Ajker Patrika

বাছিরের সাজা বাড়াতে রুল জারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ মে ২০২২, ১৩: ৩৯
বাছিরের সাজা বাড়াতে রুল জারি

দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে বরখাস্ত হওয়া পরিচালক খন্দকার এনামুল বাছিরের সাজা কেন বৃদ্ধি করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশনের করা রিভিশন আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এই রুল জারি করেন। 

মানি লন্ডারিংয়ের অভিযোগে দেওয়া পাঁচ বছরের সাজা বৃদ্ধি চেয়ে গতকাল সোমবার হাইকোর্টে রিভিশন আবেদন করা হয় বলে জানান দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। 

এর আগে ঘুষ লেনদেনের অভিযোগে বাছিরকে তিন বছর এবং মানি লন্ডারিং আইনের ৪ ধারায় পাঁচ বছর কারাদণ্ড ও ৮০ লাখ টাকা জরিমানা করা হয়। তবে দুটি দণ্ড একসঙ্গে চলবে বলে তাকে পাঁচ বছর দণ্ড ভোগ করতে হবে উল্লেখ করেন আদালত। 

খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে ৪০ লাখ টাকা ঘুষ কেলেঙ্কারির অভিযোগ এনে ২০১৯ সালের ১৬ জুলাই দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ পরিচালক শেখ মো. ফানাফিল্লাহ বাদী হয়ে একটি মামলা করেন। এরপর ওই বছরের ২২ জুলাই বাছিরকে গ্রেপ্তার করে দুদকের একটি দল। তারপর থেকে তিনি কারাগারে আছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চন্দ্রগ্রহণের সময় মুমিনের করণীয় আমল

মধ্যরাতে কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা ও ভাঙচুর

বেতন চাইলে গৃহকর্মীদের পিস্তল দেখান সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা, ৯৯৯-এ কল পেয়ে গ্রেপ্তার

চন্দ্রগ্রহণ চলছে, ব্লাড মুন দেখা যাবে রাত সাড়ে ১১টায়

শেখ হাসিনার শত্রু ছিলাম, তাঁকে বের করেছি, তাঁর ভাগনির চাকরি খেয়েছি: ববি হাজ্জাজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত