নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিকের প্রাণহানির ঘটনায় করা মামলায় ভবনমালিক সোহেল রানার জামিন শুনানি ছয় মাস মুলতবি করেছেন আপিল বিভাগ।
এর ফলে হাইকোর্টের জামিন স্থগিত করে চেম্বার আদালতের দেওয়া আদেশ আপাতত ছয় মাসের জন্য বহাল থাকছে।
এই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনে চেম্বার আদালত জামিন স্থগিত করে শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান।
রানার জামিন বিষয়ে জারি করা রুল মঞ্জুর করে গত ৬ এপ্রিল হাইকোর্ট তাঁকে জামিন দেন। এই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনে চেম্বার আদালত জামিন স্থগিত করে শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান।
আজ সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন বেঞ্চে রাষ্ট্রপক্ষের আবেদন উত্থাপিত হয়। আদালত এ বিষয়ে শুনানি ছয় মাসের জন্য মুলতবি রাখার আদেশ দেন।
রানার আইনজীবী কামরুল ইসলাম আদালতে বলেন, ‘১০ বছর ধরে সে কারাগারে আছে। তাকে জামিন দিন।’
তখন প্রধান বিচারপতি বলেন, ‘আরও ছয় মাস থাকুক। আমরা যখন বিচার করি, তখন আমাদের এভাবে ভাবতে হয় যে এই ঘটনায় মারা যাওয়া এগারো শ লাশ আমাদের সামনে। আর তাদের আত্মীয়-স্বজনেরা আরেক পাশে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে ন্যায়বিচার চাচ্ছে।’
শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পি ও সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ডসংলগ্ন রানা প্লাজা ভবন ধসে নিহত হয় ১ হাজার ১৩৫ জন শ্রমিক। গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন ১ হাজার ১৬৯ জন। ওই ঘটনায় কয়েকটি মামলা হয়। এর মধ্যে অবহেলাজনিত মৃত্যুতে হত্যা মামলাটি করে পুলিশ। ইমারত নির্মাণ আইন লঙ্ঘন করে ভবন নির্মাণের অভিযোগে মামলা করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আর দুর্নীতি দমন কমিশন ভবন নির্মাণসংক্রান্ত দুর্নীতি নিয়ে আরেকটি মামলা করে।
ঘটনার পর ভারতে পালিয়ে যাওয়ার পথে সোহেল রানাকে যশোরের বেনাপোল থেকে গ্রেপ্তার করা হয়।
রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিকের প্রাণহানির ঘটনায় করা মামলায় ভবনমালিক সোহেল রানার জামিন শুনানি ছয় মাস মুলতবি করেছেন আপিল বিভাগ।
এর ফলে হাইকোর্টের জামিন স্থগিত করে চেম্বার আদালতের দেওয়া আদেশ আপাতত ছয় মাসের জন্য বহাল থাকছে।
এই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনে চেম্বার আদালত জামিন স্থগিত করে শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান।
রানার জামিন বিষয়ে জারি করা রুল মঞ্জুর করে গত ৬ এপ্রিল হাইকোর্ট তাঁকে জামিন দেন। এই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনে চেম্বার আদালত জামিন স্থগিত করে শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান।
আজ সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন বেঞ্চে রাষ্ট্রপক্ষের আবেদন উত্থাপিত হয়। আদালত এ বিষয়ে শুনানি ছয় মাসের জন্য মুলতবি রাখার আদেশ দেন।
রানার আইনজীবী কামরুল ইসলাম আদালতে বলেন, ‘১০ বছর ধরে সে কারাগারে আছে। তাকে জামিন দিন।’
তখন প্রধান বিচারপতি বলেন, ‘আরও ছয় মাস থাকুক। আমরা যখন বিচার করি, তখন আমাদের এভাবে ভাবতে হয় যে এই ঘটনায় মারা যাওয়া এগারো শ লাশ আমাদের সামনে। আর তাদের আত্মীয়-স্বজনেরা আরেক পাশে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে ন্যায়বিচার চাচ্ছে।’
শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পি ও সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ডসংলগ্ন রানা প্লাজা ভবন ধসে নিহত হয় ১ হাজার ১৩৫ জন শ্রমিক। গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন ১ হাজার ১৬৯ জন। ওই ঘটনায় কয়েকটি মামলা হয়। এর মধ্যে অবহেলাজনিত মৃত্যুতে হত্যা মামলাটি করে পুলিশ। ইমারত নির্মাণ আইন লঙ্ঘন করে ভবন নির্মাণের অভিযোগে মামলা করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আর দুর্নীতি দমন কমিশন ভবন নির্মাণসংক্রান্ত দুর্নীতি নিয়ে আরেকটি মামলা করে।
ঘটনার পর ভারতে পালিয়ে যাওয়ার পথে সোহেল রানাকে যশোরের বেনাপোল থেকে গ্রেপ্তার করা হয়।
‘এক ঠিকানায় সকল নাগরিক সেবা’ স্লোগান নিয়ে এই সেবা আউটলেটের যাত্রা শুরু হয়েছে। এর মাধ্যমে কার্যকর সরকারি সেবা দিয়ে জনগণের ক্ষমতায়ন করা হবে। ওয়েবসাইটটিতে গিয়ে দেখা যায়, জাতীয় পরিচয়পত্র থেকে শুরু করে বিদ্যুৎ বিল, বয়স্ক ভাতা, স্কুলে ভর্তি, জলবায়ু কর্মসূচির তথ্যও পাওয়া যাবে।
৯ মিনিট আগেসেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এবং দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে আগামী ১৬ মে থেকে দ্বৈত নাগরিকত্ব সনদের আবেদন শতভাগ অনলাইনে গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।
৩৬ মিনিট আগেসব ধরনের ওষুধের মধ্যে দেশে পরিপাকতন্ত্রের জটিলতাবিষয়ক ওষুধ বিক্রিতে রয়েছে তৃতীয় সর্বোচ্চ স্থানে। সরকারি গবেষণায় উঠে এসেছে, এসব ওষুধ বিক্রির অঙ্ক বছরে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট, জনসংখ্যার একটা বিশাল অংশ পরিপাকতন্ত্রের সমস্যায় ভুগছে।
১১ ঘণ্টা আগেবর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেই পুলিশকে স্বাধীন ও রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার জন্য পদক্ষেপ নিতে প্রস্তাব দিয়েছেন পুলিশ সদস্যরা। এ জন্য তাঁরা দ্রুত স্বাধীন কমিশন গঠনের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জোর দাবি জানান। পুলিশ সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনে ‘স্বাধীন কমিশন’ গঠনের...
১১ ঘণ্টা আগে