Ajker Patrika

সিরিয়ায় পৌঁছাল বাংলাদেশের ত্রাণ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ২২: ৫৭
সিরিয়ায় পৌঁছাল বাংলাদেশের ত্রাণ

সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বাংলাদেশের পাঠানো ত্রাণ আজ শনিবার দেশটিতে পৌঁছেছে। বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিমানবাহিনীর পরিবহন বিমান সি-১৩০জে রাজধানী দামেস্কে পৌঁছালে সিরিয়ার স্থানীয় সরকারবিষয়ক উপমন্ত্রী মাওতাজ দাওজি ত্রাণসামগ্রী গ্রহণ করেন। সিরিয়ার দায়িত্বপ্রাপ্ত জর্ডানে বাংলাদেশের আবাসিক রাষ্ট্রদূত নাহিদা সোবহান বিমানবন্দরে উপস্থিত ছিলেন। 

ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ১১ টন শুকনো খাবার, ওষুধ, কম্বল, তাঁবু ও শীতের কাপড়। 

দুর্গত অঞ্চলের মানুষের কাছে পৌঁছাতে এসব সামগ্রী পরবর্তী সময় ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে। 

উল্লেখ্য, তুরস্ক ও সিরিয়ায় গত সোমবার ভোরে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে গুঁড়িয়ে যায় দুই দেশের হাজার হাজার হাসপাতাল, স্কুল ও অ্যাপার্টমেন্ট ভবন। এতে গৃহহীন হয়ে পড়ে দেশ দুটির বিপুলসংখ্যক লোক। উদ্ভূত ঘটনার প্রেক্ষাপটে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ১০ প্রদেশে জরুরি অবস্থা জারি করেছেন। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৫ হাজারের বেশি মানুষের। এখনো উদ্ধার অভিযান চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত