গোলাম ওয়াদুদ, ঢাকা

সড়ক দুর্ঘটনা বাংলাদেশে একটি বড় ধরনের রোগে পরিণত হয়েছে। অন্য রোগের প্রতিষেধক রয়েছে, যা দিয়ে রোগমুক্তি বা রোগের উপশম হতে পারে। কিন্তু বাংলাদেশে সড়ক দুর্ঘটনা এমন একটি রোগে পরিণত হয়েছে, যার প্রতিষেধকের দেখা নেই। ফলে প্রতিদিনই এই রোগে মারা যাচ্ছে অনেকে। একটি করে বছর যায়, আর সড়কে মৃত্যুর সংখ্যা আগের বছরকে ছাড়িয়ে যায়। আর নিয়ম মেনেই শুধু দাবিনামাতেই থেকে যায় ‘নিরাপদ সড়ক’। এবারও তার ব্যতিক্রম হয়নি।
২০১৮ সালের মতো এ বছরও নিরাপদ সড়কের দাবিতে সোচ্চার শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছিল। কাঁচা বয়সের আবেগ নিয়ে তারা রাস্তায় নেমে এসেছিল। এর আগে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নামেন পরিবহন শ্রমিকেরা। একই ধরনের আন্দোলন দেখা গিয়েছিল বছরের মাঝামাঝি যান চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে। তবে বছরের শেষ দিকে হাফ পাস ও নিরাপদ সড়কের দাবিতে হওয়া শিক্ষার্থীদের আন্দোলনই সবচেয়ে বেশি মনোযোগ কেড়েছে। যদিও কিছু আশ্বাস ছাড়া কাজের কাজ কিছু হয়নি। নিরাপদ সড়ক আন্দোলনে যখন ঢাকার রাজপথ উত্তাল, তখনো রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে মানুষের।
এবার অবশ্য নিরাপদ সড়কের আন্দোলনের আগে থেকেই পথে নেমেছিলেন শিক্ষার্থীরা। ২০ নভেম্বর ঠিকানা পরিবহনের একটি বাসে রাজধানীর বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী অর্ধেক ভাড়া দিতে চাইলে তাঁকে ধর্ষণের হুমকি দেন বাসচালকের সহকারী। পরদিন ২১ নভেম্বর থেকে এ ঘটনার প্রতিবাদে এবং গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাসের দাবিতে আন্দোলন শুরু হয়। উঠে আসে সড়কে নারীদের নিরাপত্তার প্রসঙ্গটি। সেদিনই গ্রেপ্তার করা হয় ওই অভিযুক্ত বাসচালক ও তাঁর সহকারীকে। কিন্তু হাফ পাসের দাবিতে অনড় শিক্ষার্থীরা রাজপথে আন্দোলন চালিয়ে যেতে থাকেন। এর মধ্যেই সড়কে নটর ডেম শিক্ষার্থী নাঈম হাসানের প্রাণ হারানোর ঘটনাকে কেন্দ্র করে আবার উত্তাল হয়ে ওঠে রাজপথ। কিন্তু প্রাপ্তির খাতা শূন্যই থেকে গেল।
এ আলোচনায় যাওয়ার আগে একটু তথ্যে চোখ বোলানো যাক। ২০২১ সালের বড় একটি অংশ করোনা মহামারির মধ্যে দিয়ে কাটিয়েছে দেশ। করোনা পরিস্থিতি বিবেচনায় বেশ কিছু দিনের জন্য চলাচলে বিধিনিষেধ বা লকডাউন আরোপ করা হয়েছিল। তারপরও সড়ক দুর্ঘটনা থামানো যায়নি। নিরাপদ সড়ক নিয়ে কাজ করা সংগঠন রোড সেফটি ফাউন্ডেশনের তথ্যমতে, ২০২১ সালের নভেম্বর মাস পর্যন্ত দেশে মোট ৪ হাজার ২৬৮টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৫ হাজার ১৪৪ জন। নিহতদের ১৪ শতাংশই শিক্ষার্থী। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো এ বছর সড়কে ট্রাক ও মোটরসাইকেল দুর্ঘটনা বেড়েছে।
রোড সেফটি ফাউন্ডেশনের তথ্যমতে, শুধু গত নভেম্বর মাসে দেশে ৩৭৯টি দুর্ঘটনায় নিহত হয়েছে ৪১৩ জন। গড়ে প্রতিদিন মারা গেছে ১৪ জন। নিহতদের মধ্যে নারী ও শিশুই রয়েছে ১২৫ জন। ওই মাসে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি হয়েছে ঢাকা বিভাগে। নভেম্বর মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে ৫৪ জন শিক্ষার্থী। এর আগে গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ১১৮ শিক্ষার্থী।
বিভিন্ন মহল থেকে এ নিয়ে নিয়মিত বিরতিতে উদ্বেগ প্রকাশ করা হলেও কাজের কাজ কিছুই হচ্ছিল না। এ অবস্থায় ২৪ নভেম্বর রাজধানীর গুলিস্তানে নটর ডেম শিক্ষার্থী নাঈম হাসানকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) গাড়ি ধাক্কা দিলে সেখানেই মারা যায় নাঈম। তার মৃত্যুর বিচারের দাবিতে রাস্তায় নামেন শিক্ষার্থীরা। একে একে সেই আন্দোলন ছড়িয়ে পড়ে পুরো রাজধানীতে। এবারও আন্দোলনের মূল দাবি ছিল নিরাপদ সড়ক। ডিএসসিসি মেয়রের প্রতিশ্রুতিতে এ আন্দোলন যখন স্তিমিত হয়ে আসে, তখনই ২৯ নভেম্বর রামপুরায় একরামুন্নেছা বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দীন দুর্জয়কে চাপা দেয় বাস। এর পর আরেক দফা আন্দোলনে নামে শিক্ষার্থীরা। তাদের সমর্থনে দেশের বিভিন্ন স্থানেও আন্দোলন শুরু হয়।
নিরাপদ সড়ক আন্দোলন থেকে শিক্ষার্থীরা দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড দেখায়। প্রদর্শন করে দুর্নীতিবিরোধী ব্যঙ্গচিত্র। তাদের বক্তব্য ছিল—কোনো ব্যক্তিবিশেষ নন, পরিবহন খাতে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেই এই লাল কার্ড। কিন্তু এই আন্দোলন দমনেও সরকারকে কঠোর হতে দেখা গেছে। এ আন্দোলন থেকেও সড়ক পরিবহন আইন-২০১৮ সুষ্ঠুভাবে বাস্তবায়নের দাবি ওঠে। গুরুত্ব পায় গণপরিবহনে চাঁদাবাজি বন্ধ, দক্ষ চালক তৈরি, চালকের বেতন ও কর্মঘণ্টা নির্ধারণ, বিআরটিএর সক্ষমতা বৃদ্ধি, মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচলের জন্য সার্ভিস রোড নির্মাণসহ বেশ কিছু বিষয়।
সুনির্দিষ্ট ১১ দাবি
নিরাপদ সড়ক আন্দোলন থেকে শিক্ষার্থীরা ১১ দফা দাবি জানায়। এগুলো হলো—
১. সড়কে কাঠামোগত হত্যার শিকার নাঈম ও মাঈনউদ্দিনের হত্যার বিচার করতে হবে। তাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। গুলিস্তান ও রামপুরা ব্রিজ সংলগ্ন এলাকায় পথচারী পারাপারের জন্য ফুটওভার ব্রিজ নির্মাণ করতে হবে।
২. সারা দেশে সকল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস সরকারি প্রজ্ঞাপন দিয়ে নিশ্চিত করতে হবে। হাফ পাসের জন্য কোনো সময় বা দিন নির্ধারণ করে দেওয়া যাবে না। বর্ধিত বাস ভাড়া প্রত্যাহার করতে হবে। সব রুটে বিআরটিসির বাসের সংখ্যা বাড়াতে হবে।
৩. গণপরিবহনে ছাত্র-ছাত্রী এবং নারীদের অবাধ যাত্রা ও সৌজন্যমূলক ব্যবহার নিশ্চিত করতে হবে।
৪. ফিটনেস ও লাইসেন্সবিহীন গাড়ি এবং লাইসেন্সবিহীন চালককে নিয়োগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। গাড়ি ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএর দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
৫. সব রাস্তায় ট্রাফিক লাইট, জেব্রা ক্রসিং নিশ্চিত করাসহ জনবহুল রাস্তায় ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়াতে হবে। ট্রাফিক পুলিশের ঘুষ দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
৬. বাসগুলোর মধ্যে বেপরোয়া প্রতিযোগিতা বন্ধে এক রুটে এক বাস এবং দৈনিক আয় সকল পরিবহন মালিকের মধ্যে তাদের অংশ অনুয়ায়ী সমানভাবে বণ্টনের নিয়ম চালু করতে হবে।
৭. শ্রমিকদের নিয়োগপত্র-পরিচয়পত্র নিশ্চিত করতে হবে। চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করতে হবে। চুক্তি ভিত্তিতে বাস দেওয়ার বদলে টিকিট ও কাউন্টারের ভিত্তিতে গোটা পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। শ্রমিকদের জন্য বিশ্রামাগার ও টয়লেটের ব্যবস্থা করতে হবে।
৮. গাড়ি চালকের কর্মঘণ্টা একনাগাড়ে ৬ ঘণ্টার বেশি হওয়া যাবে না। প্রতিটি বাসে দুজন চালক ও দুজন সহকারী রাখতে হবে। পর্যাপ্ত বাস টার্মিনাল নির্মাণ করতে হবে। পরিবহন শ্রমিকদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
৯. যাত্রী-পরিবহন শ্রমিক ও সরকারের প্রতিনিধিদের মতামত নিয়ে সড়ক পরিবহন আইন সংস্কার করতে হবে এবং এর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
১০. ট্রাক, ময়লার গাড়িসহ অন্য ভারী যানবাহন চলাচলের জন্য রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত সময় নির্ধারণ করে দিতে হবে।
১১. মাদকাসক্ত নিরসনে গোটা সমাজে কার্যকর উদ্যোগ নিতে হবে। চালক-সহকারীদের জন্য নিয়মিত ডোপ টেস্ট ও কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে হবে।
বলার অপেক্ষা রাখে না, এই দাবিগুলো নতুন নয়। এর আগেও বিভিন্ন সময় নাগরিক সমাজের প্রতিনিধি, বিশেষজ্ঞ, নিরাপদ সড়ক নিয়ে কাজ করা সংগঠন, শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষের কাছ থেকে এ দাবিগুলো উত্থাপন করা হয়েছে। কিন্তু কোনোবারই কিছু হয়নি।
এবারও শুধু আশ্বাস মিলেছে
নাঈম হাসানের মৃত্যুর পর বেগবান হওয়া নিরাপদ সড়ক আন্দোলনের পরিপ্রেক্ষিতে ২৫ নভেম্বর আন্দোলনকারীদের আশ্বস্ত করেন ডিএসসিসি মেয়র ফজলে নূর তাপস। তিনি নাঈমের মৃত্যু যেখানে হয়েছে, সেখানে ‘শহীদ নাঈম’ নামে একটি ফুটওভার ব্রিজ তৈরির প্রতিশ্রুতি দেন। রামপুরায় নিহত মাইনুদ্দীন দুর্জয় নিহতের ঘটনাতেও উঠে আসে ফুটওভার ব্রিজ নির্মাণের প্রসঙ্গ। আর সড়কে নিরাপত্তার সঙ্গে যুক্ত অন্য বিষয়গুলো একেবারে অগ্রাহ্য করা হয়েছে।
আন্দোলনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রশাসনের দিক থেকে দুর্ঘটনাপ্রবণ সড়কে গতিরোধক ও ফুটওভার ব্রিজ তৈরির প্রতিশ্রুতিই এবারও একমাত্র সম্বল। তাও এ ক্ষেত্রে শুধু রাজধানীর দিকেই মনোযোগ পেয়েছে। অথচ দেশের প্রতিটি প্রান্তে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় মানুষ মরছে। নভেম্বর পর্যন্ত সড়কে ৫ হাজার ১৪৪ মৃত্যুর পরিসংখ্যানই এর সবচেয়ে বড় প্রমাণ। এই এত মৃত্যু নিয়ে কিন্তু আলোড়ন হয়নি। হয়েছে রাজধানীর দুটি ঘটনায়। যেন মৃত্যুও প্রতিবাদেরও আছে শ্রেণিবিচার।
গণপরিবহনের বেপরোয়া গতি অটুট
এত এত আন্দোলন, তোলপাড় সত্ত্বেও বিশেষত গণপরিবহনের বেপরোয়া গতি নিয়ে কারও যেন কিছু বলার নেই। হ্যাঁ, হাফ পাস আন্দোলনকে সফল বলা যাবে কিছুটা। কিছুটা এই কারণে যে, প্রথমে রাজধানীর শিক্ষার্থীরা পেলেও পরে আন্দোলনের মাধ্যমে সারা দেশের শিক্ষার্থীরা অর্ধেক ভাড়ায় গণপরিবহনে চলাচলের অধিকার আদায় করে নিয়েছে। কিন্তু তাদের কাছ থেকে আসা নিরাপদ সড়কের দাবিগুলো যে তিমিরে ছিল, সেই তিমিরেই রয়ে গেছে। এবারের আন্দোলনেও সরকারি কর্তাব্যক্তিদের গাড়ির চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকা প্রমাণ করেছে, ২০১৮ সালের আন্দোলনের পরিপ্রেক্ষিতে পাওয়া আইন বা যাবতীয় প্রতিশ্রুতি আদতে ফাঁকা বুলি। এগুলো শুধু তাৎক্ষণিকভাবে আন্দোলনকারীদের শান্ত করতেই দেওয়া হয়। না হলে নভেম্বরের আন্দোলনের পর ডিসেম্বরে অন্তত সড়কে দুর্ঘটনা কমত। কিন্তু শেষ মাসেও যেভাবে দুর্ঘটনায় নিহতের খবর এসেছে, তাতে তেমন লক্ষণ অন্তত দেখা যায়নি। ফলে ফুটওভার ব্রিজের প্রতিশ্রুতিকেই এবার নিরাপদ সড়ক আন্দোলনের একমাত্র প্রাপ্তি বলতে হবে। বাকি যা কিছু, তার জায়গা ওই দাবিনামাতেই।
আরও পড়ুন:

সড়ক দুর্ঘটনা বাংলাদেশে একটি বড় ধরনের রোগে পরিণত হয়েছে। অন্য রোগের প্রতিষেধক রয়েছে, যা দিয়ে রোগমুক্তি বা রোগের উপশম হতে পারে। কিন্তু বাংলাদেশে সড়ক দুর্ঘটনা এমন একটি রোগে পরিণত হয়েছে, যার প্রতিষেধকের দেখা নেই। ফলে প্রতিদিনই এই রোগে মারা যাচ্ছে অনেকে। একটি করে বছর যায়, আর সড়কে মৃত্যুর সংখ্যা আগের বছরকে ছাড়িয়ে যায়। আর নিয়ম মেনেই শুধু দাবিনামাতেই থেকে যায় ‘নিরাপদ সড়ক’। এবারও তার ব্যতিক্রম হয়নি।
২০১৮ সালের মতো এ বছরও নিরাপদ সড়কের দাবিতে সোচ্চার শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছিল। কাঁচা বয়সের আবেগ নিয়ে তারা রাস্তায় নেমে এসেছিল। এর আগে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নামেন পরিবহন শ্রমিকেরা। একই ধরনের আন্দোলন দেখা গিয়েছিল বছরের মাঝামাঝি যান চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে। তবে বছরের শেষ দিকে হাফ পাস ও নিরাপদ সড়কের দাবিতে হওয়া শিক্ষার্থীদের আন্দোলনই সবচেয়ে বেশি মনোযোগ কেড়েছে। যদিও কিছু আশ্বাস ছাড়া কাজের কাজ কিছু হয়নি। নিরাপদ সড়ক আন্দোলনে যখন ঢাকার রাজপথ উত্তাল, তখনো রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে মানুষের।
এবার অবশ্য নিরাপদ সড়কের আন্দোলনের আগে থেকেই পথে নেমেছিলেন শিক্ষার্থীরা। ২০ নভেম্বর ঠিকানা পরিবহনের একটি বাসে রাজধানীর বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী অর্ধেক ভাড়া দিতে চাইলে তাঁকে ধর্ষণের হুমকি দেন বাসচালকের সহকারী। পরদিন ২১ নভেম্বর থেকে এ ঘটনার প্রতিবাদে এবং গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাসের দাবিতে আন্দোলন শুরু হয়। উঠে আসে সড়কে নারীদের নিরাপত্তার প্রসঙ্গটি। সেদিনই গ্রেপ্তার করা হয় ওই অভিযুক্ত বাসচালক ও তাঁর সহকারীকে। কিন্তু হাফ পাসের দাবিতে অনড় শিক্ষার্থীরা রাজপথে আন্দোলন চালিয়ে যেতে থাকেন। এর মধ্যেই সড়কে নটর ডেম শিক্ষার্থী নাঈম হাসানের প্রাণ হারানোর ঘটনাকে কেন্দ্র করে আবার উত্তাল হয়ে ওঠে রাজপথ। কিন্তু প্রাপ্তির খাতা শূন্যই থেকে গেল।
এ আলোচনায় যাওয়ার আগে একটু তথ্যে চোখ বোলানো যাক। ২০২১ সালের বড় একটি অংশ করোনা মহামারির মধ্যে দিয়ে কাটিয়েছে দেশ। করোনা পরিস্থিতি বিবেচনায় বেশ কিছু দিনের জন্য চলাচলে বিধিনিষেধ বা লকডাউন আরোপ করা হয়েছিল। তারপরও সড়ক দুর্ঘটনা থামানো যায়নি। নিরাপদ সড়ক নিয়ে কাজ করা সংগঠন রোড সেফটি ফাউন্ডেশনের তথ্যমতে, ২০২১ সালের নভেম্বর মাস পর্যন্ত দেশে মোট ৪ হাজার ২৬৮টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৫ হাজার ১৪৪ জন। নিহতদের ১৪ শতাংশই শিক্ষার্থী। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো এ বছর সড়কে ট্রাক ও মোটরসাইকেল দুর্ঘটনা বেড়েছে।
রোড সেফটি ফাউন্ডেশনের তথ্যমতে, শুধু গত নভেম্বর মাসে দেশে ৩৭৯টি দুর্ঘটনায় নিহত হয়েছে ৪১৩ জন। গড়ে প্রতিদিন মারা গেছে ১৪ জন। নিহতদের মধ্যে নারী ও শিশুই রয়েছে ১২৫ জন। ওই মাসে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি হয়েছে ঢাকা বিভাগে। নভেম্বর মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে ৫৪ জন শিক্ষার্থী। এর আগে গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ১১৮ শিক্ষার্থী।
বিভিন্ন মহল থেকে এ নিয়ে নিয়মিত বিরতিতে উদ্বেগ প্রকাশ করা হলেও কাজের কাজ কিছুই হচ্ছিল না। এ অবস্থায় ২৪ নভেম্বর রাজধানীর গুলিস্তানে নটর ডেম শিক্ষার্থী নাঈম হাসানকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) গাড়ি ধাক্কা দিলে সেখানেই মারা যায় নাঈম। তার মৃত্যুর বিচারের দাবিতে রাস্তায় নামেন শিক্ষার্থীরা। একে একে সেই আন্দোলন ছড়িয়ে পড়ে পুরো রাজধানীতে। এবারও আন্দোলনের মূল দাবি ছিল নিরাপদ সড়ক। ডিএসসিসি মেয়রের প্রতিশ্রুতিতে এ আন্দোলন যখন স্তিমিত হয়ে আসে, তখনই ২৯ নভেম্বর রামপুরায় একরামুন্নেছা বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দীন দুর্জয়কে চাপা দেয় বাস। এর পর আরেক দফা আন্দোলনে নামে শিক্ষার্থীরা। তাদের সমর্থনে দেশের বিভিন্ন স্থানেও আন্দোলন শুরু হয়।
নিরাপদ সড়ক আন্দোলন থেকে শিক্ষার্থীরা দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড দেখায়। প্রদর্শন করে দুর্নীতিবিরোধী ব্যঙ্গচিত্র। তাদের বক্তব্য ছিল—কোনো ব্যক্তিবিশেষ নন, পরিবহন খাতে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেই এই লাল কার্ড। কিন্তু এই আন্দোলন দমনেও সরকারকে কঠোর হতে দেখা গেছে। এ আন্দোলন থেকেও সড়ক পরিবহন আইন-২০১৮ সুষ্ঠুভাবে বাস্তবায়নের দাবি ওঠে। গুরুত্ব পায় গণপরিবহনে চাঁদাবাজি বন্ধ, দক্ষ চালক তৈরি, চালকের বেতন ও কর্মঘণ্টা নির্ধারণ, বিআরটিএর সক্ষমতা বৃদ্ধি, মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচলের জন্য সার্ভিস রোড নির্মাণসহ বেশ কিছু বিষয়।
সুনির্দিষ্ট ১১ দাবি
নিরাপদ সড়ক আন্দোলন থেকে শিক্ষার্থীরা ১১ দফা দাবি জানায়। এগুলো হলো—
১. সড়কে কাঠামোগত হত্যার শিকার নাঈম ও মাঈনউদ্দিনের হত্যার বিচার করতে হবে। তাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। গুলিস্তান ও রামপুরা ব্রিজ সংলগ্ন এলাকায় পথচারী পারাপারের জন্য ফুটওভার ব্রিজ নির্মাণ করতে হবে।
২. সারা দেশে সকল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস সরকারি প্রজ্ঞাপন দিয়ে নিশ্চিত করতে হবে। হাফ পাসের জন্য কোনো সময় বা দিন নির্ধারণ করে দেওয়া যাবে না। বর্ধিত বাস ভাড়া প্রত্যাহার করতে হবে। সব রুটে বিআরটিসির বাসের সংখ্যা বাড়াতে হবে।
৩. গণপরিবহনে ছাত্র-ছাত্রী এবং নারীদের অবাধ যাত্রা ও সৌজন্যমূলক ব্যবহার নিশ্চিত করতে হবে।
৪. ফিটনেস ও লাইসেন্সবিহীন গাড়ি এবং লাইসেন্সবিহীন চালককে নিয়োগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। গাড়ি ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএর দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
৫. সব রাস্তায় ট্রাফিক লাইট, জেব্রা ক্রসিং নিশ্চিত করাসহ জনবহুল রাস্তায় ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়াতে হবে। ট্রাফিক পুলিশের ঘুষ দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
৬. বাসগুলোর মধ্যে বেপরোয়া প্রতিযোগিতা বন্ধে এক রুটে এক বাস এবং দৈনিক আয় সকল পরিবহন মালিকের মধ্যে তাদের অংশ অনুয়ায়ী সমানভাবে বণ্টনের নিয়ম চালু করতে হবে।
৭. শ্রমিকদের নিয়োগপত্র-পরিচয়পত্র নিশ্চিত করতে হবে। চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করতে হবে। চুক্তি ভিত্তিতে বাস দেওয়ার বদলে টিকিট ও কাউন্টারের ভিত্তিতে গোটা পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। শ্রমিকদের জন্য বিশ্রামাগার ও টয়লেটের ব্যবস্থা করতে হবে।
৮. গাড়ি চালকের কর্মঘণ্টা একনাগাড়ে ৬ ঘণ্টার বেশি হওয়া যাবে না। প্রতিটি বাসে দুজন চালক ও দুজন সহকারী রাখতে হবে। পর্যাপ্ত বাস টার্মিনাল নির্মাণ করতে হবে। পরিবহন শ্রমিকদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
৯. যাত্রী-পরিবহন শ্রমিক ও সরকারের প্রতিনিধিদের মতামত নিয়ে সড়ক পরিবহন আইন সংস্কার করতে হবে এবং এর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
১০. ট্রাক, ময়লার গাড়িসহ অন্য ভারী যানবাহন চলাচলের জন্য রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত সময় নির্ধারণ করে দিতে হবে।
১১. মাদকাসক্ত নিরসনে গোটা সমাজে কার্যকর উদ্যোগ নিতে হবে। চালক-সহকারীদের জন্য নিয়মিত ডোপ টেস্ট ও কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে হবে।
বলার অপেক্ষা রাখে না, এই দাবিগুলো নতুন নয়। এর আগেও বিভিন্ন সময় নাগরিক সমাজের প্রতিনিধি, বিশেষজ্ঞ, নিরাপদ সড়ক নিয়ে কাজ করা সংগঠন, শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষের কাছ থেকে এ দাবিগুলো উত্থাপন করা হয়েছে। কিন্তু কোনোবারই কিছু হয়নি।
এবারও শুধু আশ্বাস মিলেছে
নাঈম হাসানের মৃত্যুর পর বেগবান হওয়া নিরাপদ সড়ক আন্দোলনের পরিপ্রেক্ষিতে ২৫ নভেম্বর আন্দোলনকারীদের আশ্বস্ত করেন ডিএসসিসি মেয়র ফজলে নূর তাপস। তিনি নাঈমের মৃত্যু যেখানে হয়েছে, সেখানে ‘শহীদ নাঈম’ নামে একটি ফুটওভার ব্রিজ তৈরির প্রতিশ্রুতি দেন। রামপুরায় নিহত মাইনুদ্দীন দুর্জয় নিহতের ঘটনাতেও উঠে আসে ফুটওভার ব্রিজ নির্মাণের প্রসঙ্গ। আর সড়কে নিরাপত্তার সঙ্গে যুক্ত অন্য বিষয়গুলো একেবারে অগ্রাহ্য করা হয়েছে।
আন্দোলনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রশাসনের দিক থেকে দুর্ঘটনাপ্রবণ সড়কে গতিরোধক ও ফুটওভার ব্রিজ তৈরির প্রতিশ্রুতিই এবারও একমাত্র সম্বল। তাও এ ক্ষেত্রে শুধু রাজধানীর দিকেই মনোযোগ পেয়েছে। অথচ দেশের প্রতিটি প্রান্তে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় মানুষ মরছে। নভেম্বর পর্যন্ত সড়কে ৫ হাজার ১৪৪ মৃত্যুর পরিসংখ্যানই এর সবচেয়ে বড় প্রমাণ। এই এত মৃত্যু নিয়ে কিন্তু আলোড়ন হয়নি। হয়েছে রাজধানীর দুটি ঘটনায়। যেন মৃত্যুও প্রতিবাদেরও আছে শ্রেণিবিচার।
গণপরিবহনের বেপরোয়া গতি অটুট
এত এত আন্দোলন, তোলপাড় সত্ত্বেও বিশেষত গণপরিবহনের বেপরোয়া গতি নিয়ে কারও যেন কিছু বলার নেই। হ্যাঁ, হাফ পাস আন্দোলনকে সফল বলা যাবে কিছুটা। কিছুটা এই কারণে যে, প্রথমে রাজধানীর শিক্ষার্থীরা পেলেও পরে আন্দোলনের মাধ্যমে সারা দেশের শিক্ষার্থীরা অর্ধেক ভাড়ায় গণপরিবহনে চলাচলের অধিকার আদায় করে নিয়েছে। কিন্তু তাদের কাছ থেকে আসা নিরাপদ সড়কের দাবিগুলো যে তিমিরে ছিল, সেই তিমিরেই রয়ে গেছে। এবারের আন্দোলনেও সরকারি কর্তাব্যক্তিদের গাড়ির চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকা প্রমাণ করেছে, ২০১৮ সালের আন্দোলনের পরিপ্রেক্ষিতে পাওয়া আইন বা যাবতীয় প্রতিশ্রুতি আদতে ফাঁকা বুলি। এগুলো শুধু তাৎক্ষণিকভাবে আন্দোলনকারীদের শান্ত করতেই দেওয়া হয়। না হলে নভেম্বরের আন্দোলনের পর ডিসেম্বরে অন্তত সড়কে দুর্ঘটনা কমত। কিন্তু শেষ মাসেও যেভাবে দুর্ঘটনায় নিহতের খবর এসেছে, তাতে তেমন লক্ষণ অন্তত দেখা যায়নি। ফলে ফুটওভার ব্রিজের প্রতিশ্রুতিকেই এবার নিরাপদ সড়ক আন্দোলনের একমাত্র প্রাপ্তি বলতে হবে। বাকি যা কিছু, তার জায়গা ওই দাবিনামাতেই।
আরও পড়ুন:

তিনি বলেন, মালয়েশিয়ায় ১৮ হাজার ৫৬৩ জন শ্রমিক পাঠিয়ে সরকারনির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকার পরিবর্তে তাঁদের কাছ থেকে প্রায় পাঁচগুণ বেশি অর্থ আদায়ের মাধ্যমে ৩১০ কোটি ৯৩ লাখ ৯৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে চারটি এজেন্সির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
১৯ মিনিট আগে
বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, বর্তমান পরিস্থিতিতে সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। শাহজালাল বিমানবন্দরের কার্গো হাউসে অগ্নিকাণ্ডের পর থেকেই অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় সিসিটিভি মনিটরিং, টহল
৩১ মিনিট আগে
আগামী তিন-চার দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে পরিষ্কারভাবে জানা যাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশ সংশোধনবিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ তথ্য জানান বলে আইন মন্ত্রণালয়ের
৩৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী বৃহস্পতিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সেদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই ধাপে সংলাপ হবে।
১ ঘণ্টা আগেনিজস্ব প্রতিবেদক, ঢাকা

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় করে ৩১০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে চারটি রিক্রুটিং এজেন্সির পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সংস্থাটির সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাগুলো করেন।
দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন আজ মঙ্গলবার বিকেলে মামলার বিষয়টি সাংবাদিকদের জানান। তিনি বলেন, মালয়েশিয়ায় ১৮ হাজার ৫৬৩ জন শ্রমিক পাঠিয়ে সরকারনির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকার পরিবর্তে তাঁদের কাছ থেকে প্রায় পাঁচ গুণ বেশি অর্থ আদায়ের মাধ্যমে ৩১০ কোটি ৯৩ লাখ ৯৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে চারটি এজেন্সির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
দুদক সূত্র জানায়, সেলিব্রেটি ইন্টারন্যাশনাল লিমিটেডের মালিক ফরিদা বানু ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুল হাইকে একটি মামলার আসামি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ৩ হাজার ৪৮৬ জনের কাছ থেকে সরকারনির্ধারিত ফির অতিরিক্ত ৫৮ কোটি ৩৯ লাখ ৫ হাজার টাকা নেওয়ার অভিযোগে আনা হয়েছে।
একইভাবে অদীতি ইন্টারন্যাশনালের মালিক বিশ্বজিৎ সাহার বিরুদ্ধে দ্বিতীয় মামলাটি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ৩ হাজার ৮৫২ জনের কাছ থেকে অতিরিক্ত ৬৪ কোটি ৫২ লাখ ১০ হাজার ৫০০ টাকা আদায় ও আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
এ ছাড়া রাব্বি ইন্টারন্যাশনালের মাধ্যমে ৩ হাজার ১৪৮ জনের কাছ থেকে ৫২ কোটি ৭২ লাখ ৯০ হাজার টাকা অতিরিক্ত গ্রহণের অভিযোগে এর মালিক মোহাম্মদ বশিরের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
চতুর্থ মামলাটি করা হয়েছে আরভিং এন্টারপ্রাইজের মালিক হেফজুল বারী মোহাম্মদ লুৎফর রহমানের নামে। তাঁর বিরুদ্ধে ৮ হাজার ৭৭ জনের কাছ থেকে অতিরিক্ত ১৩৫ কোটি ২৮ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা আদায় ও আত্মাসাতের অভিযোগ আনা হয়েছে।
এর আগে ৬ নভেম্বর মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ৫২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১১ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।
চলতি বছরের ১১ মার্চ একই দেশে কর্মী পাঠিয়ে ১ হাজার ১২৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৩২ জনের নামে এবং ১৪ সেপ্টেম্বর ১ হাজার ১৫৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১৩ রিক্রুটিং এজেন্সির শীর্ষ কর্মকর্তার নামে মামলা করে দুদক।
বিভিন্ন অনিয়ম ও সিন্ডিকেটের কারণে ২০১৮ সালে বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়া বন্ধ করেছিল মালয়েশিয়া। ২০২১ সালের ১৯ ডিসেম্বর ফের বাংলাদেশের সঙ্গে শ্রমিক নেওয়ার চুক্তি করে দেশটি।
সে দেশে শ্রমিক পাঠাতে সরকারনির্ধারিত ফি সর্বোচ্চ ৭৮ হাজার ৫৪০ টাকা।

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় করে ৩১০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে চারটি রিক্রুটিং এজেন্সির পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সংস্থাটির সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাগুলো করেন।
দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন আজ মঙ্গলবার বিকেলে মামলার বিষয়টি সাংবাদিকদের জানান। তিনি বলেন, মালয়েশিয়ায় ১৮ হাজার ৫৬৩ জন শ্রমিক পাঠিয়ে সরকারনির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকার পরিবর্তে তাঁদের কাছ থেকে প্রায় পাঁচ গুণ বেশি অর্থ আদায়ের মাধ্যমে ৩১০ কোটি ৯৩ লাখ ৯৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে চারটি এজেন্সির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
দুদক সূত্র জানায়, সেলিব্রেটি ইন্টারন্যাশনাল লিমিটেডের মালিক ফরিদা বানু ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুল হাইকে একটি মামলার আসামি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ৩ হাজার ৪৮৬ জনের কাছ থেকে সরকারনির্ধারিত ফির অতিরিক্ত ৫৮ কোটি ৩৯ লাখ ৫ হাজার টাকা নেওয়ার অভিযোগে আনা হয়েছে।
একইভাবে অদীতি ইন্টারন্যাশনালের মালিক বিশ্বজিৎ সাহার বিরুদ্ধে দ্বিতীয় মামলাটি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ৩ হাজার ৮৫২ জনের কাছ থেকে অতিরিক্ত ৬৪ কোটি ৫২ লাখ ১০ হাজার ৫০০ টাকা আদায় ও আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
এ ছাড়া রাব্বি ইন্টারন্যাশনালের মাধ্যমে ৩ হাজার ১৪৮ জনের কাছ থেকে ৫২ কোটি ৭২ লাখ ৯০ হাজার টাকা অতিরিক্ত গ্রহণের অভিযোগে এর মালিক মোহাম্মদ বশিরের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
চতুর্থ মামলাটি করা হয়েছে আরভিং এন্টারপ্রাইজের মালিক হেফজুল বারী মোহাম্মদ লুৎফর রহমানের নামে। তাঁর বিরুদ্ধে ৮ হাজার ৭৭ জনের কাছ থেকে অতিরিক্ত ১৩৫ কোটি ২৮ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা আদায় ও আত্মাসাতের অভিযোগ আনা হয়েছে।
এর আগে ৬ নভেম্বর মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ৫২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১১ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।
চলতি বছরের ১১ মার্চ একই দেশে কর্মী পাঠিয়ে ১ হাজার ১২৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৩২ জনের নামে এবং ১৪ সেপ্টেম্বর ১ হাজার ১৫৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১৩ রিক্রুটিং এজেন্সির শীর্ষ কর্মকর্তার নামে মামলা করে দুদক।
বিভিন্ন অনিয়ম ও সিন্ডিকেটের কারণে ২০১৮ সালে বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়া বন্ধ করেছিল মালয়েশিয়া। ২০২১ সালের ১৯ ডিসেম্বর ফের বাংলাদেশের সঙ্গে শ্রমিক নেওয়ার চুক্তি করে দেশটি।
সে দেশে শ্রমিক পাঠাতে সরকারনির্ধারিত ফি সর্বোচ্চ ৭৮ হাজার ৫৪০ টাকা।

সড়ক দুর্ঘটনা বাংলাদেশে একটি বড় ধরনের রোগে পরিণত হয়েছে। অন্য রোগের প্রতিষেধক রয়েছে, যা দিয়ে রোগমুক্তি বা রোগের উপশম হতে পারে। কিন্তু বাংলাদেশে সড়ক দুর্ঘটনা এমন একটি রোগে পরিণত হয়েছে, যার প্রতিষেধকের দেখা নেই। ফলে প্রতিদিনই এই রোগে মারা যাচ্ছে অনেকে। একটি করে বছর যায়, আর সড়কে মৃত্যুর সংখ্যা আগের বছরকে
২৯ ডিসেম্বর ২০২১
বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, বর্তমান পরিস্থিতিতে সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। শাহজালাল বিমানবন্দরের কার্গো হাউসে অগ্নিকাণ্ডের পর থেকেই অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় সিসিটিভি মনিটরিং, টহল
৩১ মিনিট আগে
আগামী তিন-চার দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে পরিষ্কারভাবে জানা যাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশ সংশোধনবিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ তথ্য জানান বলে আইন মন্ত্রণালয়ের
৩৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী বৃহস্পতিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সেদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই ধাপে সংলাপ হবে।
১ ঘণ্টা আগেবিশেষ প্রতিনিধি, ঢাকা

দেশজুড়ে চলমান সহিংসতা ও নাশকতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
আজ মঙ্গলবার বেবিচকের সদর দপ্তর থেকে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে এক চিঠিতে এ বিষয়ে নির্দেশনা পাঠানো হয়।
গত ১৮ অক্টোবর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো হাউসে (পণ্য রাখার স্থান) আগুন লাগার পর বিমানবন্দরগুলোতে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা কার্যকর করা হয়।
এবার এর পাশাপাশি বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে বেবিচক; যাতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা সম্ভব হয়।
চিঠিতে বলা হয়, সব বিমানবন্দরে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিমানবন্দর এলাকায় ভেহিকল প্যাট্রোল ও ফুট প্যাট্রোল বাড়ানো এবং মনিটরিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করার নির্দেশ দেওয়া হয়েছে। সম্ভাব্য ঝুঁকি বা হুমকির ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
এ ছাড়া সব বিমানবন্দরে সর্বোচ্চসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েনের পাশাপাশি সার্বিক ফায়ার সার্ভেইল্যান্স কার্যক্রম জোরদার করা হয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া যায়।
বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, বর্তমান পরিস্থিতিতে সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। শাহজালাল বিমানবন্দরের কার্গো হাউসে অগ্নিকাণ্ডের পর থেকেই অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় সিসিটিভি মনিটরিং, টহল কার্যক্রম এবং ফায়ার সার্ভেইল্যান্স আরও জোরদার করা হয়েছে।
সূত্রমতে, এই বিশেষ সতর্কতা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

দেশজুড়ে চলমান সহিংসতা ও নাশকতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
আজ মঙ্গলবার বেবিচকের সদর দপ্তর থেকে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে এক চিঠিতে এ বিষয়ে নির্দেশনা পাঠানো হয়।
গত ১৮ অক্টোবর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো হাউসে (পণ্য রাখার স্থান) আগুন লাগার পর বিমানবন্দরগুলোতে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা কার্যকর করা হয়।
এবার এর পাশাপাশি বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে বেবিচক; যাতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা সম্ভব হয়।
চিঠিতে বলা হয়, সব বিমানবন্দরে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিমানবন্দর এলাকায় ভেহিকল প্যাট্রোল ও ফুট প্যাট্রোল বাড়ানো এবং মনিটরিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করার নির্দেশ দেওয়া হয়েছে। সম্ভাব্য ঝুঁকি বা হুমকির ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
এ ছাড়া সব বিমানবন্দরে সর্বোচ্চসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েনের পাশাপাশি সার্বিক ফায়ার সার্ভেইল্যান্স কার্যক্রম জোরদার করা হয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া যায়।
বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, বর্তমান পরিস্থিতিতে সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। শাহজালাল বিমানবন্দরের কার্গো হাউসে অগ্নিকাণ্ডের পর থেকেই অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় সিসিটিভি মনিটরিং, টহল কার্যক্রম এবং ফায়ার সার্ভেইল্যান্স আরও জোরদার করা হয়েছে।
সূত্রমতে, এই বিশেষ সতর্কতা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

সড়ক দুর্ঘটনা বাংলাদেশে একটি বড় ধরনের রোগে পরিণত হয়েছে। অন্য রোগের প্রতিষেধক রয়েছে, যা দিয়ে রোগমুক্তি বা রোগের উপশম হতে পারে। কিন্তু বাংলাদেশে সড়ক দুর্ঘটনা এমন একটি রোগে পরিণত হয়েছে, যার প্রতিষেধকের দেখা নেই। ফলে প্রতিদিনই এই রোগে মারা যাচ্ছে অনেকে। একটি করে বছর যায়, আর সড়কে মৃত্যুর সংখ্যা আগের বছরকে
২৯ ডিসেম্বর ২০২১
তিনি বলেন, মালয়েশিয়ায় ১৮ হাজার ৫৬৩ জন শ্রমিক পাঠিয়ে সরকারনির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকার পরিবর্তে তাঁদের কাছ থেকে প্রায় পাঁচগুণ বেশি অর্থ আদায়ের মাধ্যমে ৩১০ কোটি ৯৩ লাখ ৯৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে চারটি এজেন্সির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
১৯ মিনিট আগে
আগামী তিন-চার দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে পরিষ্কারভাবে জানা যাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশ সংশোধনবিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ তথ্য জানান বলে আইন মন্ত্রণালয়ের
৩৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী বৃহস্পতিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সেদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই ধাপে সংলাপ হবে।
১ ঘণ্টা আগেবিশেষ প্রতিনিধি, ঢাকা

আগামী তিন-চার দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে পরিষ্কারভাবে জানা যাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশ সংশোধনবিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ তথ্য জানান বলে আইন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আইন উপদেষ্টা বলেন, ‘রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে আমাদের একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দেবে—এ ধরনের প্রত্যাশা আমরা করেছিলাম। কিন্তু প্রত্যাশা করেই আমরা বসে থাকিনি। আমরা নিজেদের মতো কাজ করেছি। সনদ বাস্তবায়নের ব্যাপারে কী পদক্ষেপ নিয়েছি, তা আগামী তিন-চার দিনের মধ্যে পরিষ্কারভাবে জানতে পারবেন।’
আসিফ নজরুল আরও বলেন, ‘আমরা উপদেষ্টা পরিষদের বিভিন্ন পর্যায়ে এটা আলোচনা করছি। সব দলের প্রত্যাশার প্রতি সমন্বয় ঘটিয়ে দেশের ও জনগণের স্বার্থে যা করা দরকার, সেটাই আমরা করতে যাচ্ছি।’
মতবিনিময় সভায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পক্ষ থেকে আইনগত সহায়তা প্রদান (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া উপস্থাপন করা হয়। বিচার বিভাগ সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ এবং জুলাই সনদে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাকে অধিদপ্তরে রূপান্তরের প্রস্তাব করা হয়েছে।
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, সাবেক জেলা জজ মোতাহার হোসেন, ব্লাস্টের নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, আইন মন্ত্রণালয়ের স্পেশাল কনসালট্যান্ট ব্যারিস্টার তানিম হোসেইন শাওন আইনটির প্রস্তাবিত সংশোধনীর বিভিন্ন দিক নিয়ে পরামর্শ দেন।

আগামী তিন-চার দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে পরিষ্কারভাবে জানা যাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশ সংশোধনবিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ তথ্য জানান বলে আইন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আইন উপদেষ্টা বলেন, ‘রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে আমাদের একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দেবে—এ ধরনের প্রত্যাশা আমরা করেছিলাম। কিন্তু প্রত্যাশা করেই আমরা বসে থাকিনি। আমরা নিজেদের মতো কাজ করেছি। সনদ বাস্তবায়নের ব্যাপারে কী পদক্ষেপ নিয়েছি, তা আগামী তিন-চার দিনের মধ্যে পরিষ্কারভাবে জানতে পারবেন।’
আসিফ নজরুল আরও বলেন, ‘আমরা উপদেষ্টা পরিষদের বিভিন্ন পর্যায়ে এটা আলোচনা করছি। সব দলের প্রত্যাশার প্রতি সমন্বয় ঘটিয়ে দেশের ও জনগণের স্বার্থে যা করা দরকার, সেটাই আমরা করতে যাচ্ছি।’
মতবিনিময় সভায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পক্ষ থেকে আইনগত সহায়তা প্রদান (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া উপস্থাপন করা হয়। বিচার বিভাগ সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ এবং জুলাই সনদে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাকে অধিদপ্তরে রূপান্তরের প্রস্তাব করা হয়েছে।
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, সাবেক জেলা জজ মোতাহার হোসেন, ব্লাস্টের নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, আইন মন্ত্রণালয়ের স্পেশাল কনসালট্যান্ট ব্যারিস্টার তানিম হোসেইন শাওন আইনটির প্রস্তাবিত সংশোধনীর বিভিন্ন দিক নিয়ে পরামর্শ দেন।

সড়ক দুর্ঘটনা বাংলাদেশে একটি বড় ধরনের রোগে পরিণত হয়েছে। অন্য রোগের প্রতিষেধক রয়েছে, যা দিয়ে রোগমুক্তি বা রোগের উপশম হতে পারে। কিন্তু বাংলাদেশে সড়ক দুর্ঘটনা এমন একটি রোগে পরিণত হয়েছে, যার প্রতিষেধকের দেখা নেই। ফলে প্রতিদিনই এই রোগে মারা যাচ্ছে অনেকে। একটি করে বছর যায়, আর সড়কে মৃত্যুর সংখ্যা আগের বছরকে
২৯ ডিসেম্বর ২০২১
তিনি বলেন, মালয়েশিয়ায় ১৮ হাজার ৫৬৩ জন শ্রমিক পাঠিয়ে সরকারনির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকার পরিবর্তে তাঁদের কাছ থেকে প্রায় পাঁচগুণ বেশি অর্থ আদায়ের মাধ্যমে ৩১০ কোটি ৯৩ লাখ ৯৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে চারটি এজেন্সির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
১৯ মিনিট আগে
বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, বর্তমান পরিস্থিতিতে সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। শাহজালাল বিমানবন্দরের কার্গো হাউসে অগ্নিকাণ্ডের পর থেকেই অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় সিসিটিভি মনিটরিং, টহল
৩১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী বৃহস্পতিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সেদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই ধাপে সংলাপ হবে।
১ ঘণ্টা আগেনিজস্ব প্রতিবেদক, ঢাকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী বৃহস্পতিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সেদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই ধাপে সংলাপ হবে।
ইসি সংশ্লিষ্ট সূত্র বলছে, সংলাপের প্রথম দিন ১২টি দলের সঙ্গে বসবে ইসি। সকালে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ–এই ছয়টি দলের সঙ্গে নির্বাচনকেন্দ্রিক আলোচনা করবে ইসি।
পরের ধাপেও ছয়টি দল সংলাপে অংশ নেবে। দলগুলো হচ্ছে–বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী বৃহস্পতিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সেদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই ধাপে সংলাপ হবে।
ইসি সংশ্লিষ্ট সূত্র বলছে, সংলাপের প্রথম দিন ১২টি দলের সঙ্গে বসবে ইসি। সকালে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ–এই ছয়টি দলের সঙ্গে নির্বাচনকেন্দ্রিক আলোচনা করবে ইসি।
পরের ধাপেও ছয়টি দল সংলাপে অংশ নেবে। দলগুলো হচ্ছে–বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)।

সড়ক দুর্ঘটনা বাংলাদেশে একটি বড় ধরনের রোগে পরিণত হয়েছে। অন্য রোগের প্রতিষেধক রয়েছে, যা দিয়ে রোগমুক্তি বা রোগের উপশম হতে পারে। কিন্তু বাংলাদেশে সড়ক দুর্ঘটনা এমন একটি রোগে পরিণত হয়েছে, যার প্রতিষেধকের দেখা নেই। ফলে প্রতিদিনই এই রোগে মারা যাচ্ছে অনেকে। একটি করে বছর যায়, আর সড়কে মৃত্যুর সংখ্যা আগের বছরকে
২৯ ডিসেম্বর ২০২১
তিনি বলেন, মালয়েশিয়ায় ১৮ হাজার ৫৬৩ জন শ্রমিক পাঠিয়ে সরকারনির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকার পরিবর্তে তাঁদের কাছ থেকে প্রায় পাঁচগুণ বেশি অর্থ আদায়ের মাধ্যমে ৩১০ কোটি ৯৩ লাখ ৯৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে চারটি এজেন্সির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
১৯ মিনিট আগে
বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, বর্তমান পরিস্থিতিতে সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। শাহজালাল বিমানবন্দরের কার্গো হাউসে অগ্নিকাণ্ডের পর থেকেই অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় সিসিটিভি মনিটরিং, টহল
৩১ মিনিট আগে
আগামী তিন-চার দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে পরিষ্কারভাবে জানা যাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশ সংশোধনবিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ তথ্য জানান বলে আইন মন্ত্রণালয়ের
৩৩ মিনিট আগে