Ajker Patrika

পাচারের টাকা ফেরাতে পাশে থাকবে মার্কিন নাগরিক সমাজ: সাবেক রাষ্ট্রদূত মাইলাম

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
সাবেক রাষ্ট্রদূত মাইলাম। ছবি: সংগৃহীত
সাবেক রাষ্ট্রদূত মাইলাম। ছবি: সংগৃহীত

বাংলাদেশে গত ১৫ বছরে সংঘটিত গুম ও পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে যুক্তরাষ্ট্রের নাগরিক সমাজের কাছ থেকে সহায়তা পাওয়া যেতে পারে। বাংলাদেশে দেশটির সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম আজ বুধবার ঢাকায় এক আলোচনা সভায় এসব কথা বলেন।

কসমস ফাউন্ডেশন ঢাকায় ‘জুলাই বিপ্লবের আগে ও পরে মানবাধিকার গ্রুপগুলোর ভূমিকা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।

উইলিয়াম বি মাইলাম ১৯৯০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন। তিনি বলেন, জোরপূর্বক গুম, পাচার হওয়া অর্থ ফেরত আনা ও ক্ষতিগ্রস্ত জাতীয় প্রতিষ্ঠানগুলো আবার গড়ে তোলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক সমাজ সহায়তা দিতে পারে।

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের সাবেক ঊর্ধ্বতন কূটনীতিক জন ডেনিলোভিজ অনুষ্ঠানে বলেন, বাংলাদেশের মানবাধিকারকর্মীরা ভালো কাজ করছেন। মার্কিন নাগরিক হিসেবে তাঁরা বাংলাদেশের নাগরিকদের মানবাধিকারের বিষয়টি ওয়াশিংটনসহ আন্তর্জাতিক অঙ্গনে ছড়িতে দিতে পারবেন।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী সভা সঞ্চালনা করেন। ইংরেজি বার্তা সংস্থা ইউএনবি ও ঢাকা কুরিয়ারের নির্বাহী সম্পাদক শায়ান এস খান অনুষ্ঠানে বক্তব্য দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত