কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
মানবাধিকারের আওতাধীন বিষয়গুলো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হলে তা মানুষের অধিকার রক্ষায় সহায়ক হয় না বলে দাবি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জাতিসংঘের মানবাধিকার প্রধান মিশেল ব্যাচেলেটের ঢাকা সফর উপলক্ষে আজ শনিবার দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় এ কথা বলেছে।
মিশেল ব্যাচেলেট চার দিনের সফরে আগামীকাল রোববার ঢাকায় পৌঁছাবেন। তাঁর সফরকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের ওপর অন্যায্য চাপ সৃষ্টির জন্য মহলবিশেষের চেষ্টাকে প্রত্যাখ্যান করেছে মন্ত্রণালয়।
মানবাধিকার রক্ষার ক্ষেত্রে বাংলাদেশের পরিপ্রেক্ষিত, আইনি ব্যবস্থার উন্নতি এবং তা বাস্তবায়নকারী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কার্যকর করার ক্ষেত্রে সরকারের উদ্যোগগুলো তুলে ধরতে এই সফর একটি সুযোগ হয়ে দেখা দেবে বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
জাতিসংঘের কোনো মানবাধিকার প্রধানের বাংলাদেশে এটাই প্রথম আনুষ্ঠানিক সফর বলে দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
মিশেল ব্যাচেলেট ঢাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী দীপু মনি ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। তিনি মানবাধিকার কর্মীদের সঙ্গে বৈঠক ও কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প সফর করবেন। এ ছাড়া জাতীয় মানবাধিকার কমিশন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের কর্মসূচি রয়েছে তাঁর।
জাতীয় মানবাধিকার কমিশন, বাংলাদেশ-এর চেয়ারম্যান নাছিমা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের এই সফর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
বাংলাদেশ মানুষের খাদ্য, বাসস্থান ও উন্নয়নের অধিকার রক্ষায় কাজ করে বলে দাবি করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এখানে শপিং মল ও বিদ্যালয়ে কেউ খুন হয় না। দৃশ্যত যুক্তরাষ্ট্র ও এইচআরডব্লিউ-এর প্রতি ইঙ্গিত করে মন্ত্রণালয় এ কথা বলেছে বলে মনে করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
প্রসঙ্গত, গত বুধবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেটের আসন্ন ঢাকা সফরের সময় বাংলাদেশে গুম, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে কথা বলার দাবি জানায় হিউম্যান রাইটস ওয়াচসহ (এইচআরডব্লিউ) ১০টি আন্তর্জাতিক সংগঠন।
হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, হাইকমিশনার মিশেল ব্যাচেলেট যদি পরিষ্কারভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ও প্রবণতার সমালোচনা এবং সংস্কার দাবি করতে ব্যর্থ হন, তাহলে ক্ষমতাসীন আওয়ামী লীগ তাঁর নীরবতাকে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাকে বৈধতা দেওয়ার জন্য কাজে লাগাবে। এতে মানবাধিকার কর্মীদের ছোট করা হবে।
গুম, নির্যাতন, হেফাজতে মৃত্যু ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সকল মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তদন্তে একটি স্বাধীন কমিশন গঠনের জন্য মিশেল ব্যাচেলেটের বাংলাদেশ সরকারকে উদ্বুদ্ধ করা উচিত বলে হিউম্যান রাইটস ওয়াচ মনে করে।
মানবাধিকারের আওতাধীন বিষয়গুলো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হলে তা মানুষের অধিকার রক্ষায় সহায়ক হয় না বলে দাবি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জাতিসংঘের মানবাধিকার প্রধান মিশেল ব্যাচেলেটের ঢাকা সফর উপলক্ষে আজ শনিবার দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় এ কথা বলেছে।
মিশেল ব্যাচেলেট চার দিনের সফরে আগামীকাল রোববার ঢাকায় পৌঁছাবেন। তাঁর সফরকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের ওপর অন্যায্য চাপ সৃষ্টির জন্য মহলবিশেষের চেষ্টাকে প্রত্যাখ্যান করেছে মন্ত্রণালয়।
মানবাধিকার রক্ষার ক্ষেত্রে বাংলাদেশের পরিপ্রেক্ষিত, আইনি ব্যবস্থার উন্নতি এবং তা বাস্তবায়নকারী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কার্যকর করার ক্ষেত্রে সরকারের উদ্যোগগুলো তুলে ধরতে এই সফর একটি সুযোগ হয়ে দেখা দেবে বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
জাতিসংঘের কোনো মানবাধিকার প্রধানের বাংলাদেশে এটাই প্রথম আনুষ্ঠানিক সফর বলে দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
মিশেল ব্যাচেলেট ঢাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী দীপু মনি ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। তিনি মানবাধিকার কর্মীদের সঙ্গে বৈঠক ও কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প সফর করবেন। এ ছাড়া জাতীয় মানবাধিকার কমিশন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের কর্মসূচি রয়েছে তাঁর।
জাতীয় মানবাধিকার কমিশন, বাংলাদেশ-এর চেয়ারম্যান নাছিমা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের এই সফর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
বাংলাদেশ মানুষের খাদ্য, বাসস্থান ও উন্নয়নের অধিকার রক্ষায় কাজ করে বলে দাবি করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এখানে শপিং মল ও বিদ্যালয়ে কেউ খুন হয় না। দৃশ্যত যুক্তরাষ্ট্র ও এইচআরডব্লিউ-এর প্রতি ইঙ্গিত করে মন্ত্রণালয় এ কথা বলেছে বলে মনে করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
প্রসঙ্গত, গত বুধবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেটের আসন্ন ঢাকা সফরের সময় বাংলাদেশে গুম, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে কথা বলার দাবি জানায় হিউম্যান রাইটস ওয়াচসহ (এইচআরডব্লিউ) ১০টি আন্তর্জাতিক সংগঠন।
হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, হাইকমিশনার মিশেল ব্যাচেলেট যদি পরিষ্কারভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ও প্রবণতার সমালোচনা এবং সংস্কার দাবি করতে ব্যর্থ হন, তাহলে ক্ষমতাসীন আওয়ামী লীগ তাঁর নীরবতাকে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাকে বৈধতা দেওয়ার জন্য কাজে লাগাবে। এতে মানবাধিকার কর্মীদের ছোট করা হবে।
গুম, নির্যাতন, হেফাজতে মৃত্যু ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সকল মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তদন্তে একটি স্বাধীন কমিশন গঠনের জন্য মিশেল ব্যাচেলেটের বাংলাদেশ সরকারকে উদ্বুদ্ধ করা উচিত বলে হিউম্যান রাইটস ওয়াচ মনে করে।
সব ধরনের ওষুধের মধ্যে দেশে পরিপাকতন্ত্রের জটিলতাবিষয়ক ওষুধ বিক্রিতে রয়েছে তৃতীয় সর্বোচ্চ স্থানে। সরকারি গবেষণায় উঠে এসেছে, এসব ওষুধ বিক্রির অঙ্ক বছরে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট, জনসংখ্যার একটা বিশাল অংশ পরিপাকতন্ত্রের সমস্যায় ভুগছে।
১০ ঘণ্টা আগেবর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেই পুলিশকে স্বাধীন ও রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার জন্য পদক্ষেপ নিতে প্রস্তাব দিয়েছেন পুলিশ সদস্যরা। এ জন্য তাঁরা দ্রুত স্বাধীন কমিশন গঠনের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জোর দাবি জানান। পুলিশ সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনে ‘স্বাধীন কমিশন’ গঠনের...
১০ ঘণ্টা আগেতিন সাংবাদিককে চাকরিচ্যুতিতে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। মঙ্গলবার (২৯ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
১০ ঘণ্টা আগেপ্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালা আয়োজন এবং গবেষণার মাধ্যমে শ্রম অধিকার, শ্রম নীতিমালা, শ্রমিক-মালিক সম্পর্ক, শ্রম অসন্তোষ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের...
১২ ঘণ্টা আগে