নিজস্ব প্রতিবেদক, ঢাকা
উজান থেকে আসা পাহাড়ি ঢলে হুমকির মুখে হাওর অঞ্চলের প্রধান ফসল বোরো ধান। এরই মধ্যে টাঙ্গুয়ার হাওরের নজরদারি বাঁধ ভেঙে পানি প্রবেশ করেছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান। তিনি বলেন, ‘সুনামগঞ্জের একমাত্র ফসল হচ্ছে বোরো ফসল। এই ফসল ঘরে ওঠার জন্য আর ১০-১৫ দিন সময় প্রয়োজন। কিন্তু এই মুহূর্তে বোরো ফসল হুমকির মুখে রয়েছে।’
আজ সোমবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন পীর ফজলুর রহমান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
সুনামগঞ্জে এ বছর বোরো ধানের লক্ষ্যমাত্রা ১৩ লাখ মেট্রিক টন বলে জানিয়ে পীর ফজলুর রহমান বলেন, ‘আশা করছি এটা পাব। কিন্তু সীমান্তের ওপারে মেঘালয় পাহাড়ে বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢল নেমে আসছে।’
এই সংসদ সদস্য বলেন, ‘সুনামগঞ্জেও কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে। আমি জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি। মনে হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয় ও প্রশাসন এটার গুরুত্বটা বুঝতে পারছে না। ২০১৭ সালে ফসলহানির পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সুনামগঞ্জে গিয়েছিলেন। ফসলহানি হলে হাহাকার ঘটে। এটি ঘটতে খুব বেশি দিন লাগে না। এক বা দুই দিনের মধ্যে একটা দুইটা বাঁধ ভাঙলে সমস্ত হাওর তলিয়ে যায়।’
শনিবার টাঙ্গুয়ার হাওরের নজরদারি বাঁধ ভেঙে পানি ঢুকেছে জানিয়ে ফজলুর রহমান বলেন, তাহিরপুর উপজেলার আনন্দনগরের আরেকটি বাঁধে ধস দেখা গেছে। স্থানীয় লোকজন সেটা রক্ষার ব্যবস্থা করছে। তাহিরপুর, ধর্মপাশা ও দিরাইয়ের কয়েকটি বাঁধ হুমকির মুখে। এই বাঁধগুলো ভেঙে গেলে ফসল রক্ষা করা সম্ভব হবে না। ফসল তোলার জন্য কয়েকটা দিন দরকার।
ফসলকে গুরুত্ব দিয়ে পানি সম্পদ ও কৃষি মন্ত্রণালয়ের সবকিছু বাদ দিয়ে সুনামগঞ্জের হাওর রক্ষা করা প্রয়োজন। ৯ লাখ মেট্রিক টন ধান যদি তলিয়ে যায় তাহলে, সেটা বিদেশ থেকে আমদানি করাও কঠিন হয়ে যাবে।
৫২টি হাওরে বাঁধ নির্মাণে ১২০ কোটি টাকা পানি সম্পদ মন্ত্রণালয় বরাদ্দ দিয়েছিল জানিয়ে জাপার এই সাংসদ বলেন, বরাদ্দের টাকায় বাঁধ সঠিকভাবে নির্মাণ হয়েছে কিনা, যদি না হয়ে থাকে তাহলে এই মুহূর্তে ওইখানে গিয়ে যেখানে যা করার দরকার, তাই করার দরকার। বোরো ফসল রক্ষার জন্য এই মুহূর্তে পানি সম্পদ প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সচিব এবং কৃষি মন্ত্রণালয়কে সুনামগঞ্জে অবস্থান করা দরকার।
উজান থেকে আসা পাহাড়ি ঢলে হুমকির মুখে হাওর অঞ্চলের প্রধান ফসল বোরো ধান। এরই মধ্যে টাঙ্গুয়ার হাওরের নজরদারি বাঁধ ভেঙে পানি প্রবেশ করেছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান। তিনি বলেন, ‘সুনামগঞ্জের একমাত্র ফসল হচ্ছে বোরো ফসল। এই ফসল ঘরে ওঠার জন্য আর ১০-১৫ দিন সময় প্রয়োজন। কিন্তু এই মুহূর্তে বোরো ফসল হুমকির মুখে রয়েছে।’
আজ সোমবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন পীর ফজলুর রহমান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
