নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটির কাছে নাম পাঠিয়েছে ২৪টি নিবন্ধিত রাজনৈতিক দল। এ ছাড়া ছয়টি পেশাজীবী সংগঠনের কাছ থেকে ই-মেইলের মাধ্যমে দুই শতাধিক প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে এসেছে।
আজ শুক্রবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব শফিউল আজিম এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আমরা যেসব নিবন্ধিত রাজনৈতিক দলকে নাম প্রস্তাবের আহ্বান করেছিলাম, তাদের মধ্যে ২৪টি দল নাম পাঠিয়েছে। আর ছয়টি পেশাজীবী সংগঠনের কাছ থেকে প্রস্তাব পেয়েছি।’
ব্যক্তিগত পর্যায় থেকে কেমন প্রস্তাব এসেছে, সাংবাদিকেরা জানতে চাইলে যুগ্ম সচিব বলেন, ‘সেটা তো ই-মেইলে এসেছে। ৫টা পর্যন্ত সময় ছিল। সেগুলো আমরা নিয়মমাফিক সমন্বয় করব। আর ই-মেইলে আমরা বেশ সাড়া পেয়েছি। যেটা দেশ-বিদেশ থেকেই অনেকেই ছিলেন।’
মোট কতজনের নাম প্রস্তাব করা হয়েছে, এমন প্রশ্নের জবাবে শফিউল আজিম বলেন, ‘সেটার হিসাব এখনো করি নাই। আমরা সব কটি নাম সমন্বয় করে সার্চ কমিটির কাছে উপস্থাপন করব।’
তিনি বলেন, ‘কালকে আমাদের অনুসন্ধান কমিটি বিশিষ্টজনদের সঙ্গে বসবে। যাঁরা বিভিন্ন ক্ষেত্রে প্রখ্যাত ও সবার কাছে শ্রদ্ধেয়, তাঁদের সঙ্গে বেলা ১১টায় মতবিনিময় করবে অনুসন্ধান কমিটি। সেখানে প্রথিতযশা আইনজীবী, শিক্ষাবিদ, প্রশাসনিক কাজে অভিজ্ঞ এবং পেশাজীবী সংগঠনের নেতা এবং যাঁরা নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেন, তাঁরা রয়েছেন। দ্বিতীয় সেশনে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপ করবে সার্চ কমিটি।’
১৩ ফেব্রুয়ারি বিকেল ৪টায় সুশীল সমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সামরিক ও বেসামরিক ক্ষেত্রের অভিজ্ঞ ও শিক্ষাবিদদের সঙ্গে সার্চ কমিটির বৈঠক হবে। পরবর্তী সময়ে সার্চ কমিটির কর্মপন্থা নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন যুগ্ম সচিব শফিউল আজিম।
নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটির কাছে নাম পাঠিয়েছে ২৪টি নিবন্ধিত রাজনৈতিক দল। এ ছাড়া ছয়টি পেশাজীবী সংগঠনের কাছ থেকে ই-মেইলের মাধ্যমে দুই শতাধিক প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে এসেছে।
আজ শুক্রবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব শফিউল আজিম এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আমরা যেসব নিবন্ধিত রাজনৈতিক দলকে নাম প্রস্তাবের আহ্বান করেছিলাম, তাদের মধ্যে ২৪টি দল নাম পাঠিয়েছে। আর ছয়টি পেশাজীবী সংগঠনের কাছ থেকে প্রস্তাব পেয়েছি।’
ব্যক্তিগত পর্যায় থেকে কেমন প্রস্তাব এসেছে, সাংবাদিকেরা জানতে চাইলে যুগ্ম সচিব বলেন, ‘সেটা তো ই-মেইলে এসেছে। ৫টা পর্যন্ত সময় ছিল। সেগুলো আমরা নিয়মমাফিক সমন্বয় করব। আর ই-মেইলে আমরা বেশ সাড়া পেয়েছি। যেটা দেশ-বিদেশ থেকেই অনেকেই ছিলেন।’
মোট কতজনের নাম প্রস্তাব করা হয়েছে, এমন প্রশ্নের জবাবে শফিউল আজিম বলেন, ‘সেটার হিসাব এখনো করি নাই। আমরা সব কটি নাম সমন্বয় করে সার্চ কমিটির কাছে উপস্থাপন করব।’
তিনি বলেন, ‘কালকে আমাদের অনুসন্ধান কমিটি বিশিষ্টজনদের সঙ্গে বসবে। যাঁরা বিভিন্ন ক্ষেত্রে প্রখ্যাত ও সবার কাছে শ্রদ্ধেয়, তাঁদের সঙ্গে বেলা ১১টায় মতবিনিময় করবে অনুসন্ধান কমিটি। সেখানে প্রথিতযশা আইনজীবী, শিক্ষাবিদ, প্রশাসনিক কাজে অভিজ্ঞ এবং পেশাজীবী সংগঠনের নেতা এবং যাঁরা নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেন, তাঁরা রয়েছেন। দ্বিতীয় সেশনে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপ করবে সার্চ কমিটি।’
১৩ ফেব্রুয়ারি বিকেল ৪টায় সুশীল সমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সামরিক ও বেসামরিক ক্ষেত্রের অভিজ্ঞ ও শিক্ষাবিদদের সঙ্গে সার্চ কমিটির বৈঠক হবে। পরবর্তী সময়ে সার্চ কমিটির কর্মপন্থা নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন যুগ্ম সচিব শফিউল আজিম।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল আলোচিত তৃতীয় টার্মিনাল চালুর পথে সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও জাপানি কনসোর্টিয়ামের মধ্যে চুক্তির খসড়া নিয়ে দীর্ঘদিন ধরে চলছে মতপার্থক্য।
২ ঘণ্টা আগেকারাগারের ভেতরে ‘অদৃশ্য’ এক আর্থিক লেনদেনের জাল বিস্তৃত হয়েছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। বন্দীদের নানা সুবিধা পাওয়ার ব্যবস্থা করতে মোবাইল ব্যাংকিংয়ে স্বজনেরা টাকা পাঠাচ্ছেন কারারক্ষীদের কাছে। বিনিময়ে বন্দীদের কারাগারেই মিলছে মোবাইল ফোন ব্যবহার, মাদকসেবন, বাইরের খাবার কিংবা ফাঁকিবাজির সুযোগ।
২ ঘণ্টা আগেচলতি সপ্তাহে নির্বাচন কমিশনের (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার কথা। তবে ইসি নির্বাচন আয়োজনে নিজেদের প্রস্তুতি তুলে ধরলেও রাজনৈতিক দলগুলো জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি এবং বাস্তবায়ন নিয়ে মতবিরোধ দূর করতে পারেনি।
২ ঘণ্টা আগেসেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বাংলাদেশে ধর্ম, জাতি, বর্ণ ও গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। এই দেশের ওপর সব নাগরিকের অধিকার আছে। রাজধানীতে হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী উৎসবে অংশ নিয়ে তিনি আরও বলেন, ‘আপনারা নিশ্চিন্তে এ দেশে বসবাস করবেন। আমরা সব সময় আপনাদের পাশে থাকব।’
৭ ঘণ্টা আগে