Ajker Patrika

আগুন-সন্ত্রাসের প্রসঙ্গ আনবেন না, রাষ্ট্রপক্ষকে হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১৭: ০২
আগুন-সন্ত্রাসের প্রসঙ্গ আনবেন না, রাষ্ট্রপক্ষকে হাইকোর্ট

হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় নাশকতার অভিযোগে ২০১৩ সালে শাহবাগ থানায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায় জামিন আবেদনের ওপর শুনানি দুই মাসের জন্য মুলতবি করেছেন হাইকোর্ট। 

আজ রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন। 

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী। আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মাসুদুল হক। 

এ মামলার সর্বশেষ পরিস্থিতি নিয়ে এর আগে তদন্ত কর্মকর্তাকে তলব করেন হাইকোর্ট। তদন্ত কর্মকর্তা হারুনুর রশীদ আজ হাজির হলে আদালত মামলার বিষয়ে জানতে চান। আদালত বলেন, ‘প্রতিবেদন দিতে এত সময় নিচ্ছেন কেন? এক মাসের মধ্যে তদন্ত শেষ করতে পারবেন না?’ তদন্ত কর্মকর্তা বলেন, ‘এ মামলায় অনেক আসামি। অনেক সময় প্রয়োজন।’ 

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর বলেন, এ মামলার আসামি আসলাম চৌধুরীর বিরুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে হাত মিলিয়ে সরকার উৎখাতের অভিযোগ রয়েছে। আদালত বলেন, ‘সে আমেরিকা গেছে নাকি ইসরায়েল গেছে, এসব আমরা দেখব না।’ 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী বলেন, এরা তো (বিএনপি) আবার আগুন-সন্ত্রাস শুরু করেছে। এ সময় হাইকোর্ট বলেন, ‘আগুন-সন্ত্রাসের প্রসঙ্গ কোর্টে আনবেন না। এসব কোর্টের বাইরের বিষয়। এভাবে কোর্টের পরিবেশ নষ্ট করবেন না। কোর্ট তো ১৮ কোটি মানুষের।’ পরে আদালত দুই মাস সময় দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর পথে কি পরমাণু শক্তিধর দুই দেশ

লঞ্চের ওপর তরুণীকে প্রকাশ্যে পেটাচ্ছিলেন যুবক, ভিডিও ভাইরাল

ভারতের সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল কেন্দ্রীয় সরকার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত