নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে চলমান করোনা সংক্রমণের মাত্রা এখনো ৫ শতাংশের ওপরে। তারপরও ঝুঁকি নিয়ে আগামী সপ্তাহ থেকে শিক্ষার্থীদের সশরীরে পাঠদান চালু করছে সরকার। তবে সংক্রমণের তীব্রতা আবারও বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। আজ শুক্রবার সকালে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ বিডিএস কোর্সের সকল সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে সংক্রমণের হার ৮ শতাংশে নেমে এসেছে, মৃত্যুও উল্লেখযোগ্য হারে কমেছে। তাই, স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সংক্রমণ যদি ফের আশঙ্কাজনক হারে বাড়ে তাহলে আবারও শিক্ষাপ্রতিষ্ঠা বন্ধ করার ব্যবস্থা নিবে শিক্ষা মন্ত্রণালয়। আমরাও সেভাবেই পরামর্শ দেব। আমরা চাই না আমাদের শিশুরা আক্রান্ত হোক। তাই, পাঠদান চালু করার পর আমাদের ছেলে-মেয়েরা সংক্রমিত হলে অবশ্যই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পর আড়াই লাখের বেশি শিক্ষার্থী করোনার শিকার হয়েছেন। বাংলাদেশেও এমন শঙ্কা আছে কি-না জানতে চাইলে জাহিদ মালেক বলেন, অনেক দেশেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে আবার বন্ধ করে দিয়েছে। আমরাও সেই নীতি অবলম্বন করব। আমাদের ছেলে-মেয়েদেরকে নিরাপদ এবং সুরক্ষিত রাখতে চাই।
আগামী তিন মাসে সপ্তাহে ৫০ লাখ করে টিকা আসবে জানিয়ে মন্ত্রী বলেন, চলতি মাসে টিকার চারটি শিডিউল আছে। এ মাসে অন্তত দুই কোটি টিকা পাওয়ার আশা করছি আমরা।
এবার সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ৫৪৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য ৫৩ হাজার ৪ জন আবেদন করেছেন। সে হিসাবে এবারের পরীক্ষায় প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৯৭ শিক্ষার্থী। এর আগে চলমান মহামারির কারণে কয়েক দফা এই পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়।
দেশে চলমান করোনা সংক্রমণের মাত্রা এখনো ৫ শতাংশের ওপরে। তারপরও ঝুঁকি নিয়ে আগামী সপ্তাহ থেকে শিক্ষার্থীদের সশরীরে পাঠদান চালু করছে সরকার। তবে সংক্রমণের তীব্রতা আবারও বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। আজ শুক্রবার সকালে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ বিডিএস কোর্সের সকল সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে সংক্রমণের হার ৮ শতাংশে নেমে এসেছে, মৃত্যুও উল্লেখযোগ্য হারে কমেছে। তাই, স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সংক্রমণ যদি ফের আশঙ্কাজনক হারে বাড়ে তাহলে আবারও শিক্ষাপ্রতিষ্ঠা বন্ধ করার ব্যবস্থা নিবে শিক্ষা মন্ত্রণালয়। আমরাও সেভাবেই পরামর্শ দেব। আমরা চাই না আমাদের শিশুরা আক্রান্ত হোক। তাই, পাঠদান চালু করার পর আমাদের ছেলে-মেয়েরা সংক্রমিত হলে অবশ্যই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পর আড়াই লাখের বেশি শিক্ষার্থী করোনার শিকার হয়েছেন। বাংলাদেশেও এমন শঙ্কা আছে কি-না জানতে চাইলে জাহিদ মালেক বলেন, অনেক দেশেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে আবার বন্ধ করে দিয়েছে। আমরাও সেই নীতি অবলম্বন করব। আমাদের ছেলে-মেয়েদেরকে নিরাপদ এবং সুরক্ষিত রাখতে চাই।
আগামী তিন মাসে সপ্তাহে ৫০ লাখ করে টিকা আসবে জানিয়ে মন্ত্রী বলেন, চলতি মাসে টিকার চারটি শিডিউল আছে। এ মাসে অন্তত দুই কোটি টিকা পাওয়ার আশা করছি আমরা।
এবার সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ৫৪৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য ৫৩ হাজার ৪ জন আবেদন করেছেন। সে হিসাবে এবারের পরীক্ষায় প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৯৭ শিক্ষার্থী। এর আগে চলমান মহামারির কারণে কয়েক দফা এই পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়।
শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাস ও পণ্যবাহী যানবাহনের জন্য সরকার কোনো ভাড়া নির্ধারণ করেনি। এসব যানের ভাড়া ঠিক করছেন পরিবহনের মালিকেরা। দূরপাল্লার এসি বাসে ইচ্ছেমতো ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। পণ্যবাহী যানবাহনের ক্ষেত্রেও একই অভিযোগ। এ অবস্থায় এসি বাস ও পণ্যবাহী যানের ভাড়া নির্ধারণের উদ্যোগ নিয়েছে...
২ ঘণ্টা আগেরাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত খসড়া তৈরি করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এতে জাতীয় সনদকে বিশেষ মর্যাদা ও আইনি ভিত্তি দেওয়ার কথা আছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মতামত গ্রহণ এবং কিছু শব্দ ও ভাষাগত সংযোজন-বিয়োজন শেষে দু-এক দিনের মধ্যে সনদের চূড়ান্ত...
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের ১৪ জন উপদেষ্টা ও বিশেষ সহকারীর সহকারী একান্ত সচিবদের (এপিএস) বেতন একলাফে ৩১ হাজার টাকার বেশি বেড়েছে। এটিকে আর্থিক অনিয়ম হিসেবেই দেখছেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা।
৩ ঘণ্টা আগেভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এখনো বাড়ছে বিভিন্ন নদ-নদীর পানি। প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রাম। কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। ভাঙন দেখা দিয়েছে নদীতীরে। ইতিমধ্যে বেশ কিছু স্থাপনা বিলীন হয়ে গেছে। পানিতে তলিয়ে আছে খেতের ফসল। কোমরপানি বসতঘরেও। মাচা পেতে চলছে রান্নার কাজ...
৪ ঘণ্টা আগে