নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনা কমেছে, স্কুলও খুলেছে। কিন্তু আটকে আছে সাড়ে ৩২ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা। এই পরীক্ষার অপেক্ষায় দিন পার করছেন ১৩ লক্ষাধিক প্রার্থী। আর কর্তৃপক্ষ বলছে, করোনা পরিস্থিতির জন্য এই পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম গতকাল বুধবার আজকের পত্রিকাকে বলেন, ‘পিএসসি (পাবলিক সার্ভিস কমিশন) কিংবা বড় কোনো পরীক্ষাই তো হচ্ছে না। আমাদের পরীক্ষা নিয়ে এত অস্থির কেন?’
গত বছরের ১৯ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই বিজ্ঞপ্তির মাধ্যমে ৩২ হাজার ৫৭৭ জন শিক্ষক নিয়োগ দেওয়ার কথা রয়েছে। এর মধ্যে প্রাক্-প্রাথমিক পর্যায়ে ২৫ হাজার ৬৩০ জন নিয়োগ পাবেন। বাকিদের প্রাথমিক সহকারী শিক্ষক হিসেবে নেওয়া হবে। গত ২৫ অক্টোবর সকাল সাড়ে ১০টা থেকে অনলাইনে এই পদের জন্য আবেদন নেওয়া শুরু হয়। আবেদনের সময়সীমা ছিল ২৪ নভেম্বর পর্যন্ত। আবেদনের এই প্রক্রিয়া শেষ হওয়ার পর কেটে গেছে প্রায় ১০ মাস।
প্রাথমিক সহকারী শিক্ষক পদে আবেদনকারী রাবেয়া আক্তার বলেন, ‘এক বছর হইতে বসল আবেদন করছি। কত পরীক্ষার তারিখ হইল, স্থগিত হইল, আবার তারিখও পড়ল, পরীক্ষা হইল। আর প্রাইমারির (প্রাথমিকের) পরীক্ষা আর হয় না।’
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘কোভিড-১৯ বিষয়ক জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির পরামর্শ অনুযায়ী এখনো আমরা সমাবেশ করতে পারব না।’ এর মধ্যে ১৪ লাখ পরীক্ষার্থীর অংশগ্রহণে পরীক্ষা নেওয়াটা সমীচীন নয় বলে জানান তিনি।
প্রাথমিক শিক্ষক পদে মোট আবেদনকারী ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন। তবে এই সংখ্যাটা আগেরবারের চেয়ে কম। সবশেষ ২০১৯ সালের পরীক্ষায় ১৩ হাজার পদের বিপরীতে আবেদন জমা পড়েছিল ২৪ লাখের বেশি। কারণ, সে সময় উচ্চমাধ্যমিক পাসেই নারীরা প্রাথমিক শিক্ষক পদের
জন্য আবেদন করতে পেরেছেন। কিন্তু এবার আবেদনের যোগ্যতা স্নাতক পাস। করোনার কারণে স্নাতক বা সম্মান চূড়ান্ত বর্ষের পরীক্ষা না হওয়ায় অনেকেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে আবেদন করতে পারেননি।
বর্তমান বেতন স্কেল অনুযায়ী প্রশিক্ষণবিহীন প্রাথমিক সহকারী শিক্ষক ১৫তম গ্রেড অনুযায়ী ৯ হাজার ৭০০ টাকা স্কেলে বেতন পান এবং প্রশিক্ষণপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষক ১৪তম গ্রেডে ১০ হাজার ২০০ টাকা স্কেলে বেতন পান। তবে এবার নতুন করে যাঁরা সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন, তাঁদের বেতন হবে জাতীয় বেতন স্কেল ২০১৫-এর গ্রেড ১৩ অনুযায়ী ১১০০০-২৬৫৯০ টাকা।
ডিপিই সূত্রে জানা গেছে, এবার প্রাথমিক শিক্ষক নিয়োগে একাধিক পরিবর্তন আনা হচ্ছে। এর মধ্যে রয়েছে, কেন্দ্রসচিব হিসেবে নিজ বিদ্যালয়ের শিক্ষকেরা থাকতে পারবেন না। লিখিত পরীক্ষার দিন লটারি করে কেন্দ্রসচিব নির্বাচন করা হবে। এ ছাড়া এবার চারটি ধাপে পরীক্ষা হবে বলে জানা গেছে।
ডিপিইর নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, `আমাদের সব প্রস্তুতি আছে। পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নে সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজও শেষ। কিন্তু শিক্ষক নিয়োগ পরীক্ষা এ বছর হওয়ার সম্ভাবনা কম। করোনা পরিস্থিতির কারণে আমরা ঝুঁকি নিতে চাচ্ছি না।’
করোনা কমেছে, স্কুলও খুলেছে। কিন্তু আটকে আছে সাড়ে ৩২ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা। এই পরীক্ষার অপেক্ষায় দিন পার করছেন ১৩ লক্ষাধিক প্রার্থী। আর কর্তৃপক্ষ বলছে, করোনা পরিস্থিতির জন্য এই পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম গতকাল বুধবার আজকের পত্রিকাকে বলেন, ‘পিএসসি (পাবলিক সার্ভিস কমিশন) কিংবা বড় কোনো পরীক্ষাই তো হচ্ছে না। আমাদের পরীক্ষা নিয়ে এত অস্থির কেন?’
গত বছরের ১৯ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই বিজ্ঞপ্তির মাধ্যমে ৩২ হাজার ৫৭৭ জন শিক্ষক নিয়োগ দেওয়ার কথা রয়েছে। এর মধ্যে প্রাক্-প্রাথমিক পর্যায়ে ২৫ হাজার ৬৩০ জন নিয়োগ পাবেন। বাকিদের প্রাথমিক সহকারী শিক্ষক হিসেবে নেওয়া হবে। গত ২৫ অক্টোবর সকাল সাড়ে ১০টা থেকে অনলাইনে এই পদের জন্য আবেদন নেওয়া শুরু হয়। আবেদনের সময়সীমা ছিল ২৪ নভেম্বর পর্যন্ত। আবেদনের এই প্রক্রিয়া শেষ হওয়ার পর কেটে গেছে প্রায় ১০ মাস।
প্রাথমিক সহকারী শিক্ষক পদে আবেদনকারী রাবেয়া আক্তার বলেন, ‘এক বছর হইতে বসল আবেদন করছি। কত পরীক্ষার তারিখ হইল, স্থগিত হইল, আবার তারিখও পড়ল, পরীক্ষা হইল। আর প্রাইমারির (প্রাথমিকের) পরীক্ষা আর হয় না।’
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘কোভিড-১৯ বিষয়ক জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির পরামর্শ অনুযায়ী এখনো আমরা সমাবেশ করতে পারব না।’ এর মধ্যে ১৪ লাখ পরীক্ষার্থীর অংশগ্রহণে পরীক্ষা নেওয়াটা সমীচীন নয় বলে জানান তিনি।
প্রাথমিক শিক্ষক পদে মোট আবেদনকারী ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন। তবে এই সংখ্যাটা আগেরবারের চেয়ে কম। সবশেষ ২০১৯ সালের পরীক্ষায় ১৩ হাজার পদের বিপরীতে আবেদন জমা পড়েছিল ২৪ লাখের বেশি। কারণ, সে সময় উচ্চমাধ্যমিক পাসেই নারীরা প্রাথমিক শিক্ষক পদের
জন্য আবেদন করতে পেরেছেন। কিন্তু এবার আবেদনের যোগ্যতা স্নাতক পাস। করোনার কারণে স্নাতক বা সম্মান চূড়ান্ত বর্ষের পরীক্ষা না হওয়ায় অনেকেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে আবেদন করতে পারেননি।
বর্তমান বেতন স্কেল অনুযায়ী প্রশিক্ষণবিহীন প্রাথমিক সহকারী শিক্ষক ১৫তম গ্রেড অনুযায়ী ৯ হাজার ৭০০ টাকা স্কেলে বেতন পান এবং প্রশিক্ষণপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষক ১৪তম গ্রেডে ১০ হাজার ২০০ টাকা স্কেলে বেতন পান। তবে এবার নতুন করে যাঁরা সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন, তাঁদের বেতন হবে জাতীয় বেতন স্কেল ২০১৫-এর গ্রেড ১৩ অনুযায়ী ১১০০০-২৬৫৯০ টাকা।
ডিপিই সূত্রে জানা গেছে, এবার প্রাথমিক শিক্ষক নিয়োগে একাধিক পরিবর্তন আনা হচ্ছে। এর মধ্যে রয়েছে, কেন্দ্রসচিব হিসেবে নিজ বিদ্যালয়ের শিক্ষকেরা থাকতে পারবেন না। লিখিত পরীক্ষার দিন লটারি করে কেন্দ্রসচিব নির্বাচন করা হবে। এ ছাড়া এবার চারটি ধাপে পরীক্ষা হবে বলে জানা গেছে।
ডিপিইর নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, `আমাদের সব প্রস্তুতি আছে। পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নে সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজও শেষ। কিন্তু শিক্ষক নিয়োগ পরীক্ষা এ বছর হওয়ার সম্ভাবনা কম। করোনা পরিস্থিতির কারণে আমরা ঝুঁকি নিতে চাচ্ছি না।’
ফৌজদারি কার্যবিধির ৩২ ধারায় বর্ণিত বিচারিক ম্যাজিস্ট্রেটদের জরিমানার ক্ষমতা ব্যাপক বাড়ানো হয়েছে। এর ফলে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটরা আগের ১০ হাজার টাকার জায়গায় এখন ৫ লাখ টাকা জরিমানা করতে পারবেন। সংসদ অধিবেশন না থাকায় সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি এরই মধ্যে ফৌজদারি কার্যবিধি
২ ঘণ্টা আগেনিরপরাধ একজন যুবকের মূল্যবান জীবন ও অন্যদের নির্যাতন থেকে সুরক্ষায় পুলিশ বিভাগ নৈতিকভাবে দায় এড়াতে পারে না। যেখানে জনিসহ চারজনকে অমানবিক নির্যাতন করা হয়। পুলিশ বিভাগ বা সরকার ভুক্তভোগীর পরিবারের পুনর্বাসনের জন্য এগিয়ে আসতে পারে। জনি হত্যা মামলায় আসামিদের করা আপিল নিষ্পত্তি করে রায়ে এসব পর্যবেক্ষণ
৩ ঘণ্টা আগেগাজীপুরের বেলাই বিলে ভরাট কার্যক্রমের ওপর ৩ মাসের জন্য স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে রাজউকের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও গাজীপুর কার্যালয়ের উপপরিচালক, গাজীপুরের জেলা প্রশাসক, গাজীপুর সদর, শ্রীপুর, কাপাসিয়া এবং কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তাকে আরএস জরিপ অনুযায়ী...
৩ ঘণ্টা আগেগত জুলাই মাসে সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে ১৭৪ কোটি ২৮ লাখ ৬৬ হাজার টাকার চোরাচালান পণ্য, মাদক, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার (১১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।
৪ ঘণ্টা আগে