নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদ উপলক্ষে ১৫ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ শিথিলের পরিপ্রেক্ষিতে দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল ভার্চুয়ালি পরিচালনার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি আজ বুধবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত শারীরিক উপস্থিতি ব্যতিরেকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে দেশের অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনাল আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ এবং এই কোর্ট কর্তৃক জারিকৃত এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুসরণপূর্বক সব ধরনের দেওয়ানি ও ফৌজদারি দরখাস্ত, আপিল, রিভিশন, বিবিধ মামলাসহ সব ধরনের শুনানি গ্রহণ (সাক্ষ্যগ্রহণ ব্যতীত) ও নিষ্পত্তি করবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শারীরিক উপস্থিতিতে অধস্তন (দেওয়ানি ও ফৌজদারি) আদালত ও ট্রাইব্যুনালে মামলা করা যাবে। স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রেখে সাকসেশন ও অভিভাবকত্ব নির্ধারণবিষয়ক মামলার শুনানি ও নিষ্পত্তি করা যাবে।
এ ছাড়া শারীরিক উপস্থিতি বজায় রেখে আত্মসমর্পণের আবেদন দাখিল করা যাবে। আদালতের কার্যসূচি এমনভাবে করতে হবে যেন জনসমাগম না ঘটে। আত্মসমর্পণের ক্ষেত্রে শারীরিক উপস্থিতিতে শুনানির সময় আত্মসমর্পণকারী ব্যক্তি বা আসামি ও তাঁর নিযুক্ত আইনজীবী ছাড়া অন্য কেউ আদালতে থাকতে পারবেন না। জামিন শুনানির সময় কোনো আসামিকে কারাগার থেকে প্রিজন ভ্যান বা অন্য কোনোভাবে আদালতকক্ষে হাজির করা যাবে না। রিমান্ড শুনানিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কারাগারে লিংক পাঠিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি করতে হবে।
সাংবিধানিক বাধ্যবাধকতায় প্রত্যেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এক বা একাধিক ম্যাজিস্ট্রেট স্বাস্থ্যবিধি অনুসরণ করে দায়িত্ব পালন করবেন।
ঈদ উপলক্ষে ১৫ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ শিথিলের পরিপ্রেক্ষিতে দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল ভার্চুয়ালি পরিচালনার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি আজ বুধবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত শারীরিক উপস্থিতি ব্যতিরেকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে দেশের অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনাল আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ এবং এই কোর্ট কর্তৃক জারিকৃত এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুসরণপূর্বক সব ধরনের দেওয়ানি ও ফৌজদারি দরখাস্ত, আপিল, রিভিশন, বিবিধ মামলাসহ সব ধরনের শুনানি গ্রহণ (সাক্ষ্যগ্রহণ ব্যতীত) ও নিষ্পত্তি করবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শারীরিক উপস্থিতিতে অধস্তন (দেওয়ানি ও ফৌজদারি) আদালত ও ট্রাইব্যুনালে মামলা করা যাবে। স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রেখে সাকসেশন ও অভিভাবকত্ব নির্ধারণবিষয়ক মামলার শুনানি ও নিষ্পত্তি করা যাবে।
এ ছাড়া শারীরিক উপস্থিতি বজায় রেখে আত্মসমর্পণের আবেদন দাখিল করা যাবে। আদালতের কার্যসূচি এমনভাবে করতে হবে যেন জনসমাগম না ঘটে। আত্মসমর্পণের ক্ষেত্রে শারীরিক উপস্থিতিতে শুনানির সময় আত্মসমর্পণকারী ব্যক্তি বা আসামি ও তাঁর নিযুক্ত আইনজীবী ছাড়া অন্য কেউ আদালতে থাকতে পারবেন না। জামিন শুনানির সময় কোনো আসামিকে কারাগার থেকে প্রিজন ভ্যান বা অন্য কোনোভাবে আদালতকক্ষে হাজির করা যাবে না। রিমান্ড শুনানিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কারাগারে লিংক পাঠিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি করতে হবে।
সাংবিধানিক বাধ্যবাধকতায় প্রত্যেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এক বা একাধিক ম্যাজিস্ট্রেট স্বাস্থ্যবিধি অনুসরণ করে দায়িত্ব পালন করবেন।
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার দুপুর ২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
২২ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি ৮০ হাজারেরও বেশি সেনাসদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
১ ঘণ্টা আগেযান্ত্রিক ত্রুটির কারণে ইতালি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকাগামী ফ্লাইট (বিজি ৩৫৬) বাতিল করা হয়েছে। স্থানীয় সময় রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল।
৫ ঘণ্টা আগেপদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে ঋণচুক্তির সময় ডিপিপিতে (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) উল্লেখ না থাকা কিছু কাজ পরে প্রয়োজনে যুক্ত হয়েছে। বাড়তি এসব কাজে খরচ হয়েছে ৭৭ মিলিয়ন মার্কিন ডলার (ডলারের বর্তমান বিনিময়হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৪৭ কোটি টাকা)। এই টাকা ঋণ দিতে অস্বীকৃতি জানিয়েছে প্রকল্পটিতে
১১ ঘণ্টা আগে