Ajker Patrika

মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্য গুরুতর: পররাষ্ট্র উপদেষ্টা

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১৮: ৫০
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ছবি
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ছবি

বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধানের মন্তব্য ‘গুরুতর’ বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ মন্তব্য করেন উপদেষ্টা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের এই কর্মকর্তার মন্তব্য নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান কি, এমন প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, ‘ওনার বক্তব্য গুরুতর।’

উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয় তুলসী গ্যাবার্ডের বক্তব্যের বিষয়ে যে প্রতিক্রিয়া দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থানও তাই।

প্রসঙ্গত মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড নয়াদিল্লিতে ভারতীয় এনডিটিভির এক প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় তাঁর দেশ উদ্বিগ্ন। গতকাল সোমবার তাঁর সাক্ষাৎকারটি প্রচারিত হয়।

পরে ওই রাতেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় এক বিবৃতিতে তুলসী গ্যাবার্ডের বক্তব্যে গভীর উদ্বেগ ও হতাশা ব্যক্ত করে।

বিবৃতিতে বলা হয়, মার্কিন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা প্রধানের বক্তব্য বিভ্রান্তিকর ও বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের বলছে, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত। বাংলাদেশ চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত