নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশের উজানে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে গঙ্গা নদীর ওপর অবস্থিত ফারাক্কা বাঁধের ১০৯টি গেট বা জলকপাট খুলে দেওয়া হয়েছে আজ সোমবার বিকেলের দিকে। তবে এতে আগামী কয়েক দিনের মধ্যে বাংলাদেশে পদ্মা নদীর অববাহিকায় বন্যার ঝুঁকি নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান আজকের পত্রিকাকে বলেন, ‘এ মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, উজানে গঙ্গা নদীর বিলো পয়েন্টে (বিপৎসীমায়) পানির লেভেল স্থির পর্যায়ে আছে। আমাদের দেশেও পানির লেভেল স্থির পর্যায়ে আছে। যেহেতু উজানে স্থির, তাই আমাদের দেশেও আগামী কয়েক দিন পানির লেভেল স্থিতিশীল থাকার সম্ভাবনা আছে। পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। আগামী কয়েক দিন গঙ্গায় বন্যার ঝুঁকি লক্ষ করছি না।’
ফারাক্কা বাঁধের গেট খোলা নিয়ে আগে থেকে তথ্য পেয়েছেন কি না—জানতে চাইলে সরদার উদয় রায়হান বলেন, ‘গেট খোলা নিয়ে কোনো তথ্য আদান-প্রদান হয় না। দুই দেশের মধ্যে পানির লেভেল নিয়ে তথ্য আদান-প্রদান হয়। উজানে বিভিন্ন পয়েন্টে কী পরিমাণ পানির লেভেল বাড়বে না কমবে—এইগুলো আলোচনা হয়।’
তিনি বলেন, ‘ফারাক্কা পয়েন্ট বা ফারাক্কার উজানে শাহেদগঞ্জ পয়েন্টের তথ্য আদান-প্রদান করা হয়েছে। সেগুলোতে দেখা গেছে পানির লেভেল স্থির পর্যায়ে আছে। গেট খোলা বা বন্ধ নিয়ে আমাদের সঙ্গে কোনো সরাসরি যোগাযোগ হয় না। পানির লেভেলের যে তথ্য পাই, সেটা থেকে বন্যার পূর্বাভাস করা সম্ভব। যেহেতু ফারাক্কার উজান ও ভাটির সব তথ্য পাচ্ছি। এতে দেখা যাচ্ছে গঙ্গার পানি স্থির পর্যায়ে আছে আর আমাদের এখানেও আগামী কয়েক দিন স্থির থাকবে।’
এদিকে, ফারাক্কার ভাটি এলাকায় আগামী দুই দিন আকস্মিক বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছেন রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর। তিনি জানান, যে হারে পানি বাড়ছে, এতে আগামী দুই দিন এ অঞ্চলে বন্যার আশঙ্কা নেই। এখনো পদ্মা নদীর পানি বিপৎসীমার অনেক নিচে রয়েছে। কেন্দ্রের তথ্য অনুযায়ী ২৪ ঘণ্টায় পদ্মার পাংখা পয়েন্টে পানি বেড়েছে ৩ সেন্টিমিটার। পদ্মায় বিপৎসীমা ২২ দশমিক শূন্য ৫ মিটার। বর্তমানে পানির স্তর রয়েছে ২০ দশমিক ৪৮ মিটার।
আরিফুর রহমান অঙ্কুর বলেন, ‘বর্ষার শুরু থেকেই ফারাক্কার কপাট খোলাই ছিল। আজও পানি বৃদ্ধির যে হার, সেটা অস্বাভাবিক নয়। এখন পদ্মায় পানির যে স্তর, গত ১৫ দিন আগে যা ছিল তার চেয়ে কম। কাজেই বেগতিক বন্যার কোনো শঙ্কা নেই।’
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস বলছে, ব্রহ্মপুত্র-যমুনা এবং দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, উত্তরাঞ্চলের দুধকুমার–তিস্তা-ধরলা নদীর স্বাভাবিক প্রবাহ বিরাজমান, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এতে আরও বলা হয়েছে, আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী—আগামী ২৪ ঘণ্টায় দেশের পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ সময় এ অঞ্চলের কুমিল্লা জেলার গোমতী নদীর পানি সমতল হ্রাস পেতে পারে এবং সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় ফেনী জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে, তবে কোনো কোনো স্থানে স্থিতিশীল থাকতে পারে।
আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ সময় এ অঞ্চলের বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার সাঙ্গু, মাতামুহুরী, কর্ণফুলী, হালদা ও অন্য প্রধান নদীসমূহের পানি সমতল সময় বিশেষে বাড়তে পারে।
বাংলাদেশের উজানে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে গঙ্গা নদীর ওপর অবস্থিত ফারাক্কা বাঁধের ১০৯টি গেট বা জলকপাট খুলে দেওয়া হয়েছে আজ সোমবার বিকেলের দিকে। তবে এতে আগামী কয়েক দিনের মধ্যে বাংলাদেশে পদ্মা নদীর অববাহিকায় বন্যার ঝুঁকি নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান আজকের পত্রিকাকে বলেন, ‘এ মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, উজানে গঙ্গা নদীর বিলো পয়েন্টে (বিপৎসীমায়) পানির লেভেল স্থির পর্যায়ে আছে। আমাদের দেশেও পানির লেভেল স্থির পর্যায়ে আছে। যেহেতু উজানে স্থির, তাই আমাদের দেশেও আগামী কয়েক দিন পানির লেভেল স্থিতিশীল থাকার সম্ভাবনা আছে। পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। আগামী কয়েক দিন গঙ্গায় বন্যার ঝুঁকি লক্ষ করছি না।’
ফারাক্কা বাঁধের গেট খোলা নিয়ে আগে থেকে তথ্য পেয়েছেন কি না—জানতে চাইলে সরদার উদয় রায়হান বলেন, ‘গেট খোলা নিয়ে কোনো তথ্য আদান-প্রদান হয় না। দুই দেশের মধ্যে পানির লেভেল নিয়ে তথ্য আদান-প্রদান হয়। উজানে বিভিন্ন পয়েন্টে কী পরিমাণ পানির লেভেল বাড়বে না কমবে—এইগুলো আলোচনা হয়।’
তিনি বলেন, ‘ফারাক্কা পয়েন্ট বা ফারাক্কার উজানে শাহেদগঞ্জ পয়েন্টের তথ্য আদান-প্রদান করা হয়েছে। সেগুলোতে দেখা গেছে পানির লেভেল স্থির পর্যায়ে আছে। গেট খোলা বা বন্ধ নিয়ে আমাদের সঙ্গে কোনো সরাসরি যোগাযোগ হয় না। পানির লেভেলের যে তথ্য পাই, সেটা থেকে বন্যার পূর্বাভাস করা সম্ভব। যেহেতু ফারাক্কার উজান ও ভাটির সব তথ্য পাচ্ছি। এতে দেখা যাচ্ছে গঙ্গার পানি স্থির পর্যায়ে আছে আর আমাদের এখানেও আগামী কয়েক দিন স্থির থাকবে।’
এদিকে, ফারাক্কার ভাটি এলাকায় আগামী দুই দিন আকস্মিক বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছেন রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর। তিনি জানান, যে হারে পানি বাড়ছে, এতে আগামী দুই দিন এ অঞ্চলে বন্যার আশঙ্কা নেই। এখনো পদ্মা নদীর পানি বিপৎসীমার অনেক নিচে রয়েছে। কেন্দ্রের তথ্য অনুযায়ী ২৪ ঘণ্টায় পদ্মার পাংখা পয়েন্টে পানি বেড়েছে ৩ সেন্টিমিটার। পদ্মায় বিপৎসীমা ২২ দশমিক শূন্য ৫ মিটার। বর্তমানে পানির স্তর রয়েছে ২০ দশমিক ৪৮ মিটার।
আরিফুর রহমান অঙ্কুর বলেন, ‘বর্ষার শুরু থেকেই ফারাক্কার কপাট খোলাই ছিল। আজও পানি বৃদ্ধির যে হার, সেটা অস্বাভাবিক নয়। এখন পদ্মায় পানির যে স্তর, গত ১৫ দিন আগে যা ছিল তার চেয়ে কম। কাজেই বেগতিক বন্যার কোনো শঙ্কা নেই।’
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস বলছে, ব্রহ্মপুত্র-যমুনা এবং দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, উত্তরাঞ্চলের দুধকুমার–তিস্তা-ধরলা নদীর স্বাভাবিক প্রবাহ বিরাজমান, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এতে আরও বলা হয়েছে, আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী—আগামী ২৪ ঘণ্টায় দেশের পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ সময় এ অঞ্চলের কুমিল্লা জেলার গোমতী নদীর পানি সমতল হ্রাস পেতে পারে এবং সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় ফেনী জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে, তবে কোনো কোনো স্থানে স্থিতিশীল থাকতে পারে।
আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ সময় এ অঞ্চলের বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার সাঙ্গু, মাতামুহুরী, কর্ণফুলী, হালদা ও অন্য প্রধান নদীসমূহের পানি সমতল সময় বিশেষে বাড়তে পারে।
সব ধরনের ওষুধের মধ্যে দেশে পরিপাকতন্ত্রের জটিলতাবিষয়ক ওষুধ বিক্রিতে রয়েছে তৃতীয় সর্বোচ্চ স্থানে। সরকারি গবেষণায় উঠে এসেছে, এসব ওষুধ বিক্রির অঙ্ক বছরে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট, জনসংখ্যার একটা বিশাল অংশ পরিপাকতন্ত্রের সমস্যায় ভুগছে।
৪ ঘণ্টা আগেবর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেই পুলিশকে স্বাধীন ও রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার জন্য পদক্ষেপ নিতে প্রস্তাব দিয়েছেন পুলিশ সদস্যরা। এ জন্য তাঁরা দ্রুত স্বাধীন কমিশন গঠনের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জোর দাবি জানান। পুলিশ সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনে ‘স্বাধীন কমিশন’ গঠনের...
৪ ঘণ্টা আগেতিন সাংবাদিককে চাকরিচ্যুতিতে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। মঙ্গলবার (২৯ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
৪ ঘণ্টা আগেপ্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালা আয়োজন এবং গবেষণার মাধ্যমে শ্রম অধিকার, শ্রম নীতিমালা, শ্রমিক-মালিক সম্পর্ক, শ্রম অসন্তোষ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের...
৬ ঘণ্টা আগে