Ajker Patrika

বিক্ষোভের মুখে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা ডেকে স্থগিত করলেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক ও ঢাবি প্রতিনিধি
আপডেট : ১০ আগস্ট ২০২৪, ১২: ৪০
বিক্ষোভের মুখে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা ডেকে স্থগিত করলেন প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের সব বিচারপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন আইনজীবী ও শিক্ষার্থীরা। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আইনজীবীরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে বেলা ১১টায় বিক্ষোভে যোগ দেন শিক্ষার্থীরা। 

এর আগেও তিন দফা সংবাদ সম্মেলন করে প্রধান বিচারপতিসহ বিতর্কিত বিচারপতিদের পদত্যাগের দাবি করেন আইনজীবীরা। 

এদিকে সুপ্রিম কোর্টের সব বিচারপতিকে নিয়ে সকাল সাড়ে ১০টায় ডাকা পূর্বনির্ধারিত ফুলকোর্ট সভা স্থগিত করা হয়েছে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এই সভা স্থগিত করেছেন বলে সকাল ১০টার দিকে জানিয়েছেন সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম।

এদিকে প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে জড়ো হওয়া শিক্ষার্থীদের নানা ধরনের স্লোগান দিতে দেখা যায়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেন, ‘আমরা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করতে পারি না। শহীদ আবু সাইদের রক্তের সঙ্গে বেইমানি করতে পারি না। অবিলম্বে প্রধান বিচারপতিসহ বিচারপতিদের পদত্যাগ করতে হবে। পদত্যাগ না করা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত