Ajker Patrika

মানুষ বলে বাণিজ্যমন্ত্রী সিন্ডিকেটের গডফাদার: সংসদে গণফোরামের মোকাব্বির 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মানুষ বলে বাণিজ্যমন্ত্রী সিন্ডিকেটের গডফাদার: সংসদে গণফোরামের মোকাব্বির 

সাধারণ মানুষ বাণিজ্যমন্ত্রীকে সিন্ডিকেটের মূল হোতা এবং গডফাদার বলে মনে করেন—এমন মন্তব্য করেছেন গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ওষুধ ও কসমেটিকস বিলের সংশোধনীর ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন মোকাব্বির খান।

মোকাব্বির খান বলেছেন, ‘সাধারণ মানুষকে প্রতি মুহূর্তে অসাধু ব্যবসায়ী ও লুটেরারা শোষণ করছেন। তাদের সম্পর্কে বলা যাবে না। আর বাণিজ্যমন্ত্রীতো নিজেই বলে দিয়েছেন সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না। অবশ্য মানুষ এখন বলে বাণিজ্যমন্ত্রী নিজেই সিন্ডিকেটের মূল হোতা এবং গডফাদার। তাই স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ এমন কিছু করবেন না যাতে মানুষের কষ্ট...।’

দেশের প্রতিটি ব্যবসা অসাধু সিন্ডিকেটের কাছে জিম্মি বলে দাবি করেন গণফোরামের সংসদ সদস্য। তিনি বলেন, ‘ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে কিছু ওষুধের মূল্য তালিকা দেওয়া হয়। কিন্তু সেটার কোনো মনিটরিং নেই। একটা প্যারাসিটামলের দাম এক টাকা কিন্তু এর সঙ্গে একটা কিছু যোগ করে দুই টাকা বা তিন টাকা করে দেওয়া হয়। যার ইচ্ছেমতো দাম ধরে দেয়। কারণ এটি মূল্য তালিকায় নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত