Ajker Patrika

আজ প্রচারণা শেষ, ১৬১ ইউপিতে ভোট সোমবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আজ প্রচারণা শেষ, ১৬১ ইউপিতে ভোট সোমবার

১৬১টি ইউনিয়ন পরিষদের ভোটের প্রচার–প্রচারণা শেষ হচ্ছে আজ শনিবার। আগামী সোমবার শুরু হবে ভোটগ্রহণ। একই সঙ্গে ৯টি পৌরসভার নির্বাচনও অনুষ্ঠিত হবে। আগামী সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। করোনা সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) এরই মধ্যে সব প্রস্তুতি নিয়েছে। 
 
ইসি জানায়, নির্বাচনী এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে এরই মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে নেমেছেন।  আগামী সোমবার দেশের ৬টি জেলার ২৩টি উপজেলার ১৬১ ইউপিতে ভোটগ্রহণ হবে। নির্বাচনী এলাকায় কোনো সাধারণ ছুটি থাকছে না। তবে নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মকর্তা-কর্মচারীগণ সাধারণ ছুটির আওতায় থাকবেন। এ ছাড়া ভোট দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে ছুটি নিতে পারবেন সাধারণ নাগরিকেরা। 

ইসি আরও জানায়, ১৮ সেপ্টেম্বর রাত ১২টা থেকে ২১ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ ছাড়া আগামীকাল রোববার রাত ১২টা থেকে ভোটের দিন ২০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্রাক, পিক আপ, লঞ্চ, স্পিডবোট এবং ইঞ্জিন চালিত নৌযান চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া জরুরি সেবাসহ অন্যান্য পরিবহন চলাচল করতে পারবে। 
 
প্রথম ধাপে দেশের ১৯টি জেলার ৬৪টি উপজেলার ৩৭১টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য তফসিল ঘোষণা করেছিল ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী ১১ এপ্রিল এসব নির্বাচন হওয়ার কথা ছিল। তবে করোনা সংক্রমণের কারণে ওই নির্বাচন স্থগিত করা হয়। পরে গত ২১ জুন স্থগিত ইউপির মধ্যে ২০৪ টির ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বাকি ১৬৭ ইউপিতে ভোটের কথা থাকলেও অনুষ্ঠিত হচ্ছে ১৬১ টিতে। বাকি ছয়টির ৫ টিতে প্রার্থী মারা যাওয়া এবং কক্সবাজারের টেকনাফে প্রতিকূল পরিস্থিতির কারণে আপাতত নির্বাচন স্থগিত করা হয়েছে। তবে ইসি জানিয়েছে, স্থগিত থাকা ইউপিগুলোতে পরবর্তী ধাপের সঙ্গে ভোটগ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

যুক্তরাষ্ট্রের কৌশল বোঝার ভুলের খেসারত দিচ্ছে ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত