আজকের পত্রিকা ডেস্ক
শেখ হাসিনার সরকার পতনের মধ্য দিয়ে সাংবিধানিক, নির্বাচনব্যবস্থার, প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কারের সুযোগ সৃষ্টি হয়। এরপর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। প্রথমে এই সরকারের প্রতি যে সমর্থন ছিল, তা কমে আসতে শুরু করেছে। এই সরকার ক্ষমতায় এসে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন, তার ফলাফল যাতে আসে সে জন্য চাপে আছে সরকার।
বাংলাদেশের গণতন্ত্রের পথ সুগম করতে এবং সংস্কারে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও এর সদস্যদেশগুলো কী পদক্ষেপ নিতে পারে, এ বিষয়ক এক প্রতিবেদনে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের (আইসিজি) পক্ষ থেকে এসব কথা বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আইসিজি এ প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনের সারাংশে আইসিজি আরও বলেছে, বাংলাদেশে নির্বাচন যত এগিয়ে আসছে, সরকারের ওপর চাপ বাড়ছে সংস্কারের কাজ শেষ করার। সংস্থাটির বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিস্থিতিতে গণতন্ত্রের পথে নতুন যাত্রায় বাংলাদেশকে সাহায্য করতে পারে ইইউ এবং এর সদস্যরা।
সরকারের বর্তমান অবস্থা তুলে ধরে আইসিজি বলেছে, বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ফাটল দেখা দিয়েছে, তা সামাল দিতেই শুধু সরকার হিমশিম খাচ্ছে না, দিন দিন সরকার জনগণের সমালোচনার মুখেও পড়ছে।
আইসিজির পক্ষ থেকে আরও বলা হয়েছে, আগামী বছর সরকারের চ্যালেঞ্জ আরও বাড়বে। এর কারণ হিসেবে বলছে, নির্বাচনের মাঠে বিএনপিসহ ইসলামি দল, ছাত্রনেতাসহ অন্যরা এই সময় সোচ্চার হবে। সরকার আরেকটি কারণে চ্যালেঞ্জের মুখে থাকবে। সেটি হলো প্রতিবেশী দেশ ভারত। এই দেশটি শেখ হাসিনাকে শেষ দিন পর্যন্ত সমর্থন দিয়ে গেছে। ফলে দেশে স্থিতিশীলতা ধরে রাখার ক্ষেত্রে ভারতের চ্যালেঞ্জের মুখেও পড়তে হবে সরকারকে।
ইইউ ও সদস্যদেশগুলোর উদ্দেশে আইসিজি বলেছে, তাদের উচিত বাংলাদেশে উচ্চপর্যায়ের সফর আয়োজন করা ও অন্তর্বর্তী সরকারের সংস্কারকাজে সমর্থনের ওপর জোর দেওয়া অব্যাহত রাখা, যাতে দেশের অভ্যন্তরে ইউনূস সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয় এবং তার কর্মসূচি ক্ষুণ্ন করতে চাওয়া শক্তিগুলো দুর্বল হয়। নতুন অংশীদারি প্রতিষ্ঠা ও সহযোগিতামূলক চুক্তি করার চেষ্টাও অব্যাহত রাখতে হবে ইইউকে।
এ ছাড়া আইসিজি মনে করে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক, প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কার কর্মসূচিকে কারিগরি এবং আর্থিকভাবে সমর্থন দেওয়া দরকার। গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা, শাসনব্যবস্থার উন্নয়ন ও মানবাধিকার রক্ষাসহ বেশ কিছু ক্ষেত্রে সহায়তা দিতে পারে ইইউ। এ জোটের উচিত হবে নির্বাচনগুলো পর্যবেক্ষণে একটি নির্বাচনী পর্যবেক্ষক মিশন পাঠানো।
শেখ হাসিনার সরকার পতনের মধ্য দিয়ে সাংবিধানিক, নির্বাচনব্যবস্থার, প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কারের সুযোগ সৃষ্টি হয়। এরপর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। প্রথমে এই সরকারের প্রতি যে সমর্থন ছিল, তা কমে আসতে শুরু করেছে। এই সরকার ক্ষমতায় এসে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন, তার ফলাফল যাতে আসে সে জন্য চাপে আছে সরকার।
বাংলাদেশের গণতন্ত্রের পথ সুগম করতে এবং সংস্কারে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও এর সদস্যদেশগুলো কী পদক্ষেপ নিতে পারে, এ বিষয়ক এক প্রতিবেদনে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের (আইসিজি) পক্ষ থেকে এসব কথা বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আইসিজি এ প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনের সারাংশে আইসিজি আরও বলেছে, বাংলাদেশে নির্বাচন যত এগিয়ে আসছে, সরকারের ওপর চাপ বাড়ছে সংস্কারের কাজ শেষ করার। সংস্থাটির বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিস্থিতিতে গণতন্ত্রের পথে নতুন যাত্রায় বাংলাদেশকে সাহায্য করতে পারে ইইউ এবং এর সদস্যরা।
সরকারের বর্তমান অবস্থা তুলে ধরে আইসিজি বলেছে, বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ফাটল দেখা দিয়েছে, তা সামাল দিতেই শুধু সরকার হিমশিম খাচ্ছে না, দিন দিন সরকার জনগণের সমালোচনার মুখেও পড়ছে।
আইসিজির পক্ষ থেকে আরও বলা হয়েছে, আগামী বছর সরকারের চ্যালেঞ্জ আরও বাড়বে। এর কারণ হিসেবে বলছে, নির্বাচনের মাঠে বিএনপিসহ ইসলামি দল, ছাত্রনেতাসহ অন্যরা এই সময় সোচ্চার হবে। সরকার আরেকটি কারণে চ্যালেঞ্জের মুখে থাকবে। সেটি হলো প্রতিবেশী দেশ ভারত। এই দেশটি শেখ হাসিনাকে শেষ দিন পর্যন্ত সমর্থন দিয়ে গেছে। ফলে দেশে স্থিতিশীলতা ধরে রাখার ক্ষেত্রে ভারতের চ্যালেঞ্জের মুখেও পড়তে হবে সরকারকে।
ইইউ ও সদস্যদেশগুলোর উদ্দেশে আইসিজি বলেছে, তাদের উচিত বাংলাদেশে উচ্চপর্যায়ের সফর আয়োজন করা ও অন্তর্বর্তী সরকারের সংস্কারকাজে সমর্থনের ওপর জোর দেওয়া অব্যাহত রাখা, যাতে দেশের অভ্যন্তরে ইউনূস সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয় এবং তার কর্মসূচি ক্ষুণ্ন করতে চাওয়া শক্তিগুলো দুর্বল হয়। নতুন অংশীদারি প্রতিষ্ঠা ও সহযোগিতামূলক চুক্তি করার চেষ্টাও অব্যাহত রাখতে হবে ইইউকে।
এ ছাড়া আইসিজি মনে করে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক, প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কার কর্মসূচিকে কারিগরি এবং আর্থিকভাবে সমর্থন দেওয়া দরকার। গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা, শাসনব্যবস্থার উন্নয়ন ও মানবাধিকার রক্ষাসহ বেশ কিছু ক্ষেত্রে সহায়তা দিতে পারে ইইউ। এ জোটের উচিত হবে নির্বাচনগুলো পর্যবেক্ষণে একটি নির্বাচনী পর্যবেক্ষক মিশন পাঠানো।
নরসিংদীর হাড়িদোয়া নদীর দখলদার ও দূষণকারীদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, নরসিংদীর জেলা প্রশাসক এবং নরসিংদীর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালককে এ তালিকা করতে নির্দেশ দেওয়া হয়েছে।
১৯ মিনিট আগেবাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। সরকার জানিয়েছে, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ নানা মানবাধিকার লঙ্ঘন, সন্ত্রাসী কার্যকলাপ ও মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল, যার বিচার আন্তর
২১ মিনিট আগেপুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে বিষয় বোঝাতে চেয়েছে, যে অস্ত্রের গুলির ফলে নিশ্চিত মৃত্যু হয়, যেগুলো থেকে বুলেট নির্গত হয়—সেগুলো আমরা এড়িয়ে যাব। আমরা সবার সঙ্গে আলোচনা করে ঠিক করব। তবে আমরা এটা
১ ঘণ্টা আগেবাংলাদেশের অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় উদ্বেগ জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ মঙ্গলবার দিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে এই উদ্বেগের কথা জানান।
২ ঘণ্টা আগে