Ajker Patrika

ট্রান্সপোর্টে সড়ক পরিবহনমন্ত্রী ‘টোটালি ফেইলড’: সংসদে চুন্নু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১৯: ৩৩
ট্রান্সপোর্টে সড়ক পরিবহনমন্ত্রী ‘টোটালি ফেইলড’: সংসদে চুন্নু

রাজধানীসহ সারা দেশে গত কয়েক দিনের সড়ক দুর্ঘটনায় সরকার ও পরিবহনমালিকদের দায় দেখছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেছেন, সরকার অনেক উন্নয়ন করছে কিন্তু রাজধানী ঢাকায় একটি সুষ্ঠু গণপরিবহন নীতিমালা ও ব্যবস্থাপনা দিতে পারে নাই। গণপরিবহনের বিষয়ে সড়ক পরিবহনমন্ত্রী টোটালি ফেইলড বলে দাবি করেন তিনি। 

রোববার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব দাবি করেন মুজিবুল হক চুন্নু। 

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা মমতাজ মিম ও ভাষানটেকে গাড়িচাপায় নিহত গৃহবধূ সাবিনা ইয়াছমিনের বিষয়টি সংসদে উল্লেখ করেন চুন্নু। তিনি বলেন, ‘মেয়েকে স্কুলে আনার সময় একটা পুরোনো লক্কড়ঝক্কড় বাস, যার কোনো ব্রেক পর্যন্ত নাই। বাসটি ব্রেকফেল করে রিকশাকে ধাক্কা দেওয়ার পরে, বাচ্চা মেয়েটার সামনে তার মা গাড়ির চাকার নিচে পড়ে মারা যায়।’

বর্তমান সরকার অনেক উন্নয়নের দাবিদার উল্লেখ করে জাপা নেতা বলেন, ‘হ্যাঁ, উন্নয়ন অনেক করছেন। কিন্তু রাজধানী ঢাকায় গণপরিবহনের একটি সুষ্ঠু নীতিমালা ও ব্যবস্থাপনা আমরা দেখতে পারি নাই। ঢাকা শহরে ঘর থেকে বের হওয়ার কোনো উপায় নেই। এখনে যে বাস চলে, তার বেশির ভাগই পুরোনো এবং লক্কড়ঝক্কড়, লাইসেন্স নাই, কোনো আইন মানে না। রাস্তায় যে, যেভাবে ইচ্ছা পার্ক করে রাখে। এতে মানুষের মধ্যে ভয় ও হতাশা সৃষ্টি হয়েছে।’

বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গার প্রতি ইঙ্গিত করে চুন্নু বলেন, ‘আমার পাশে বসে আছেন বাংলাদেশ বাস মালিক সমিতির সভাপতি। ওনাকে বলব, আপনারা মানুষের প্রতি দরদি হোন। যে সমস্ত গাড়ির ব্রেক নাই, পুরোনো ইঞ্জিন, রং নাই… এগুলো সরকার কেন দেখে না। সরকারের সঙ্গে কোনো যোগসাজশে জনগণকে কষ্ট দিচ্ছেন?’

সড়ক পরিবহনমন্ত্রীর উদ্দেশে চুন্নু বলেন, ‘আপনি পদ্মা সেতুসহ অনেক উন্নয়ন করেন। কিন্তু আপনি টোটালি ফেইলড ট্রান্সপোর্টের বিষয়ে। ২৪ লাখ ড্রাইভিং লাইসেন্স আজকে আটকা। ঢাকা শহরে গাড়ি চলে না, ভালো বাস নাই।’

পরে গণপরিবহন নিয়ে চুন্নুর কথার জবাব দেন বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। তিনি বলেন, ‘আমি ওনার আগে জাতীয় পার্টির মহাসচিব ছিলাম দুই বছর। তারপরে উনি দায়িত্ব নিয়েছেন। সেই ক্ষোভে কি না বা আমি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সেই ক্ষোভে কি না বা জনগণের দুর্দশা দেখে কি না, কীভাবে উনি বলছেন? উনি পরিবহনের কথাটা আমার কাছে বললেনই না। হঠাৎ করে বললেন, সভাপতি আমার পাশেই রয়েছেন, উনি জানেন।’

ঢাকায় পরিবহনে এক সময় ৮ থেকে ১৬টি ট্রিপ হতো জানিয়ে পরিবহন মালিক সমিতির সভাপতি রাঙ্গা বলেন, ‘সেই গাড়িগুলো এখন তিন ট্রিপের বেশি করতেই পারে না যানজটের কারণে। উন্নয়নমূলক কর্মকাণ্ড বা যেকোনো কারণেই হোক গতির সীমা কমে গেছে। সে কারণে গাড়িগুলো সেইভাবে চলতে পারে না। এই গাড়িগুলো থেকে একসময় যে আয় হতো, তা এখন অনেক কমে গেছে।’

রাঙ্গা বলেন, ‘ফিটনেস আছে কী নেই, এটা আমি বা উনি (চুন্নু) বললে হবে না। এটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিআরটিএ দেখবেন। না থাকলে ব্যবস্থা গ্রহণ করবেন। গাড়িগুলো যে অ্যানোমালি (নিয়মের ব্যত্যয় ঘটিয়ে) চলে না, তা আমি বলব না। অনেক সময় দ্রুতগতিতে চলে। বিভিন্ন চালক, বিভিন্নভাবে পরিচালনা করে। পরিবহনমালিক তো গাড়িগুলো চালায় না। সে কারণে এর সমস্যাটা আমরা বুঝি না।’

তবে পরে আবার রাঙ্গা বলেন, পরিবহনের ফিটনেস মালিকদের বিষয়। তিনি বলেন, ‘আমাদের কোনো দুর্বলতা থাকলে গাড়ির জরিমানা হয়, ডাম্পিং করা হয় এবং মাঝখান দিয়ে কেটে ফেলা হয়, যাতে চলতে না পারে আর। সেই ব্যবস্থা এখনো বহাল রয়েছে।’ 

উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে রাজধানীতে যানজট হচ্ছে দাবি করে জাতীয় পার্টির এ নেতা বলেন, ‘রাস্তাঘাট, ফ্লাইওভার, মেট্রোরেল হয়ে গেলে যে সমস্যাগুলো… উন্নয়নের যে একটা প্রসব বেদনাটা আমরা বহন করছি। রাস্তাঘাটে যে সমস্যা হচ্ছে, তা আমাদের মেনে নিতে হবে। রাস্তাঘাটের উন্নয়ন হবে। ঢাকা মানুষের চলাচলের উপযোগী শহরে উন্নতি হবে একসময়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

গুলি–ককটেল ছুড়তে ছুড়তে গজারিয়ার দুর্গম চরের পুলিশ ফাঁড়িতে ডাকাত দলের হামলা

ফজলুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে অষ্টগ্রামে বিক্ষোভ

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

মব সৃষ্টিকারীরা হত্যার হুমকি দিচ্ছে, আমার জীবন বড় শঙ্কায়: ফজলুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত