বাংলাদেশে কোনো ধরনের হয়রানি, নির্বিচার আটক ও সহিংসতার বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ। আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, নির্বাচনের আগে বাংলাদেশে কোনো ধরনের হয়রানি, নির্বিচারে গ্রেপ্তার বা কোনো ধরনের সহিংসতা দেখতে চায় না জাতিসংঘ। গতকাল বুধবার জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান ডুজারিক।
স্টিফেন ডুজারিককে প্রশ্ন করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, বাংলাদেশে বিরোধীদের লক্ষ্যবস্তু বানিয়ে, হয়রানি করে, কারাবন্দী করে নির্বাচন করা হলে তা যে সুষ্ঠু বলে বিবেচিত হবে না, সে বিষয়ে জোর দিতে বাংলাদেশের আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান জানিয়েছে। গত মঙ্গলবার পুলিশের গুলিতে বিরোধী দলের অন্তত তিনজন নিহত হয়েছেন। জাতিসংঘের মহাসচিব কি সংস্থার এই সদস্যরাষ্ট্রের পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছেন?
জবাবে মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ‘আমি মনে করি, বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয়তার বিষয়ে আমাদের অবস্থানের বিষয়টি খুব ভালোভাবেই পরিষ্কার করেছি।’ নির্বাচনের আগের সময়কালকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘এই সময়ের মধ্যে আমরা কোনো ধরনের হয়রানি, নির্বিচারে গ্রেপ্তার বা কোনো ধরনের সহিংসতা দেখতে চাই না—এ বিষয়েও আমরা কথা বলেছি।’
এর আগে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর) গত মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভা থেকে দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতায় প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে। সংগঠনটি বলে, গত ২৮ অক্টোবর ঢাকায় বিরোধী দলের প্রতিবাদ কর্মসূচির সময় প্রধান বিচারপতির বাসভবন, বিচারকদের বাসস্থান ও সাংবাদিকদের ওপর যে হামলা হয়েছে, তাতে বিক্ষোভকারী ও মোটরসাইকেলে আসা মুখোশধারী ব্যক্তিরা অংশ নিয়েছেন, যাঁদের সরকারি দলের সমর্থক বলে মনে হয়েছে।
তবে প্রধান বিচারপতির বাসভবন, অন্য বিচারকদের বাসস্থান ও সাংবাদিকদের ওপর হামলা সম্পর্কে যে বিবৃতি দিয়েছে, সরকার তা প্রত্যাখ্যান করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে হাইকমিশনারের দপ্তরের ওই বক্তব্য প্রত্যাখ্যান করে। মন্ত্রণালয় বলে, বিএনপির কর্মীরা ওই হামলা করেছে। আর হাইকমিশনারের দপ্তর দুর্ভাগ্যজনকভাবে বিএনপির অপপ্রচারের ফাঁদে পড়েছে।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আজ সাংবাদিকদের বলেছেন, ওএইচসিএইচআরের বিবৃতির বেশ কিছু বিষয় ত্রুটিপূর্ণ। এতে আসল ঘটনার প্রতিফলন ঘটেনি। তাদের তথ্যে ঘাটতি আছে। আর এ রকম প্রতিষ্ঠানের তথ্যে ঘাটতি থাকা খুবই দুঃখজনক।
বাংলাদেশে কোনো ধরনের হয়রানি, নির্বিচার আটক ও সহিংসতার বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ। আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, নির্বাচনের আগে বাংলাদেশে কোনো ধরনের হয়রানি, নির্বিচারে গ্রেপ্তার বা কোনো ধরনের সহিংসতা দেখতে চায় না জাতিসংঘ। গতকাল বুধবার জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান ডুজারিক।
স্টিফেন ডুজারিককে প্রশ্ন করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, বাংলাদেশে বিরোধীদের লক্ষ্যবস্তু বানিয়ে, হয়রানি করে, কারাবন্দী করে নির্বাচন করা হলে তা যে সুষ্ঠু বলে বিবেচিত হবে না, সে বিষয়ে জোর দিতে বাংলাদেশের আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান জানিয়েছে। গত মঙ্গলবার পুলিশের গুলিতে বিরোধী দলের অন্তত তিনজন নিহত হয়েছেন। জাতিসংঘের মহাসচিব কি সংস্থার এই সদস্যরাষ্ট্রের পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছেন?
জবাবে মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ‘আমি মনে করি, বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয়তার বিষয়ে আমাদের অবস্থানের বিষয়টি খুব ভালোভাবেই পরিষ্কার করেছি।’ নির্বাচনের আগের সময়কালকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘এই সময়ের মধ্যে আমরা কোনো ধরনের হয়রানি, নির্বিচারে গ্রেপ্তার বা কোনো ধরনের সহিংসতা দেখতে চাই না—এ বিষয়েও আমরা কথা বলেছি।’
এর আগে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর) গত মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভা থেকে দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতায় প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে। সংগঠনটি বলে, গত ২৮ অক্টোবর ঢাকায় বিরোধী দলের প্রতিবাদ কর্মসূচির সময় প্রধান বিচারপতির বাসভবন, বিচারকদের বাসস্থান ও সাংবাদিকদের ওপর যে হামলা হয়েছে, তাতে বিক্ষোভকারী ও মোটরসাইকেলে আসা মুখোশধারী ব্যক্তিরা অংশ নিয়েছেন, যাঁদের সরকারি দলের সমর্থক বলে মনে হয়েছে।
তবে প্রধান বিচারপতির বাসভবন, অন্য বিচারকদের বাসস্থান ও সাংবাদিকদের ওপর হামলা সম্পর্কে যে বিবৃতি দিয়েছে, সরকার তা প্রত্যাখ্যান করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে হাইকমিশনারের দপ্তরের ওই বক্তব্য প্রত্যাখ্যান করে। মন্ত্রণালয় বলে, বিএনপির কর্মীরা ওই হামলা করেছে। আর হাইকমিশনারের দপ্তর দুর্ভাগ্যজনকভাবে বিএনপির অপপ্রচারের ফাঁদে পড়েছে।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আজ সাংবাদিকদের বলেছেন, ওএইচসিএইচআরের বিবৃতির বেশ কিছু বিষয় ত্রুটিপূর্ণ। এতে আসল ঘটনার প্রতিফলন ঘটেনি। তাদের তথ্যে ঘাটতি আছে। আর এ রকম প্রতিষ্ঠানের তথ্যে ঘাটতি থাকা খুবই দুঃখজনক।
মালয়েশিয়ার শ্রমিক পাঠাতে পাঁচ-ছয় গুণ বেশি টাকা নেওয়ার অভিযোগের প্রমাণ না মেলা ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত স্থগিতের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অভিবাসন নিয়ে কাজ করা ২৩টি সংগঠনের জোট বাংলাদেশ সিভিল সোসাইটি ফর মাইগ্রেন্টস (বিসিএসএম)।
২ ঘণ্টা আগেইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ৫৬ কোটি টাকা ঋণখেলাপির মামলায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ও কে স্পোর্টসের মালিক ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম ওরফে ফাহাদ করিমসহ তাঁর স্ত্রী মিসেস নোরা লাহলালির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন অর্থঋণ আদালত। আজ মঙ্গলবার শুনানি শেষে ঢাকার ৫ নম্বর অর্থঋণ আদ
৩ ঘণ্টা আগেবাংলাদেশ-মালয়েশিয়ার অংশীদারত্ব গভীর করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। পুত্রজায়ায় পার্দানা পুত্রা ভবনে গতকাল মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠকে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন দুই নেতা। বৈঠকে দুই নেতার উপস্থিতিতে
৩ ঘণ্টা আগেআজ মঙ্গলবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১-এ তাঁদের সাক্ষ্য নেওয়া হয়। পরে তাঁদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। পরবর্তী সাক্ষ্য নেওয়ার জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করা হয়েছে।
৪ ঘণ্টা আগে