সুনামগঞ্জে এ বছর বোরো ধানের লক্ষ্যমাত্রা ১৩ লাখ মেট্রিক টন বলে জানিয়ে পীর ফজলুর রহমান বলেন, ‘আশা করছি এটা পাব। কিন্তু সীমান্তের ওপারে মেঘালয় পাহাড়ে বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢল নেমে আসছে।’
এই সংসদ সদস্য বলেন, ‘সুনামগঞ্জেও কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে। আমি জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি। মনে হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয় ও প্রশাসন এটার গুরুত্বটা বুঝতে পারছে না। ২০১৭ সালে ফসলহানির পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সুনামগঞ্জে গিয়েছিলেন। ফসলহানি হলে হাহাকার ঘটে। এটি ঘটতে খুব বেশি দিন লাগে না। এক বা দুই দিনের মধ্যে একটা দুইটা বাঁধ ভাঙলে সমস্ত হাওর তলিয়ে যায়।’
শনিবার টাঙ্গুয়ার হাওরের নজরদারি বাঁধ ভেঙে পানি ঢুকেছে জানিয়ে ফজলুর রহমান বলেন, তাহিরপুর উপজেলার আনন্দনগরের আরেকটি বাঁধে ধস দেখা গেছে। স্থানীয় লোকজন সেটা রক্ষার ব্যবস্থা করছে। তাহিরপুর, ধর্মপাশা ও দিরাইয়ের কয়েকটি বাঁধ হুমকির মুখে। এই বাঁধগুলো ভেঙে গেলে ফসল রক্ষা করা সম্ভব হবে না। ফসল তোলার জন্য কয়েকটা দিন দরকার।
ফসলকে গুরুত্ব দিয়ে পানি সম্পদ ও কৃষি মন্ত্রণালয়ের সবকিছু বাদ দিয়ে সুনামগঞ্জের হাওর রক্ষা করা প্রয়োজন। ৯ লাখ মেট্রিক টন ধান যদি তলিয়ে যায় তাহলে, সেটা বিদেশ থেকে আমদানি করাও কঠিন হয়ে যাবে।
৫২টি হাওরে বাঁধ নির্মাণে ১২০ কোটি টাকা পানি সম্পদ মন্ত্রণালয় বরাদ্দ দিয়েছিল জানিয়ে জাপার এই সাংসদ বলেন, বরাদ্দের টাকায় বাঁধ সঠিকভাবে নির্মাণ হয়েছে কিনা, যদি না হয়ে থাকে তাহলে এই মুহূর্তে ওইখানে গিয়ে যেখানে যা করার দরকার, তাই করার দরকার। বোরো ফসল রক্ষার জন্য এই মুহূর্তে পানি সম্পদ প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সচিব এবং কৃষি মন্ত্রণালয়কে সুনামগঞ্জে অবস্থান করা দরকার।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলার ঘটনায় মার্কিন পররাষ্ট্র দপ্তরে চিঠি দিয়েছে কনস্যুলেট। স্থানীয় পুলিশ, মেয়র ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের স্থানীয় অফিসে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
২৭ মিনিট আগেবাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। এই সম্মেলন চলবে ৪ দিন। মহাপরিচালক পর্যায়ের ৫৬ তম সীমান্ত সম্মেলনের বৈঠক আজ মঙ্গলবার সকালে রাজধানী ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরের সম্মেলন
৩২ মিনিট আগেবাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। আজ মঙ্গলবার বকশিবাজারে কারা সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।
১ ঘণ্টা আগেমালয়েশিয়ায় অধ্যয়নরত প্রায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীর জন্য কাজের সুযোগ তৈরি করতে ‘গ্র্যাজুয়েট পাস’ চালু করা হচ্ছে—এমন একটি খবর কিছু সংবাদমাধ্যমে এসেছে। তবে এ তথ্য সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন দেশটির উচ্চশিক্ষামন্ত্রী জামব্রি আব্দুল কাদির। এ বিষয়ে তিনি বলেন, বাংলাদেশি শিক্ষা
২ ঘণ্টা আগে