জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরীকে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট হৃদ্রোগ বিশেষজ্ঞ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক আদেশে গতকাল বৃহস্পতিবার তাঁকে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক হিসেবে পদায়ন করা হয়।
অধ্যাপক ওয়াদুদ ১৯৯৯ থেকে ২০০৫ সাল পর্যন্ত জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে সহকারী অধ্যাপক এবং ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০১৩ সালে তিনি ঢাকা মেডিকেল কলেজে অধ্যাপক হিসেবে নিযুক্ত হন।
অধ্যাপক আব্দুল ওয়াদুদ চৌধুরী ১৯৬৫ সালের ২৫ অক্টোবর সিলেটের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯০ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং পরবর্তীকালে গোল্ড মেডেলসহ কৃতিত্বের সঙ্গে ইন্টারনাল মেডিসিনে এফসিপিএস ও কার্ডিওলজিতে (এমডি) স্নাতকোত্তর সম্পন্ন করেন।
অধ্যাপক আব্দুল ওয়াদুদ চৌধুরী জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পেশাদার সংগঠনের সঙ্গে জড়িত। তিনি বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি এবং বাংলাদেশ ইন্টারভেনশনাল কার্ডিওলজি সোসাইটির সহসভাপতি এবং ইউরোপিয়ান সোসাইটি অব কার্ডিওলজির সদস্য।
তিনি বাংলাদেশে ইকোকার্ডিওগ্রাফি, হার্ট ফেলিওর ম্যানেজমেন্ট এবং হাইপারটেনশন চিকিৎসার উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এ ছাড়া তিনি চিকিৎসক ও গবেষকদের পেশাগত উন্নয়নমূলক সংগঠন ‘আইপিডিআই ফাউন্ডেশন’–এর চেয়ারম্যান হিসেবে কর্মরত আছেন।
জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরীকে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট হৃদ্রোগ বিশেষজ্ঞ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক আদেশে গতকাল বৃহস্পতিবার তাঁকে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক হিসেবে পদায়ন করা হয়।
অধ্যাপক ওয়াদুদ ১৯৯৯ থেকে ২০০৫ সাল পর্যন্ত জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে সহকারী অধ্যাপক এবং ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০১৩ সালে তিনি ঢাকা মেডিকেল কলেজে অধ্যাপক হিসেবে নিযুক্ত হন।
অধ্যাপক আব্দুল ওয়াদুদ চৌধুরী ১৯৬৫ সালের ২৫ অক্টোবর সিলেটের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯০ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং পরবর্তীকালে গোল্ড মেডেলসহ কৃতিত্বের সঙ্গে ইন্টারনাল মেডিসিনে এফসিপিএস ও কার্ডিওলজিতে (এমডি) স্নাতকোত্তর সম্পন্ন করেন।
অধ্যাপক আব্দুল ওয়াদুদ চৌধুরী জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পেশাদার সংগঠনের সঙ্গে জড়িত। তিনি বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি এবং বাংলাদেশ ইন্টারভেনশনাল কার্ডিওলজি সোসাইটির সহসভাপতি এবং ইউরোপিয়ান সোসাইটি অব কার্ডিওলজির সদস্য।
তিনি বাংলাদেশে ইকোকার্ডিওগ্রাফি, হার্ট ফেলিওর ম্যানেজমেন্ট এবং হাইপারটেনশন চিকিৎসার উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এ ছাড়া তিনি চিকিৎসক ও গবেষকদের পেশাগত উন্নয়নমূলক সংগঠন ‘আইপিডিআই ফাউন্ডেশন’–এর চেয়ারম্যান হিসেবে কর্মরত আছেন।
দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনের অবসান হয়েছিল গত বছরের ৫ আগস্ট ছাত্র-গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনে। নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশ চালানোর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। সমাজে আর মানুষের মনে জেগেছিল পাহাড়সম প্রত্যাশা। সেই সরকারের এক বছর পূর্ণ হচ্ছে আজ। মানুষ হিসাব করছে—কী চেয়েছিলাম
৬ ঘণ্টা আগেজুলাই গণ-অভ্যুত্থানের পর গত বছরের ৮ আগস্ট দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের এক বছরে ৬৯টি অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। এই সময়ে নতুন করা হয়েছে ৯টি অধ্যাদেশ।
৬ ঘণ্টা আগেবাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে অনুমোদিত পদের চেয়ে অতিরিক্ত ৩১৮ জন কর্মকর্তা কর্মরত। অতিরিক্ত এসব কর্মকর্তা রয়েছেন উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার (এসপি) পদে। তাঁদের অনেকে পদোন্নতি পেলেও দায়িত্ব পাচ্ছেন না। আবার অতিরিক্ত পদোন্নতির কারণে বেতন-ভাতায় সরকারের খরচ বেড়েছে।
৬ ঘণ্টা আগেরাতের ট্রেনযাত্রায় কেবিনে যাত্রীদের ঘুমানোর জন্য দেওয়া হয় বেডিং (চাদর, বালিশ, কম্বল)। এ জন্য টাকা টিকিটের সঙ্গে অন্তর্ভুক্ত থাকে। এই বেডিং পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং মান উন্নয়নের জন্য চার্জ বাড়ানোর পরিকল্পনা করেছে বাংলাদেশ রেলওয়ে। এই বেডিং চার্জ বাড়ালে কেবিনের টিকিটের দাম, অর্থাৎ ভাড়াও বাড়বে।
৬ ঘণ্টা আগে