Ajker Patrika

উন্নয়ন প্রকল্পের এককালীন অর্থ চান ডিসিরা, মন্ত্রণালয়ের না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৭: ৪১
উন্নয়ন প্রকল্পের এককালীন অর্থ চান ডিসিরা, মন্ত্রণালয়ের না

গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে সরকারের কাছে এককালীন অর্থ বরাদ্দ চেয়েছিলেন জেলা প্রশাসকেরা (ডিসি)। কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তাদের এই প্রস্তাব নাকচ করে দিয়েছে।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ বুধবার ডিসি সম্মেলনের দ্বিতীয় দিন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের অধিবেশন শেষে ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান সাংবাদিকদের এই তথ্য জানান। 

এনামুর বলেন, জেলা প্রশাসকেরা প্রস্তাব করেছিলেন গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য আমরা এককালীন অর্থ বরাদ্দ দিতে পারি কিনা। আমরা সেখানে দ্বিমত পোষণ করেছি। আমরা বলেছি, দুই বা তিন কিস্তিতে দিলে কাজের গতি ঠিক থাকে। কাজের মনিটরিং ভালো হয়, কাজের ফলাফলও ভালো হয়। 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সুপারিশে কয়েকটি উপজেলায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি বা ইজিপিপি প্রকল্প বাদ দেওয়া হয়েছে বলে জানান ত্রাণ প্রতিমন্ত্রী। তিনি বলেন, যেখানে দারিদ্র্যের হার ২০ শতাংশের নিচে সেই উপজেলাগুলো আমরা তালিকা থেকে বাদ দিয়েছি। ডিসিরা সেগুলো তালিকাভুক্ত করার অনুরোধ করেছিলেন। আমরা বলেছি, দেশ ক্রমান্বয়ে উন্নতির দিকে যাচ্ছে। যে উপজেলাগুলো উন্নত হবে সেগুলো থেকে আমরা ক্রমান্বয়ে ইজিপিপি প্রকল্প বাদ দেব। পিছিয়ে পড়া উপজেলায় আমরা বেশি করে বিনিয়োগ করব। 

পাহাড় ধসের বিষয়ে আগাম সতর্কতা সংকেত দেওয়ার পদক্ষেপ নিতে ডিসিরা প্রস্তাব করেছিলেন। এ বিষয়ে ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ‘এটা আমরা গ্রহণ করছি। আমরা এটা নিয়ে কাজ করব। যাতে পাহাড় ধসে মানুষের মৃত্যু না হয়।’ 

ত্রাণমন্ত্রী জানান, সাগরে মাছ ধরতে গিয়ে যারা নিখোঁজ হন তাদের আইনি কাঠামো অনুযায়ী যাতে মৃত ঘোষণা করা যায়, সেই প্রস্তাব দিয়েছেন ডিসিরা। আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ডিসিরা ঘূর্ণিঝড় ও বন্যা আশ্রয়কেন্দ্র এবং মুজিব কেল্লার সংখ্যা বাড়ানোরও প্রস্তাব দিয়েছেন। বর্তমানে ৭ হাজারের বেশি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র রয়েছে। আরও এক হাজার ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নিয়েছি। 

করোনার সময়ে প্রায় ৭ কোটি মানুষকে মানবিক সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া ৩৩৩ নম্বরের মাধ্যমে প্রায় ২২ লাখ মানুষকে মানবিক সহায়তা দেওয়া হয়েছে বলেও জানান ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

প্রেমের ফাঁদে ফেলে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত