Ajker Patrika

দেশি বিদেশি কিছু মানুষ ষড়যন্ত্র করে চলেছে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশি বিদেশি কিছু মানুষ ষড়যন্ত্র করে চলেছে: শিক্ষামন্ত্রী

দেশের ভেতরে দেশি বিদেশি কিছু মানুষ ষড়যন্ত্র করে চলেছে, কি করে আমাদের বাধাগ্রস্ত করা যায় এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে ‘৬ দফা: বাঙালির মুক্তির সনদ’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। 

দীপু মনি বলেন, তারা বিদেশি প্রভুদের পদলেহন করে চলেছে, তাদের কাছে ধরনা দিচ্ছে। বিদেশেও কেউ কেউ আছেন যারা ষড়যন্ত্র করছেন, কি করে একটি দেশের স্বাধীনতার স্পৃহায়, উন্নয়নে এগিয়ে চলায়, আত্মবিশ্বাসে, আত্মমর্যাদায় আঘাত করে বাধাগ্রস্ত করা যায়। আজকে আমাদের স্বাধীনতা, উন্নয়ন, গণতন্ত্র, সার্বভৌমত্ব এসব বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজকে এগিয়ে যাচ্ছে, আজকে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। শেখ হাসিনা আজকের বাংলাদেশের অবিসংবাদিত নেতা। যখন কেউ চোখ রাঙায়, তিনি তা এড়িয়ে এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন, পদ্মার বুকে সেতু তুলে দিতে পারেন। তাই আমরা যাতে শেখ হাসিনার প্রতি আস্থা রাখি, বিশ্বাস রাখি। 

৬ দফা প্রসঙ্গে দীপু মনি বলেন, ৬ দফার মূল লক্ষ ছিল এক দফা। বঙ্গবন্ধুর সমাজকে চেনার, মানুষকে চেনার ইতিহাসকে বোঝার ক্ষমতা ছিল। তিনি বুঝতে পেরেছিলেন আমরা এক উপনিবেশ থেকে আরেক উপনিবেশে পড়েছি। বঙ্গবন্ধু সেটা মানতে পারেননি। তাই তিনি সবার মতামত নিয়েই স্বাধীনতার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। 

সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য অজিত কুমার সরকার। বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ড. আ আ স ম আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মো. শারফুদ্দিন আহমেদ, সাংবাদিক অজয় দাশগুপ্তসহ অন্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত