নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনা প্রতিরোধে সম্মুখ সারি ও ষাটোর্ধ্বদের মধ্য দিয়ে আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে বুস্টার ডোজ প্রদান। তবে আপাতত সীমিত পরিসরে এটি চালু হবে বলে জানিয়েছেন ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান।
আজ শনিবার সাংবাদিকদের এ তথ্য জানান মঈনুল আহসান। তিনি বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী কিছুদিন ধরে বুস্টার ডোজের ব্যাপারে বলে আসছিলেন। আমরাও সেভাবে প্রস্তুতি নিচ্ছিলাম। এক্ষেত্রে দুটি বিষয়ের ওপর নির্ভরশীল—একটি সক্ষমতা, অন্যটি টিকার সরবরাহ।’
মঈনুল আহসান বলেন, ‘শুরুতে আমরা প্রথম ডোজ নিয়ে চিন্তা করেছিলাম। এখন আমাদের টিকার সংগ্রহ অত্যন্ত ভালো পর্যায়ে। এজন্য সম্মুখ সারির যোদ্ধাদের দিয়ে প্রাথমিক পর্যায়ে সীমিত আকারে বুস্টার ডোজ শুরু করা হবে। পরে বড় পরিসরে দেওয়া হবে। শুরুতে স্বাস্থ্যকর্মী ও বয়স্কদের মধ্যে যাঁদের একাধিক রোগ আছে তাঁদেরই দেওয়া হবে। সরকারের উচ্চপর্যায় থেকে যেভাবে বলা হবে, সেভাবেই দেওয়া হবে।’
রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) এই কর্মসূচির উদ্বোধন করা হবে। যাঁদের দুই ডোজ নেওয়ার ৯ মাস থেকে এক বছর হয়েছে, তাঁরাই বুস্টার ডোজ নিতে পারবেন বলে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
এর আগে করোনার টিকাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশ অনুযায়ী ষাটোর্ধ্ব ও করোনায় সম্মুখ সারির যোদ্ধাদের বুস্টার ডোজ দেওয়ার বিষয়ে জরুরি সভা ডাকে স্বাস্থ্য অধিদপ্তর। সেখান থেকে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম রোববার থেকে বুস্টার ডোজ দেওয়ার কথা জানান।
একই দিন নিজের নির্বাচনী এলকা মানিকগঞ্জে এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেন, যাঁরা ৬০ বছরের ঊর্ধ্বে আছেন, গুরুতর অসুস্থ, তাঁদের বুস্টার ডোজ দেওয়া হবে। সারা দেশে একযোগে আগামী রোববার বা সোমবার শুরু হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাস প্রতিরোধী টিকার দুটি ডোজ দেওয়া হলেও কোনো কোনো দেশে আরও একটি ডোজ দেওয়া হচ্ছে। তৃতীয় ডোজটিকে বলা হয় বুস্টার। করোনা-সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি মোহাম্মদ সহিদুল্লা ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের বুস্টার ডোজের সুপারিশ করেন প্রথমে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুস্টার ডোজ দেওয়ার নির্দেশনা দেন।
করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে এসেছে। শীতের মধ্যে আর কোনো ঢেউ যাতে না আসে, এ বিষয়ে এখনই সতর্ক হওয়ারও আহ্বান জানান মন্ত্রী।
এর আগে গত ১১ ডিসেম্বর বয়স্কদের বুস্টার দিতে সরকারের তরফে নেওয়া সিদ্ধান্তে সম্মতি জানায় করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনারদের (সম্মুখ সারির) মধ্যে যাঁদের দুই ডোজ টিকা নেওয়ার সময় অন্তত ছয় মাস হয়েছে, আপাতত তাঁদেরই বুস্টার ডোজ দেওয়ার সুপারিশ করে কমিটি।
করোনা প্রতিরোধে সম্মুখ সারি ও ষাটোর্ধ্বদের মধ্য দিয়ে আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে বুস্টার ডোজ প্রদান। তবে আপাতত সীমিত পরিসরে এটি চালু হবে বলে জানিয়েছেন ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান।
আজ শনিবার সাংবাদিকদের এ তথ্য জানান মঈনুল আহসান। তিনি বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী কিছুদিন ধরে বুস্টার ডোজের ব্যাপারে বলে আসছিলেন। আমরাও সেভাবে প্রস্তুতি নিচ্ছিলাম। এক্ষেত্রে দুটি বিষয়ের ওপর নির্ভরশীল—একটি সক্ষমতা, অন্যটি টিকার সরবরাহ।’
মঈনুল আহসান বলেন, ‘শুরুতে আমরা প্রথম ডোজ নিয়ে চিন্তা করেছিলাম। এখন আমাদের টিকার সংগ্রহ অত্যন্ত ভালো পর্যায়ে। এজন্য সম্মুখ সারির যোদ্ধাদের দিয়ে প্রাথমিক পর্যায়ে সীমিত আকারে বুস্টার ডোজ শুরু করা হবে। পরে বড় পরিসরে দেওয়া হবে। শুরুতে স্বাস্থ্যকর্মী ও বয়স্কদের মধ্যে যাঁদের একাধিক রোগ আছে তাঁদেরই দেওয়া হবে। সরকারের উচ্চপর্যায় থেকে যেভাবে বলা হবে, সেভাবেই দেওয়া হবে।’
রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) এই কর্মসূচির উদ্বোধন করা হবে। যাঁদের দুই ডোজ নেওয়ার ৯ মাস থেকে এক বছর হয়েছে, তাঁরাই বুস্টার ডোজ নিতে পারবেন বলে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
এর আগে করোনার টিকাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশ অনুযায়ী ষাটোর্ধ্ব ও করোনায় সম্মুখ সারির যোদ্ধাদের বুস্টার ডোজ দেওয়ার বিষয়ে জরুরি সভা ডাকে স্বাস্থ্য অধিদপ্তর। সেখান থেকে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম রোববার থেকে বুস্টার ডোজ দেওয়ার কথা জানান।
একই দিন নিজের নির্বাচনী এলকা মানিকগঞ্জে এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেন, যাঁরা ৬০ বছরের ঊর্ধ্বে আছেন, গুরুতর অসুস্থ, তাঁদের বুস্টার ডোজ দেওয়া হবে। সারা দেশে একযোগে আগামী রোববার বা সোমবার শুরু হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাস প্রতিরোধী টিকার দুটি ডোজ দেওয়া হলেও কোনো কোনো দেশে আরও একটি ডোজ দেওয়া হচ্ছে। তৃতীয় ডোজটিকে বলা হয় বুস্টার। করোনা-সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি মোহাম্মদ সহিদুল্লা ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের বুস্টার ডোজের সুপারিশ করেন প্রথমে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুস্টার ডোজ দেওয়ার নির্দেশনা দেন।
করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে এসেছে। শীতের মধ্যে আর কোনো ঢেউ যাতে না আসে, এ বিষয়ে এখনই সতর্ক হওয়ারও আহ্বান জানান মন্ত্রী।
এর আগে গত ১১ ডিসেম্বর বয়স্কদের বুস্টার দিতে সরকারের তরফে নেওয়া সিদ্ধান্তে সম্মতি জানায় করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনারদের (সম্মুখ সারির) মধ্যে যাঁদের দুই ডোজ টিকা নেওয়ার সময় অন্তত ছয় মাস হয়েছে, আপাতত তাঁদেরই বুস্টার ডোজ দেওয়ার সুপারিশ করে কমিটি।
জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে মামলা লড়তে আবেদন করেছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। সেই আবেদন খারিজ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলেছেন, ‘আপনি ট্রেন মিস করেছেন।’
৩৩ মিনিট আগেসচিবালয়ের ভেতরে মিছিল, সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ করেছে সরকার। যদিও সরকারি কর্মচারীরা দলবদ্ধভাবে আন্দোলনে অংশ নিলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
৩৯ মিনিট আগেদেশে গত জুলাই মাসে ৫০৬টি সড়ক দুর্ঘটনায় ৫২০ জন নিহত এবং ১৩৫৬ জন আহত হয়েছেন। এর মধ্যে ১৬২টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৬৯ জন এবং আহত হয়েছেন ১৪৪ জন। যা মোট দুর্ঘটনার ৩২ দশমিক শূন্য ১ শতাংশ, নিহতের ৩২ দশমিক ৫০ শতাংশ এবং আহতের ১০ দশমিক ৬১ শতাংশ।
১ ঘণ্টা আগেমাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় স্থগিত হওয়া জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপনের নতুন সূচি ঘোষণা করেছে সরকার। ১৮ থেকে ২৪ আগস্ট সারা দেশে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন করা কবে। এর লক্ষ্য, দেশের মৎস্যসম্পদ বৃদ্ধি, সংরক্ষণ, উন্নয়ন ও টেকসই ব্যবহারে জনসচেতনতা তৈরি করা।
১ ঘণ্টা আগে