নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। দেশের হাসপাতালগুলো করোনায় আক্রান্ত রোগী সামলাতে হিমসীম খাচ্ছে। ফলে করোনা রোগীদের চিকিৎসায় মেডিকেল কলেজগুলোর এক হাজার ২৫১ জন চিকিৎসককে বিভিন্ন হাসপাতালে সংযুক্তি বদলি করেছে সরকার।
মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও প্রভাষকদের দেশের বিভিন্ন হাসপাতালে সংযুক্তি বদলি করে গত রোববার ও সোমবার প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য সেবা বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়, কোভিড-১৯ মহামারি মোকাবিলা এবং জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডারের এই কর্মকর্তাদের সংযুক্তিতে পদায়ন করা হল। ৭ জুলাইয়ের মধ্যে তাঁদের পদায়নকৃত কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব জাকিয়া পারভীন মঙ্গলবার আজকের পত্রিকাকে বলেন, মেডিকেল কলেজগুলোর সহকারী অধ্যাপক ও প্রভাষকদের দেশের বিভিন্ন হাসপাতালে সংযুক্তি বদলি করা হয়েছে। এখন তাঁরা যে কর্মস্থলে আছে তাঁদের চাকরি সেই কর্মস্থলেই থাকবে। যাকে যেখানে সংযুক্ত করা হয়েছে সেখানে গিয়ে তাঁরা করোনা রোগীদের চিকিৎসা সেবা দেবেন।
কত দিনের জন্য এসব চিকিৎসদের বিভিন্ন হাসপাতালে সংযুক্তি দেওয়া তা নির্ধারণ করে দেওয়া হয়নি জানিয়ে জাকিয়া বলেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাঁদের সংযুক্তি দেওয়া হাসপাতালে কাজ করতে হবে। করোনা রোগীদের চিকিৎসায় এখন পর্যন্ত পাঁচ বিভাগের মেডিকেল কলেজের চিকিৎসকদের সংযুক্তি বদলি করা হয়েছে। আরও তিন বিভাগের মেডিকেল কলেজের চিকিৎসকদের এভাবে বদলি করা হবে।
মেডিকেল কলেজ থেকে একই মেডিকেল কলেজের হাসপাতালে, একই জেলার জেনারেল হাসপাতাল, সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছাড়াও পাশের জেলায়ও চিকিৎসকদের সংযুক্তি বদলি করা হয়েছে।
আরও পড়ুন:
দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। দেশের হাসপাতালগুলো করোনায় আক্রান্ত রোগী সামলাতে হিমসীম খাচ্ছে। ফলে করোনা রোগীদের চিকিৎসায় মেডিকেল কলেজগুলোর এক হাজার ২৫১ জন চিকিৎসককে বিভিন্ন হাসপাতালে সংযুক্তি বদলি করেছে সরকার।
মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও প্রভাষকদের দেশের বিভিন্ন হাসপাতালে সংযুক্তি বদলি করে গত রোববার ও সোমবার প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য সেবা বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়, কোভিড-১৯ মহামারি মোকাবিলা এবং জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডারের এই কর্মকর্তাদের সংযুক্তিতে পদায়ন করা হল। ৭ জুলাইয়ের মধ্যে তাঁদের পদায়নকৃত কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব জাকিয়া পারভীন মঙ্গলবার আজকের পত্রিকাকে বলেন, মেডিকেল কলেজগুলোর সহকারী অধ্যাপক ও প্রভাষকদের দেশের বিভিন্ন হাসপাতালে সংযুক্তি বদলি করা হয়েছে। এখন তাঁরা যে কর্মস্থলে আছে তাঁদের চাকরি সেই কর্মস্থলেই থাকবে। যাকে যেখানে সংযুক্ত করা হয়েছে সেখানে গিয়ে তাঁরা করোনা রোগীদের চিকিৎসা সেবা দেবেন।
কত দিনের জন্য এসব চিকিৎসদের বিভিন্ন হাসপাতালে সংযুক্তি দেওয়া তা নির্ধারণ করে দেওয়া হয়নি জানিয়ে জাকিয়া বলেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাঁদের সংযুক্তি দেওয়া হাসপাতালে কাজ করতে হবে। করোনা রোগীদের চিকিৎসায় এখন পর্যন্ত পাঁচ বিভাগের মেডিকেল কলেজের চিকিৎসকদের সংযুক্তি বদলি করা হয়েছে। আরও তিন বিভাগের মেডিকেল কলেজের চিকিৎসকদের এভাবে বদলি করা হবে।
মেডিকেল কলেজ থেকে একই মেডিকেল কলেজের হাসপাতালে, একই জেলার জেনারেল হাসপাতাল, সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছাড়াও পাশের জেলায়ও চিকিৎসকদের সংযুক্তি বদলি করা হয়েছে।
আরও পড়ুন:
প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার পদক্ষেপ এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতের অঙ্গীকার মহাসচিবকে অবহিত করেন। তিনি বলেন, ‘আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন আয়োজনে আপনাদের সহযোগিতা প্রয়োজন।’
২ ঘণ্টা আগেবাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনের সময় হিন্দু সংখ্যালঘুদের ওপর নিপীড়নের অভিযোগ নাকচ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বাংলাদেশে ‘হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই।’
৩ ঘণ্টা আগেত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনী কর্মকর্তাদের পদোন্নতির সুযোগ বাড়াতে যাচ্ছে সরকার। এ ছাড়া নির্বাচনী কর্মকর্তা-কর্মচারীদের যেসব পদে পদোন্নতি জটিলতা রয়েছে, নিয়োগবিধি সংশোধন করে তা দূর করার প্রস্তাব করেছে নির্বাচন কমিশন (ইসি)।
১১ ঘণ্টা আগেজুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রাতারাতি ভেঙে পড়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। একদিকে মব সৃষ্টি, মাজার ভাঙা, ছিনতাই-চাঁদাবাজির মতো অপরাধ বেড়ে যাওয়া, অন্যদিকে মনোবল ভেঙে পড়া পুলিশের নিষ্ক্রিয়তা—সব মিলিয়ে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার।
১২ ঘণ্টা আগে