Ajker Patrika

প্রশ্ন করার জন্য সাংবাদিকের চাকরি যায়, এই দায় কাকে দেব জানি না: মতিউর রহমান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ মে ২০২৫, ১৮: ৪৩
মতিউর রহমান চৌধুরী। ফাইল ছবি
মতিউর রহমান চৌধুরী। ফাইল ছবি

‘এমন দেশে মুক্ত গণমাধ্যম দিবস পালন করছি, যেখানে প্রশ্ন করার জন্য সাংবাদিকের চাকরি যায়’ বলে আক্ষেপ করেছেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। আজ রোববার জাতীয় প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভায় এমন আক্ষেপ করেন তিনি।

সম্পাদক পরিষদ আয়োজিত সভায় মতিউর রহমান চৌধুরী বলেন, ‘যে দেশে প্রশ্ন করার জন্য সাংবাদিকের চাকরি যায়, সে দেশে আমরা মুক্ত গণমাধ্যম দিবস পালন করছি। এর দায় সরকারকে দেব নাকি আর কাকে দেব, জানি না।’

মতিউর রহমান চৌধুরী বলেন, ‘গণমাধ্যম ছাড়া গণতন্ত্রচর্চা সম্ভব নয়। আমাদের কথা বলতে দিতে হবে, লিখতে দিতে হবে, প্রশ্ন করতে দিতে হবে। তাহলেই গণমাধ্যম মুক্তির স্বাদ পাবে।’

সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন দ্য ডেইলি স্টারের সম্পাদক ও সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘যে সাংবাদিক দোষী, তাঁর বিচার হোক। কিন্তু ঢালাওভাবে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হবে, সেটা তো ঠিক না। এই বিষয়টি যেন বিবেচনা করা হয়। হত্যা মামলা কেন? কারণ, যেন জামিন না হয়। এটা তো উদ্দেশ্যপ্রণোদিত। এসব বিষয়ে আরও অনুসন্ধান ও তদন্ত করতে হবে।’

সূচনা বক্তব্যে নিউ এজ সম্পাদক নূরুল কবির বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতার যে সূচক, বাংলাদেশ এখনো সেই সূচকে অনেক নিচে অবস্থান করছে। গণমাধ্যমকে বাধাগ্রস্ত করার প্রধান শক্তি রাজনৈতিক দলগুলো। ছাত্র-জনতার অভ্যুত্থানে অন্তর্বর্তী সরকার গঠিত হলেও বিভিন্ন দেশের সঙ্গে যে অসম চুক্তি রয়েছে, তা এখনো পর্যালোচনা করার কোনো উদ্যোগ দেখিনি।’

সভায় রাজনৈতিক দলের নেতাদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ আরও অনেকে বক্তব্য দেন।

এ সময় অন্যদের মধ্যে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, সমকালের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী, দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত