেরাও করার কর্মসূচি দিয়েছিল সেদিন। যদিও ওই দিনই শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান।
বাংলাদেশে ভ্রমণ সংক্রান্ত দিক নির্দেশনায় সেদিন জরুরি নয় এমন বিভাগে কর্মরত সব মার্কিন কর্মকর্তা ও কর্মচারীদের বাংলাদেশ ত্যাগ করার আদেশ দিয়েছিল। বলা হয়েছিল, ঢাকায় চলমান নাগরিক অস্থিরতার কারণে যাত্রীদের বাংলাদেশে ভ্রমণ করা উচিত নয়। ঢাকা শহর, এর পার্শ্ববর্তী এলাকা এবং সারা বাংলাদেশে সহিংস সংঘর্ষ হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী মোতায়েন রয়েছে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরটি ৫ আগস্ট সাময়িকভাবে কার্যক্রম বন্ধ করে দিয়েছে। ভবিষ্যতের ফ্লাইটের অবস্থা নিশ্চিত করতে যাত্রীদের তাদের এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করা উচিত।
সন্ত্রাসী হামলা সামান্য বা কোনো সতর্কতা ছাড়াই ঘটতে পারে বলেও সতর্ক করা হয় ওই নির্দেশিকায়। সন্ত্রাসীরা সর্বজনীন এলাকা যেমন—পর্যটন স্থান, পরিবহন কেন্দ্র, বাজার/শপিং মল, রেস্তোরাঁ, উপাসনালয়, স্কুল ক্যাম্পাস এবং সরকারি প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে পারে বলেও উল্লেখ করা হয়।
নির্দেশিকায় বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিদের বিক্ষোভ এবং রাজনৈতিক সমাবেশ এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়। ঘটনাগুলো সম্পর্কে সচেতন থাকতে স্থানীয় গণমাধ্যমগুলোতে চোখ রাখা এবং সেই অনুযায়ী পরিকল্পনা সাজাতে বলা হয়। আরও বলা হয়, কোনো ডাকাতির চেষ্টাকে শারীরিকভাবে প্রতিহত করবেন না। এ ধরনের ঘটনা ঘটলে নিরাপদ এলাকায় গিয়ে স্থানীয় কর্তৃপক্ষের কাছে সংঘটিত অপরাধের বর্ণনা দিন। এ ছাড়া ফেসবুক ও এক্সে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুসরণ করারও পরামর্শ দেওয়া হয়।
সতর্ক করা হয় বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি নিয়েও।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল আলোচিত তৃতীয় টার্মিনাল চালুর পথে সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও জাপানি কনসোর্টিয়ামের মধ্যে চুক্তির খসড়া নিয়ে দীর্ঘদিন ধরে চলছে মতপার্থক্য।
২ ঘণ্টা আগেকারাগারের ভেতরে ‘অদৃশ্য’ এক আর্থিক লেনদেনের জাল বিস্তৃত হয়েছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। বন্দীদের নানা সুবিধা পাওয়ার ব্যবস্থা করতে মোবাইল ব্যাংকিংয়ে স্বজনেরা টাকা পাঠাচ্ছেন কারারক্ষীদের কাছে। বিনিময়ে বন্দীদের কারাগারেই মিলছে মোবাইল ফোন ব্যবহার, মাদকসেবন, বাইরের খাবার কিংবা ফাঁকিবাজির সুযোগ।
২ ঘণ্টা আগেচলতি সপ্তাহে নির্বাচন কমিশনের (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার কথা। তবে ইসি নির্বাচন আয়োজনে নিজেদের প্রস্তুতি তুলে ধরলেও রাজনৈতিক দলগুলো জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি এবং বাস্তবায়ন নিয়ে মতবিরোধ দূর করতে পারেনি।
২ ঘণ্টা আগেসেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বাংলাদেশে ধর্ম, জাতি, বর্ণ ও গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। এই দেশের ওপর সব নাগরিকের অধিকার আছে। রাজধানীতে হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী উৎসবে অংশ নিয়ে তিনি আরও বলেন, ‘আপনারা নিশ্চিন্তে এ দেশে বসবাস করবেন। আমরা সব সময় আপনাদের পাশে থাকব।’
৭ ঘণ্টা আগে