অনলাইন ডেস্ক
সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) জান্নাত আরা হেনরীর প্রায় ৭৯ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন। দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ সাবেক এই এমপির স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধের আবেদন করেন।
হেনরীর যেসব স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে সিরাজগঞ্জে সাততলা ভবনসহ জমি, সিরাজগঞ্জে জমিসহ ভবন, সিরাজগঞ্জে জমিসহ দোতলা ভবন, সিরাজগঞ্জ ও ঢাকার মিরপুরের দুটি ফ্ল্যাট এবং সিরাজগঞ্জ, পটুয়াখালী, নারায়ণগঞ্জ ও রূপগঞ্জের মোট ২২ দশমিক ৪৭ একর জমি। এসব স্থাবর সম্পত্তির মোট মূল্য ১৬ কোটি ৭৫ লাখ ২৩ হাজার ২২৯ টাকা।
অস্থাবর সম্পদের মধ্যে হেনরীর ১৬টি গাড়ি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে, যার মূল্য ৪ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া তাঁর ১৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ১৯টি ব্যাংক হিসাবে তাঁর ৫৬ কোটি ৬৫ লাখ ১৯ হাজার ৯২ টাকা রয়েছে।
এ ছাড়া হিন্দি অপটিক্যাল ফাইবার লিমিটেড কোম্পানির ৩৫ হাজার শেয়ার, এনআরএফ ইকো ব্রিকসের ৫৯ হাজার শেয়ার, জেসমিন কনস্টেক লিমিটেডের ৩৪ হাজার শেয়ার ও ইআরএলএ লিমিটেডের ১ হাজার ৫০০ শেয়ার অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। চারটি কোম্পানিতে থাকা এসব শেয়ারের মূল্য দেখানো হয়েছে ১ কোটি ৩৪ লাখ টাকা।
হেনরী এখন কারাগারে রয়েছেন। কারাগারে থাকা অবস্থায় ৬ জানুয়ারি দুদকের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে গত ২২ ডিসেম্বর হেনরীর বিরুদ্ধে ৭৮ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলা করে দুদক।
এর আগে গত বছর ৩০ সেপ্টেম্বর হেনরী ও তাঁর স্বামী শামীম তালুকদার লাবুকে মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করা হয়।
সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) জান্নাত আরা হেনরীর প্রায় ৭৯ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন। দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ সাবেক এই এমপির স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধের আবেদন করেন।
হেনরীর যেসব স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে সিরাজগঞ্জে সাততলা ভবনসহ জমি, সিরাজগঞ্জে জমিসহ ভবন, সিরাজগঞ্জে জমিসহ দোতলা ভবন, সিরাজগঞ্জ ও ঢাকার মিরপুরের দুটি ফ্ল্যাট এবং সিরাজগঞ্জ, পটুয়াখালী, নারায়ণগঞ্জ ও রূপগঞ্জের মোট ২২ দশমিক ৪৭ একর জমি। এসব স্থাবর সম্পত্তির মোট মূল্য ১৬ কোটি ৭৫ লাখ ২৩ হাজার ২২৯ টাকা।
অস্থাবর সম্পদের মধ্যে হেনরীর ১৬টি গাড়ি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে, যার মূল্য ৪ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া তাঁর ১৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ১৯টি ব্যাংক হিসাবে তাঁর ৫৬ কোটি ৬৫ লাখ ১৯ হাজার ৯২ টাকা রয়েছে।
এ ছাড়া হিন্দি অপটিক্যাল ফাইবার লিমিটেড কোম্পানির ৩৫ হাজার শেয়ার, এনআরএফ ইকো ব্রিকসের ৫৯ হাজার শেয়ার, জেসমিন কনস্টেক লিমিটেডের ৩৪ হাজার শেয়ার ও ইআরএলএ লিমিটেডের ১ হাজার ৫০০ শেয়ার অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। চারটি কোম্পানিতে থাকা এসব শেয়ারের মূল্য দেখানো হয়েছে ১ কোটি ৩৪ লাখ টাকা।
হেনরী এখন কারাগারে রয়েছেন। কারাগারে থাকা অবস্থায় ৬ জানুয়ারি দুদকের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে গত ২২ ডিসেম্বর হেনরীর বিরুদ্ধে ৭৮ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলা করে দুদক।
এর আগে গত বছর ৩০ সেপ্টেম্বর হেনরী ও তাঁর স্বামী শামীম তালুকদার লাবুকে মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করা হয়।
মানবিক সহায়তা পাঠানোর জন্য মিয়ানমারের রাখাইনের সঙ্গে ‘করিডর’ বা ‘প্যাসেজ’ চালুর বিষয়ে অন্তর্বর্তী সরকারের ‘নীতিগত সিদ্ধান্ত’ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক দলগুলো এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন।
২ ঘণ্টা আগেদেশে এক শর মতো শিল্পে নেই ন্যূনতম মজুরিকাঠামো। এখনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাননি অনেক খাতের শ্রমিকেরা। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের ৮৫ শতাংশ শ্রমিকেরই নেই আইনি সুরক্ষা। পর্যাপ্ত মাতৃত্বকালীন ছুটি পান না নারী শ্রমিকেরা। ট্রেড ইউনিয়ন গঠনের স্বাধীনতা, শ্রমিক সুরক্ষায় উল্লেখযোগ্য
৮ ঘণ্টা আগেআজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে আজ। এবারের মে দিবসের প্রতিপাদ্য হলো ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’।
৮ ঘণ্টা আগেদেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানির আওতাধীন জেলাগুলোয় বিদ্যুৎ আইনে অপরাধের বিচারে আদালত রয়েছে মাত্র ১৯টি। সব জেলায় আদালত না থাকায় এক জেলার গ্রাহকদের মামলাসংক্রান্ত কাজে যেতে হচ্ছে অন্য জেলায়। আদালতের সংখ্যা কম থাকায় ভুগতে হচ্ছে মামলাজটে। সমস্যার সমাধানে আদালতের সংখ্যা বাড়াতে সম্প্রতি আইন...
৯ ঘণ্টা আগে