নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারের বেঁধে দেওয়া দামে ২৯টি পণ্য বিক্রি করতে পারবেন না দোকান মালিক সমিতিভুক্ত ব্যবসায়ীরা। মঙ্গলবার ঢাকায় সংবাদ সম্মেলন করে এসব কথা জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
সমিতি বলেছে, কৃষি বিপণন অধিদপ্তর থেকে খুচরা পর্যায়ে ২৯টি পণ্যের দাম নির্ধারণ করে দেওয়া অযৌক্তিক। এ বিষয়ে জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহার করতে হবে। এ ছাড়া ব্যবসায়ীদের বিভিন্ন সংস্থার চাপমুক্ত অবস্থায় ব্যবসা করার সুযোগ দেওয়ারও দাবি জানিয়েছে সমিতি।
কৃষি বিপণন অধিদপ্তর গত শুক্রবার গরুর মাংস, ছোলা, ব্রয়লার মুরগিসহ ২৯টি পণ্যের দাম বেঁধে দেয়। এর প্রতিক্রিয়ায় দোকান মালিক সমিতি গতকাল সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে।
সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, মুক্তবাজার অর্থনীতিতে দাম নির্ধারণ করে দেওয়া যায় না। যে ২৯টি পণ্যের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেগুলো অধিদপ্তরকেই নির্দিষ্ট দামে বিক্রির জন্য তিনি অনুরোধ জানান। তিনি বলেন, পণ্যগুলো বেঁধে দেওয়া দামে বিক্রি করে যে লাভ হবে, তা থেকে অধিদপ্তরের কর্মকর্তাদের বেতন হতে হবে। হয় নির্দিষ্ট দামে তাঁরা পণ্য বিক্রি করবেন, তা না হলে দাম নির্ধারণ করে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করতে হবে।
বেঁধে দেওয়া দাম অযৌক্তিক, অবাস্তব ও অর্থহীন—এমন দাবি করে হেলাল উদ্দিন বলেন, ‘আমরা এই দামে দোকানে পণ্য বিক্রি করতে পারব না।’ তিনি দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে সমিতির পক্ষ থেকে প্রজ্ঞাপন স্থগিত করাসহ সাত দফা দাবি জানান।
সমিতির অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে—টিসিবির সক্ষমতা বাড়ানো, বিভিন্ন পণ্য আমদানি ও উৎপাদনের সঠিক পরিসংখ্যান নিশ্চিত করা, বাজার ব্যবস্থাপনা ঢেলে সাজানো, নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের নীতি-ব্যবস্থাপনা একই মন্ত্রণালয়ের অধীনে আনা, বাজারের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা, ব্যবসায়ীদের বিভিন্ন সংস্থার চাপমুক্ত থেকে ব্যবসা করার সুযোগ দেওয়া, নিত্যপণ্যের ওপর আরোপিত সব কর ও ভ্যাট কমিয়ে সহনীয় পর্যায়ে আনা।
সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব জহিরুল হক ভূঁইয়াও বক্তব্য দেন।
সরকারের বেঁধে দেওয়া দামে ২৯টি পণ্য বিক্রি করতে পারবেন না দোকান মালিক সমিতিভুক্ত ব্যবসায়ীরা। মঙ্গলবার ঢাকায় সংবাদ সম্মেলন করে এসব কথা জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
সমিতি বলেছে, কৃষি বিপণন অধিদপ্তর থেকে খুচরা পর্যায়ে ২৯টি পণ্যের দাম নির্ধারণ করে দেওয়া অযৌক্তিক। এ বিষয়ে জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহার করতে হবে। এ ছাড়া ব্যবসায়ীদের বিভিন্ন সংস্থার চাপমুক্ত অবস্থায় ব্যবসা করার সুযোগ দেওয়ারও দাবি জানিয়েছে সমিতি।
কৃষি বিপণন অধিদপ্তর গত শুক্রবার গরুর মাংস, ছোলা, ব্রয়লার মুরগিসহ ২৯টি পণ্যের দাম বেঁধে দেয়। এর প্রতিক্রিয়ায় দোকান মালিক সমিতি গতকাল সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে।
সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, মুক্তবাজার অর্থনীতিতে দাম নির্ধারণ করে দেওয়া যায় না। যে ২৯টি পণ্যের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেগুলো অধিদপ্তরকেই নির্দিষ্ট দামে বিক্রির জন্য তিনি অনুরোধ জানান। তিনি বলেন, পণ্যগুলো বেঁধে দেওয়া দামে বিক্রি করে যে লাভ হবে, তা থেকে অধিদপ্তরের কর্মকর্তাদের বেতন হতে হবে। হয় নির্দিষ্ট দামে তাঁরা পণ্য বিক্রি করবেন, তা না হলে দাম নির্ধারণ করে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করতে হবে।
বেঁধে দেওয়া দাম অযৌক্তিক, অবাস্তব ও অর্থহীন—এমন দাবি করে হেলাল উদ্দিন বলেন, ‘আমরা এই দামে দোকানে পণ্য বিক্রি করতে পারব না।’ তিনি দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে সমিতির পক্ষ থেকে প্রজ্ঞাপন স্থগিত করাসহ সাত দফা দাবি জানান।
সমিতির অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে—টিসিবির সক্ষমতা বাড়ানো, বিভিন্ন পণ্য আমদানি ও উৎপাদনের সঠিক পরিসংখ্যান নিশ্চিত করা, বাজার ব্যবস্থাপনা ঢেলে সাজানো, নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের নীতি-ব্যবস্থাপনা একই মন্ত্রণালয়ের অধীনে আনা, বাজারের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা, ব্যবসায়ীদের বিভিন্ন সংস্থার চাপমুক্ত থেকে ব্যবসা করার সুযোগ দেওয়া, নিত্যপণ্যের ওপর আরোপিত সব কর ও ভ্যাট কমিয়ে সহনীয় পর্যায়ে আনা।
সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব জহিরুল হক ভূঁইয়াও বক্তব্য দেন।
দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানির আওতাধীন জেলাগুলোয় বিদ্যুৎ আইনে অপরাধের বিচারে আদালত রয়েছে মাত্র ১৯টি। সব জেলায় আদালত না থাকায় এক জেলার গ্রাহকদের মামলাসংক্রান্ত কাজে যেতে হচ্ছে অন্য জেলায়। আদালতের সংখ্যা কম থাকায় ভুগতে হচ্ছে মামলাজটে। সমস্যার সমাধানে আদালতের সংখ্যা বাড়াতে সম্প্রতি আইন...
২ মিনিট আগেসরকারি চাকরির নিয়োগপ্রক্রিয়া সহজ করতে ১০-১২তম গ্রেডের নিয়োগে অপেক্ষমাণ তালিকা রাখা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। প্রতিটি পদের বিপরীতে দুজন প্রার্থীকে অপেক্ষমাণ রাখা হবে। মূল তালিকা থেকে কেউ চাকরিতে যোগ না দিলে বা যোগ দেওয়ার পর কেউ চাকরি ছাড়লে অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগ দেওয়া হবে। এই তালিকার মেয়াদ
১০ মিনিট আগেপুলিশ সপ্তাহ ২০২৫-এর দ্বিতীয় দিনে পুলিশের পক্ষ থেকে একাধিক দাবির কথা তুলে ধরা হয়েছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—ওভারটাইম ভাতা চালুর প্রস্তাব। কনস্টেবল থেকে শুরু করে আইজিপি পর্যন্ত সব পর্যায়ের পুলিশ সদস্যদের নির্ধারিত ৮ কর্মঘণ্টার অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য ভাতা প্রদানের দাবিটি এসেছে...
২ ঘণ্টা আগেমানবাধিকার লঙ্ঘনের দায়ে অতীতে ব্যাপকভাবে সমালোচিত পুলিশ বাহিনীর বিশেষ ইউনিট র্যাব নিজেদের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি এবং মানবাধিকার নিশ্চিতে নতুন উদ্যোগের কথা জানিয়েছে। পুলিশ সপ্তাহ ২০২৫-এ দেওয়া উপস্থাপনায় বাহিনীটির মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান জানান, র্যাব সদস্যদের দায়িত্ব পালনে কোনো
৪ ঘণ্টা আগে