Ajker Patrika

কর্মস্থলে অনুপস্থিত থাকায় দুই বছর বেতন বাড়বে না আমীর হামজার

আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১৮: ১৩
কর্মস্থলে অনুপস্থিত থাকায় দুই বছর বেতন বাড়বে না আমীর হামজার

বদলি করা কর্মস্থলে নির্ধারিত সময়ে যোগদান না করা এবং বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় দুই বছর বেতন বাড়বে না সহকারী সচিব বীর আমীর হামজার। বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সাবেক এই সহকারী কমিশনার বর্তমানে সাময়িক বরখাস্ত রয়েছেন। তাঁকে এ শাস্তি দিয়ে ৬ জুলাই প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

এতে বলা হয়, আমীর হামজার বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান না করা এবং বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা’ মোতাবেক ‘অসদাচরণ’ ও ‘পলায়নে’র অভিযোগে বিভাগীয় মামলা হয়। এরপর যথাযথ প্রক্রিয়ায় ব্যক্তিগত শুনানি শেষে আমীর হামজার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তের জন্য কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্ত প্রতিবেদন অনুযায়ী অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আনা পলায়নের অভিযোগ প্রমাণিত হয়নি। তবে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে বিধিমোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান না করা এবং বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় আইনসংগত কারণ ছাড়া সরকারের আদেশ, পরিপত্র এবং নির্দেশ অবজ্ঞাকরণের কারণে বিধিমালা অনুযায়ী অসদাচরণের অভিযোগ প্রমাণিত হয়েছে। 

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিধিমালা অনুযায়ী তিনি শান্তি পাওয়ার যোগ্য। বিধিমালার ৪ (২) (খ) বিধি অনুযায়ী তাঁর পরবর্তী বেতন বৃদ্ধির প্রাপ্যতার তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত রাখার লঘুদণ্ড দেওয়া হলো। ভবিষ্যতে বেতন বৃদ্ধির ক্ষেত্রে তিনি কোনো বকেয়া সুবিধা পাবেন না বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত