বিশেষ প্রতিনিধি, ঢাকা
ভারতের গুজরাটে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনায় ২৭৪ জনের প্রাণহানির ঘটনার পর নিজেদের বহরে থাকা বোয়িং ৭৮৭ সিরিজের সব উড়োজাহাজ পরীক্ষা-নিরীক্ষার উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
আজ মঙ্গলবার (১৭ জুন) এক বিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি জানায়, সম্প্রতি এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার দুর্ঘটনায় পড়ে, যার কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে। এ পরিস্থিতিতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিমানের প্রকৌশল বিভাগ বহরে থাকা সব ড্রিমলাইনারের নিরাপত্তা পরীক্ষা শুরু করেছে। এই পরীক্ষার আওতায় ইঞ্জিন ফুয়েল সিস্টেম, ইলেকট্রনিক ইঞ্জিন কন্ট্রোল, ইলেকট্রিক্যাল পাওয়ার, হাইড্রোলিক সিস্টেম, এয়ারকন্ডিশনিং, ফ্লাইট কন্ট্রোল সিস্টেমসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অংশের মান যাচাই করা হচ্ছে।
বিমানের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনার তদন্ত শেষে নির্মাতাপ্রতিষ্ঠান বোয়িং রক্ষণাবেক্ষণসংক্রান্ত যে নির্দেশনাই দেবে, তা সঙ্গে সঙ্গে বাস্তবায়নের জন্য বিমানের প্রকৌশল বিভাগ প্রস্তুত রয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে বর্তমানে মোট ছয়টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার রয়েছে। এগুলোর মধ্যে চারটি বোয়িং ৭৮৭-৮ এবং দুটি বোয়িং ৭৮৭-৯ মডেলের। প্রতিটি উড়োজাহাজ নির্ধারিত সময়ে এয়ারক্রাফট মেইনটেন্যান্স প্রোগ্রাম অনুসারে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে বলেও জানানো হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময়ের মধ্যে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি মেডিকেল কলেজের হোস্টেলের ওপর বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে দাউ দাউ করে আগুনে পুড়ে যায় উড়োজাহাজটি। ওই উড়োজাহাজে থাকা ২৪২ জন যাত্রীর মধ্যে ২৪১ জন নিহত হন। হোস্টেলের কিছু শিক্ষার্থীও প্রাণ হারান। সব মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়ায় ২৭৪ জনে।
এই মর্মান্তিক ঘটনার পর ভারত সরকার বোয়িং ৭৮৭ সিরিজের সব উড়োজাহাজের বিস্তারিত প্রযুক্তিগত পরীক্ষা চালানোর নির্দেশ দিয়েছে।
ভারতের গুজরাটে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনায় ২৭৪ জনের প্রাণহানির ঘটনার পর নিজেদের বহরে থাকা বোয়িং ৭৮৭ সিরিজের সব উড়োজাহাজ পরীক্ষা-নিরীক্ষার উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
আজ মঙ্গলবার (১৭ জুন) এক বিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি জানায়, সম্প্রতি এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার দুর্ঘটনায় পড়ে, যার কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে। এ পরিস্থিতিতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিমানের প্রকৌশল বিভাগ বহরে থাকা সব ড্রিমলাইনারের নিরাপত্তা পরীক্ষা শুরু করেছে। এই পরীক্ষার আওতায় ইঞ্জিন ফুয়েল সিস্টেম, ইলেকট্রনিক ইঞ্জিন কন্ট্রোল, ইলেকট্রিক্যাল পাওয়ার, হাইড্রোলিক সিস্টেম, এয়ারকন্ডিশনিং, ফ্লাইট কন্ট্রোল সিস্টেমসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অংশের মান যাচাই করা হচ্ছে।
বিমানের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনার তদন্ত শেষে নির্মাতাপ্রতিষ্ঠান বোয়িং রক্ষণাবেক্ষণসংক্রান্ত যে নির্দেশনাই দেবে, তা সঙ্গে সঙ্গে বাস্তবায়নের জন্য বিমানের প্রকৌশল বিভাগ প্রস্তুত রয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে বর্তমানে মোট ছয়টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার রয়েছে। এগুলোর মধ্যে চারটি বোয়িং ৭৮৭-৮ এবং দুটি বোয়িং ৭৮৭-৯ মডেলের। প্রতিটি উড়োজাহাজ নির্ধারিত সময়ে এয়ারক্রাফট মেইনটেন্যান্স প্রোগ্রাম অনুসারে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে বলেও জানানো হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময়ের মধ্যে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি মেডিকেল কলেজের হোস্টেলের ওপর বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে দাউ দাউ করে আগুনে পুড়ে যায় উড়োজাহাজটি। ওই উড়োজাহাজে থাকা ২৪২ জন যাত্রীর মধ্যে ২৪১ জন নিহত হন। হোস্টেলের কিছু শিক্ষার্থীও প্রাণ হারান। সব মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়ায় ২৭৪ জনে।
এই মর্মান্তিক ঘটনার পর ভারত সরকার বোয়িং ৭৮৭ সিরিজের সব উড়োজাহাজের বিস্তারিত প্রযুক্তিগত পরীক্ষা চালানোর নির্দেশ দিয়েছে।
শাকসবজি ও ফল সংরক্ষণের জন্য কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশবান্ধব সৌর প্রযুক্তির সহায়তায় ১০০টি ‘ফারমার্স মিনি কোল্ডস্টোরেজ’ স্থাপনের কার্যক্রম শুরু করেছে সরকার। চলতি বছরে এগুলোর নির্মাণকাজ শেষ হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
৭ ঘণ্টা আগেমেট্রোরেলের র্যাপিড পাস কার্ড এবার থেকে অনলাইনেই রিচার্জ করতে পারবে যাত্রীরা। তারা ঘরে বসেই র্যাপিড পাসের ওয়েবসাইট ব্যবহার করে মোবাইল বা কম্পিউটার থেকে সহজে রিচার্জ করতে পারবে। ফলে যাত্রীদের আর স্টেশনে গিয়ে লাইনে দাঁড়িয়ে রিচার্জ করার ধকল পোহাতে হবে না।
৭ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গত বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে এ আহ্বান জানান তিনি...
১০ ঘণ্টা আগেপ্রকাশ্যে জোর করে এক বৃদ্ধের চুল ও চুলের জট কেটে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। এ ধরনের আচরণ ‘বেআইনি ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন’ এবং ‘ব্যক্তির মর্যাদার ওপর সরাসরি আঘাত’ বলে প্রতিক্রিয়া জানিয়েছে মানবাধিকার সংগঠনটি।
১২ ঘণ্টা আগে