Ajker Patrika

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ মে ২০২৫, ১৬: ৩৪
নুসরাত ফারিয়া। ছবি: ইনস্টাগ্রাম
নুসরাত ফারিয়া। ছবি: ইনস্টাগ্রাম

বিদেশ যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া। বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন। তাঁকে এখনো থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি। তাঁর বিরুদ্ধে ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। আর কোনো মামলা আছে কিনা তা খোঁজ নিচ্ছে পুলিশ।

আজ রোববার থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে। শাহজালালের ইমিগ্রেশন পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ বিষয়টি তাদের জানিয়েছে, তবে তাঁকে ভাটারা থানার মামলায় গ্রেপ্তার দেখানো হবে কিনা, তা এখনো সিদ্ধান্ত হয়নি।’

গত এপ্রিলে ভাটারা থানায় নুসরাত ফারিয়াসহ ১৭ অভিনয় শিল্পীর বিরুদ্ধে মামলা হয়। মামলায় নুসরাত ফারিয়ার বিরুদ্ধে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা উল্লেখ করা হয়। অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে কাজ করেছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে।

মামলার নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে, ভাটারা থানার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তাঁর সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা ৩-৪ শ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক।

এ ছাড়া, এই মামলায় আসামি করা হয়েছে—চিত্রনায়িকা অপু বিশ্বাস, অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, আসনা হাবিব ভাবনা, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক সাইমন সাদিক, জায়েদ খান, আজিজুল হাকিমসহ ১৭ অভিনয়শিল্পীকে।

মামলায় আরও উল্লেখ করা হয়েছে, এসব আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ জোগান দিয়েছেন। এ সময় অন্য আসামিদের ছোড়া গুলি বাদী এনামুল হকের ডান পায়ে লেগে গুলিবিদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

জামায়াতের কেউ ইমাম-মুয়াজ্জিন হতে পারবে না: আটঘরিয়ায় হাবিব

আলটিমেটাম শেষ হওয়ার আগেই আসতে পারে অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৮ হাজার কোটি টাকার প্রকল্প স্থবির

দায়িত্ব পেয়েই ‘অনিয়ম-দুর্নীতিতে’ মাসুদ রানা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত