অন্তর্বর্তী সরকারের প্রথম তিন মাসে সহকারী সচিব থেকে সিনিয়র সচিব পর্যায় পর্যন্ত ৮০ জন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হয়েছে ১০১ জনের। বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে চার কর্মকর্তাকে।
এ ছাড়া বিভিন্ন স্তরের ৭৬৮ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই সময়ে বদলি করা হয়েছে ১ হাজার ৮৭০ জনকে।
আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী সরকারের প্রথম তিন মাসে তাঁদের কর্মকাণ্ডের এ পরিসংখ্যান জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত সিনিয়র সচিব ও সচিব পদে ১২ জন, গ্রেড-ও পদে তিনজন, অতিরিক্ত সচিব পদে ১৩৫ জন, যুগ্ম সচিব পদে ২২৬ জন, উপসচিব পদে ১২৫ জন, অন্যান্য ক্যাডারে ২২১ জন এবং নন-ক্যাডারে সিনিয়র সহকারী সচিব পদে নয়জন ও সহকারী সচিব পদে ৩৭ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।
গত তিন মাসে সিনিয়র সচিব ও সচিব পদে ৪৩ জন, গ্রেড-১ পদে ১১ জন, অতিরিক্ত সচিব পদে ১৩৭ জন, যুগ্ম সচিব পদে ১৭৩ জন, উপসচিব পদে ৩৯১ জন, বিভাগীয় কমিশনার পদে চারজন জন এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার পদে তিনজনকে বদলি করা হয়েছে।
এই সময়ে ৫৯ জেলায় নতুন ডিসি, ১১৮ জন অতিরিক্ত জেলা প্রশাসক, ১৬৫ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সিনিয়র সহকারী সচিব ও সহকারী সচিব পদে ৪১৪ জন, সিনিয়র সহকারী কমিশনার ও সহকারী কমিশনার পদে ৮৩ জনসহ মোট এক হাজার ৮৭০ জনকে বদলি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর চার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী সচিব থেকে সিনিয়র সচিব পর্যায় পর্যন্ত ৮০ জন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। এই সময়ে ১০১ জন কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। এই সময়ে ৬৫ জনকে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিন মাসে সাতজন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।
এ ছাড়া সরকারি যানবাহন অধিদপ্তরের কেনা ২৬১টি পাজেরো স্পোর্টস কিউএক্স মডেলের গাড়ির মধ্যে আটটি বিভাগীয় কমিশনারের জন্য, ৬৪টি জেলা প্রশাসকদের জন্য এবং ৬০টি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি গাড়িগুলো বিতরণ প্রক্রিয়াধীন আছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অন্তর্বর্তী সরকারের প্রথম তিন মাসে সহকারী সচিব থেকে সিনিয়র সচিব পর্যায় পর্যন্ত ৮০ জন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হয়েছে ১০১ জনের। বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে চার কর্মকর্তাকে।
এ ছাড়া বিভিন্ন স্তরের ৭৬৮ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই সময়ে বদলি করা হয়েছে ১ হাজার ৮৭০ জনকে।
আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী সরকারের প্রথম তিন মাসে তাঁদের কর্মকাণ্ডের এ পরিসংখ্যান জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত সিনিয়র সচিব ও সচিব পদে ১২ জন, গ্রেড-ও পদে তিনজন, অতিরিক্ত সচিব পদে ১৩৫ জন, যুগ্ম সচিব পদে ২২৬ জন, উপসচিব পদে ১২৫ জন, অন্যান্য ক্যাডারে ২২১ জন এবং নন-ক্যাডারে সিনিয়র সহকারী সচিব পদে নয়জন ও সহকারী সচিব পদে ৩৭ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।
গত তিন মাসে সিনিয়র সচিব ও সচিব পদে ৪৩ জন, গ্রেড-১ পদে ১১ জন, অতিরিক্ত সচিব পদে ১৩৭ জন, যুগ্ম সচিব পদে ১৭৩ জন, উপসচিব পদে ৩৯১ জন, বিভাগীয় কমিশনার পদে চারজন জন এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার পদে তিনজনকে বদলি করা হয়েছে।
এই সময়ে ৫৯ জেলায় নতুন ডিসি, ১১৮ জন অতিরিক্ত জেলা প্রশাসক, ১৬৫ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সিনিয়র সহকারী সচিব ও সহকারী সচিব পদে ৪১৪ জন, সিনিয়র সহকারী কমিশনার ও সহকারী কমিশনার পদে ৮৩ জনসহ মোট এক হাজার ৮৭০ জনকে বদলি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর চার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী সচিব থেকে সিনিয়র সচিব পর্যায় পর্যন্ত ৮০ জন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। এই সময়ে ১০১ জন কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। এই সময়ে ৬৫ জনকে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিন মাসে সাতজন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।
এ ছাড়া সরকারি যানবাহন অধিদপ্তরের কেনা ২৬১টি পাজেরো স্পোর্টস কিউএক্স মডেলের গাড়ির মধ্যে আটটি বিভাগীয় কমিশনারের জন্য, ৬৪টি জেলা প্রশাসকদের জন্য এবং ৬০টি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি গাড়িগুলো বিতরণ প্রক্রিয়াধীন আছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রেলযাত্রা নিয়ে মানুষের ভোগান্তির গল্পের শেষ নেই। সময়মতো ট্রেন না ছাড়া, দরকারি টিকিট না পাওয়া, অপরিচ্ছন্ন আসন, নোংরা প্ল্যাটফর্ম— এমন অভিযোগের দীর্ঘ তালিকা রয়েছে যাত্রী-মনে। ট্রেনে ও স্টেশনে সেসব অভিযোগ জানানোর জন্য রয়েছে বড় আকারের রুলটানা খাতা, যার সরকারি নাম ‘কমপ্লেইন রেজিস্ট্রার বুক’।
১৭ মিনিট আগেঅবশেষে ব্ল্যাংক স্মার্ট কার্ড কেনার জট খুলছে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের (সেপ্টেম্বর) প্রথম সপ্তাহ থেকে ব্ল্যাংক স্মার্ট কার্ড হাতে পাবে নির্বাচন কমিশন (ইসি)। আইডেনটিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস (আইডিইএ) দ্বিতীয় পর্যায় প্রকল্পের মাধ্যমে ২ কোটি ৩৬ লাখ ৩৪ হাজার কার্ড কিনছে...
২ ঘণ্টা আগেবিবৃতিতে বলা হয়, ‘সম্প্রতি সংবাদপত্রে প্রকাশিত কিছু প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে, যেখানে সাবেক সরকারি কর্মকর্তা এ বি এম আব্দুস সাত্তার নাম উল্লেখ না করে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেছেন। আমরা এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। প্রমাণ উপস্থাপন বা ব্যক্তিদের...
৮ ঘণ্টা আগেরাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে জুলাই জাতীয় সনদ তৈরির প্রক্রিয়া চলছে। এ প্রক্রিয়া চলমান থাকা অবস্থাতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে এ নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছে
১ দিন আগে