নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদের লম্বা ছুটিতে ঢাকা ছাড়লে ফাঁকা বাসায় মূলবান সামগ্রী না রেখে যাওয়ার অনুরোধ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেছেন, বাড়িতে যাওয়ার সময় অনেকে ফাঁকা বাসায় স্বর্ণালংকার ও টাকা পয়সা রেখে যান। সেটা আবার কাজের লোকদেরও বলে যান, সেটা করা যাবে না। সম্ভব হলে নগদ টাকা পয়সাসহ মূল্যবান সবকিছু নিজে নিয়ে যাবেন। না হয় নিকট আত্মীয়স্বজনের কাছে রেখে যাবেন।
আজ বৃহস্পতিবার দুপুরে সায়েদাবাদ বাস টার্মিনালে আসন্ন ঈদ উপলক্ষে ঘরে ফেরা মানুষের ঈদযাত্রা পরিদর্শন শেষে ঢাকাবাসীর উদ্দেশ এ অনুরোধ করেন পুলিশ প্রধান।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, প্রতিবছর রমজান ঈদকে কেন্দ্র করে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়। পুলিশের সকল ইউনিট সেই নিরাপত্তায় অংশ নেয়। যা শুরু হয় রমজানের শুরু থেকেই। এবারও ঢাকাসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে এমন ব্যবস্থা গ্রহণ করেছে। মানুষের ঈদযাত্রা, শহরের নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থা, ঈদ জামাতের নিরাপত্তাসহ নানা বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপরও ফাঁকা বাসায় মূল্যবান কিছু রাখবেন না।
আইজিপি বলেন, ‘মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ দায়িত্ব পালন করছে। পাশাপাশি জেলা পুলিশসহ অন্যান্য পুলিশের ইউনিট কাজ করছে। বেপরোয়া গাড়ি চালালে পুলিশ ব্যবস্থা নেবে। এ ছাড়া বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত থাকবে তারাও ব্যবস্থা নেবেন। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চলমান।’
পুলিশ প্রধান বলেন, ‘রাজধানী ঢাকাসহ সারা দেশের বিভিন্ন জায়গায় সাব কন্ট্রোল রুম করে নিরাপত্তা জোরদার চলছে। যাত্রী সাধারণ যেন দ্রুত সময়ে নিরাপদে নিজ নিজ গন্তব্যে যেতে পারেন সে জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
যাত্রীদের অনুরোধ জানিয়ে আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আপনারা ভ্রমণকালে অপরিচিত কোনো মানুষের দেওয়া কিছু খাবেন না। এগুলো খেলে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ার আশঙ্কা থাকতে পারে।’
ঈদের লম্বা ছুটিতে ঢাকা ছাড়লে ফাঁকা বাসায় মূলবান সামগ্রী না রেখে যাওয়ার অনুরোধ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেছেন, বাড়িতে যাওয়ার সময় অনেকে ফাঁকা বাসায় স্বর্ণালংকার ও টাকা পয়সা রেখে যান। সেটা আবার কাজের লোকদেরও বলে যান, সেটা করা যাবে না। সম্ভব হলে নগদ টাকা পয়সাসহ মূল্যবান সবকিছু নিজে নিয়ে যাবেন। না হয় নিকট আত্মীয়স্বজনের কাছে রেখে যাবেন।
আজ বৃহস্পতিবার দুপুরে সায়েদাবাদ বাস টার্মিনালে আসন্ন ঈদ উপলক্ষে ঘরে ফেরা মানুষের ঈদযাত্রা পরিদর্শন শেষে ঢাকাবাসীর উদ্দেশ এ অনুরোধ করেন পুলিশ প্রধান।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, প্রতিবছর রমজান ঈদকে কেন্দ্র করে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়। পুলিশের সকল ইউনিট সেই নিরাপত্তায় অংশ নেয়। যা শুরু হয় রমজানের শুরু থেকেই। এবারও ঢাকাসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে এমন ব্যবস্থা গ্রহণ করেছে। মানুষের ঈদযাত্রা, শহরের নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থা, ঈদ জামাতের নিরাপত্তাসহ নানা বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপরও ফাঁকা বাসায় মূল্যবান কিছু রাখবেন না।
আইজিপি বলেন, ‘মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ দায়িত্ব পালন করছে। পাশাপাশি জেলা পুলিশসহ অন্যান্য পুলিশের ইউনিট কাজ করছে। বেপরোয়া গাড়ি চালালে পুলিশ ব্যবস্থা নেবে। এ ছাড়া বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত থাকবে তারাও ব্যবস্থা নেবেন। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চলমান।’
পুলিশ প্রধান বলেন, ‘রাজধানী ঢাকাসহ সারা দেশের বিভিন্ন জায়গায় সাব কন্ট্রোল রুম করে নিরাপত্তা জোরদার চলছে। যাত্রী সাধারণ যেন দ্রুত সময়ে নিরাপদে নিজ নিজ গন্তব্যে যেতে পারেন সে জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
যাত্রীদের অনুরোধ জানিয়ে আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আপনারা ভ্রমণকালে অপরিচিত কোনো মানুষের দেওয়া কিছু খাবেন না। এগুলো খেলে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ার আশঙ্কা থাকতে পারে।’
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৭৩৯ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ২৫৫ জন।
১০ ঘণ্টা আগেসিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট ১৪ মে থেকে শুরু হচ্ছে। এদিন ৪১৯ যাত্রী নিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মদিনার উদ্দেশে উড়াল দেবে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট।
১০ ঘণ্টা আগেভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্য বা সেভেন সিস্টার্স প্রসঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক মেজর জেনারেল এ এল এম ফজলুর রহমান সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন, সরকার তা সমর্থন করে না। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
১৪ ঘণ্টা আগে‘ভাবি’ শব্দটা পুরুষতান্ত্রিক বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, ‘আপনারা একে অপরকে ভাবি ভাবি করছেন। ভাবি শব্দটা কিছুটা পুরুষতান্ত্রিক। মানে আমি একটা পুরুষের মাধ্যমে ভাবি হচ্ছি। আপনারা ভাবি শব্দটাকে পরে ইতিবাচক কিছু করতে পারলে খুব ভালো হয়।’
১৫ ঘণ্টা আগে