Ajker Patrika

দুর্ঘটনাকবলিত সোনার বাংলা এক্সপ্রেসে ছিলেন নির্বাচন কমিশনের ১২ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ০০: ০৭
দুর্ঘটনাকবলিত সোনার বাংলা এক্সপ্রেসে ছিলেন নির্বাচন কমিশনের ১২ কর্মকর্তা

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলস্টেশনে দুর্ঘটনাকবলিত সোনার বাংলা এক্সপ্রেসে নির্বাচন কমিশনের (ইসি) ১২ জন কর্মকর্তা ছিলেন। নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব রৌশন আরা বেগম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

রৌশন আরা নিজেও ওই ট্রেনে ছিলেন। তিনি সামান্য আঘাত পেয়েছেন। রৌশন আরা জানান, তাঁরা সবাই চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনের প্রশিক্ষণ শেষে ফিরছিলেন। সবাই এক বগিতেই ছিলেন। অনেকেই আহত হয়েছেন। দুর্ঘটনার পর তাঁদের টেনে বের করা হয়েছে। তবে ওই মুহূর্তে তিনি সবকিছু ঠিকমতো খেয়াল করতে পারার অবস্থায় ছিলেন না। 

সিনিয়র সহকারী সচিব রৌশন আরা বেগম ছাড়াও সোনার বাংলা এক্সপ্রেসে ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মোহাম্মাদ নাজিম উদ্দিন, সহকারী সচিব মোহাম্মদ আশফাকুর রহমান, আইসিটির সিস্টেম অ্যানালিস্ট মামুনুর হোসেন, নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানার ব্যক্তিগত সহকারী (পিএস) হাবিবা আক্তার, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলাম, সহকারী প্রোগ্রামার শুধাংশু কুমার সরকার, এনআইডি উইংয়ের ফারজানা লিজা, রাঙামাটি জেলার এক উপজেলা নির্বাচন অফিসার আমিনুল ইসলাম এবং বাকিরা আইসিটি অনুবিভাগে কর্মরত। 

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন চৌধুরী আজকের পত্রিকাকে জানান, আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের সঙ্গে দ্রুতগতিতে আসা যাত্রীবাহী সোনার বাংলা এক্সপ্রেসের সংঘর্ষ হয়। এতে সোনার বাংলা এক্সপ্রেসের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। বহু মানুষ আহত হয়েছেন। ঘটনার পর থেকে স্টেশন মাস্টার পালাতক।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত