Ajker Patrika

বিকেলে বসছে সার্চ কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৭: ২২
বিকেলে বসছে সার্চ কমিটি

নতুন নির্বাচন কমিশন গঠনে নাম সুপারিশ করতে আজ প্রথম বৈঠকে বসছে সার্চ কমিটি। সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে এই বৈঠক ডেকেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ও কমিটির সভাপতি ওবায়দুল হাসান। বিকেল সাড়ে ৪টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে সুপ্রিম কোর্ট প্রশাসন নিশ্চিত করেছে। 

এর আগে নির্বাচন কমিশন (ইসি) গঠনে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। পরে শনিবার এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 

সার্চ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক। 

নির্বাচন কমিশন আইন প্রণয়নের পর এটি প্রথম সার্চ কমিটি। তবে এর আগে নির্বাচন কমিশন গঠনে ২০১২ ও ২০১৭ সালে সার্চ কমিটি হয়েছিল। তখন রাষ্ট্রপতির বিশেষ আদেশে সার্চ কমিটি গঠন করা হয়। 

আইনে বলা হয়েছে, প্রতি পদের বিপরীতে দুটি করে ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করবে সার্চ কমিটি। তাঁদের মধ্য থেকে সিইসিইসি হিসেবে পাঁচজনকে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত