Ajker Patrika

স্বাস্থ্য অধিদপ্তরে ৩১ পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্বাস্থ্য অধিদপ্তরে ৩১ পদে রদবদল

স্বাস্থ্য অধিদপ্তরের ছয় পরিচালকসহ মোট ৩১টি পদে রদবদল করা হয়েছে। এমবিডিসি শাখার পরিচালক ও জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. শামিউল ইসলামকে প্রশাসন শাখার পরিচালক পদে পদায়ন করা হয়েছে। আর প্রশাসন শাখার পরিচালক ডা. শেখ মোহাম্মদ হাসান ইমামকে এমবিডিসি শাখার পরিচালক করা হয়েছে। একই সঙ্গে হাসপাতাল বিভাগের লাইন ডিরেক্টর ডা. মো. খুরশীদ আলমকে টিভি লেপ্রোসি অ্যান্ড এএসপি বিভাগের প্রকল্প পরিচালক পদে আনা হয়েছে। 

আজ সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (পার-১ অধিশাখা) উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রদবদলের এসব আদেশ দেওয়া হয়। 

স্বাস্থ্য অধিদপ্তরের বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিয়োগ বদলির ক্ষেত্রে অনিয়ম দুর্নীতির অভিযোগ ছিল। গত ২০ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল টেকনোলজিস্ট ও টেকনিশিয়ান নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পুরো নিয়োগ প্রক্রিয়াই বাতিল করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর এক সপ্তাহের মধ্যেই এই রদবদলের আদেশ এলো। 

স্বাস্থ্য অধিদপ্তরে হঠাৎ কেন এই ব্যাপক রদবদল এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব সাবিনা ইয়াসমিন আজকের পত্রিকাকে বলে, ‘এর পেছনে বিশেষ কোনো কারণ আছে কিনা তা আমার জানা নেই।’ 

অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, নিয়োগ বদলিতে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে গত এক মাস ধরেই স্বাস্থ্য অধিদপ্তরের চিহ্নিত কিছু কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার চিন্তা ভাবনা চলছিল। এর অংশ হিসেবেই এই রদবদলের প্রজ্ঞাপন জারি হয়েছে। 

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ব্লাড ট্রান্সফিউশন বিভাগের অধ্যাপক ডা. মো. মাজহারুল হককে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল সার্ভিসেস ম্যানেজমেন্ট শাখার লাইন ডিরেক্টর হিসেবে পদায়ন করা হয়েছে। গোপালগঞ্জ ১০০ শয্যা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উপপরিচালক ডা. আলাউদ্দিন আল আজাদকে স্বাস্থ্য অধিদপ্তরের শিশু ও মাতৃস্বাস্থ্য এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন শীর্ষক প্রকল্প ও দেশের আটটি বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালের ডায়াগনস্টিক ইমেজিং ব্যবস্থার আধুনিকায়ন প্রকল্পের পরিচালক পদে আনা হয়েছে। অধিদপ্তরের ইপিআই বিভাগের সহকারী পরিচালক ডা. এস এম হাসিবুল ইসলামকে বঙ্গমাতা ন্যাশনাল সেলুলার অ্যান্ড মলিকুলার রিসার্চ সেন্টারের প্রকল্প পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। এই পদগুলো ছাড়াও নয়জন উপরিচালক ও ১৩ জন সহকারী পরিচালকের পদেও পরিবর্তন আনা হয়েছে। 

রদবদলের এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি হলো এবং অবিলম্বে কার্যকর হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত