Ajker Patrika

কৃষকদের সারের কোনো সংকট হবে না: কৃষি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ২০: ৫১
কৃষকদের সারের কোনো সংকট হবে না: কৃষি উপদেষ্টা

কৃষকদের সারের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘সারের সরবরাহ স্বাভাবিক থাকবে। কৃষকদের সারের কোনো সংকট হবে না।’ 

আজ শনিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন জেলায় আকস্মিক বন্যায় ফসলের ক্ষয়ক্ষতি মোকাবিলায় সার্বিক কার্যক্রম সমন্বয় ও মনিটরিং বিষয়ক সভায় তিনি এ কথা বলেন। এ সময় উপদেষ্টা ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সব রকমের সহায়তা দ্রুত পৌঁছে দেওয়ার জন্য সবাইকে নির্দেশ দেন। সভায় কৃষিসচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানসহ বিভিন্ন দপ্তর বা সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। 

কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান বন্যায় আক্রান্ত দেশের ২৭টি জেলার মধ্যে ২৩টি জেলায় ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ফসলি জমির পরিমাণ ২ লাখ ৮ হাজার ৫৭৩ হেক্টর। যার মধ্যে আউশ আবাদ ৩৮ হাজার ৬৮৯ হেক্টর, রোপা আমন আবাদ ১ লাখ ৪১ হাজার ৬০৯, বোনা আমন ৭৬৪, রোপা আমন বীজতলা ১৪ হাজার ৯০৮ ও শাকসবজি ১১ হাজার ২৯০ হেক্টর। মোট ফসল উৎপাদনে ক্ষতি হয়েছে ৯ লাখ ৮৬ হাজার ২১৪ টন। যার আর্থিক ক্ষতির পরিমাণ ৩ হাজার ৩৪৬ কোটি টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ১৪ লাখ ১৪ হাজার ৮৯। 

কৃষি মন্ত্রণালয় অধিক ক্ষতিগ্রস্ত ৯টি জেলায় ৮০ হাজার কৃষককে প্রণোদনা দিচ্ছে। যার মধ্যে ধানের বীজ, সার ও নগদ অর্থসহায়তা অন্তর্ভুক্ত রয়েছে। এ পর্যন্ত মন্ত্রণালয় থেকে কৃষকদের জন্য ১৩ কোটি ৬৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত