নিজস্ব প্রতিবেদক
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন করা হয়েছে। এখন থেকে প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাইফুর রহমান খানের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, চলমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ শুক্রবার ও শনিবার বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়সমূহকে স্ব স্ব কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো।
বিশ্ববিদ্যালয়ে সাপ্তাহিক ছুটির বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ড. ফেরদৌস জামান আজকের পত্রিকাকে বলেন, ‘সাধারণত দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়েই সপ্তাহে দুই দিন ছুটি থাকে। সরকারের নির্দেশনা মোতাবেক সরকারি ও বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ই যেন বিষয়টি অনুসরণ করে সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।’
সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম শিক্ষাপ্রতিষ্ঠান দুই দিন বন্ধ রাখার কথা জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেছিলেন, ‘শিক্ষামন্ত্রীর প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। এখন থেকে সপ্তাহে দুই দিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। তবে কোন দুই দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে তা শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা করবে। এটা ফাইনাল হয়ে গেছে, তারা আদেশ জারি করবেন।’
আগামী বছর থেকে সাপ্তাহিক ছুটি দুই দিন হওয়ার ঘোষণা ছিল। কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এই ছুটি এ বছর থেকেই কার্যকরের কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। সম্প্রতি তিনি ঢাকায় এক অনুষ্ঠানে এই পরিকল্পনার কথা জানান।
এদিকে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মতো প্রাথমিকেও সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানান। তিনি বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শুক্র ও শনিবার এ দুই দিন বন্ধ থাকবে। আর চলমান বৃহস্পতিবার অর্ধদিবস ক্লাসের পরিবর্তে পূর্ণদিবস ক্লাস অনুষ্ঠিত হবে।’
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন করা হয়েছে। এখন থেকে প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাইফুর রহমান খানের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, চলমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ শুক্রবার ও শনিবার বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়সমূহকে স্ব স্ব কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো।
বিশ্ববিদ্যালয়ে সাপ্তাহিক ছুটির বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ড. ফেরদৌস জামান আজকের পত্রিকাকে বলেন, ‘সাধারণত দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়েই সপ্তাহে দুই দিন ছুটি থাকে। সরকারের নির্দেশনা মোতাবেক সরকারি ও বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ই যেন বিষয়টি অনুসরণ করে সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।’
সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম শিক্ষাপ্রতিষ্ঠান দুই দিন বন্ধ রাখার কথা জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেছিলেন, ‘শিক্ষামন্ত্রীর প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। এখন থেকে সপ্তাহে দুই দিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। তবে কোন দুই দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে তা শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা করবে। এটা ফাইনাল হয়ে গেছে, তারা আদেশ জারি করবেন।’
আগামী বছর থেকে সাপ্তাহিক ছুটি দুই দিন হওয়ার ঘোষণা ছিল। কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এই ছুটি এ বছর থেকেই কার্যকরের কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। সম্প্রতি তিনি ঢাকায় এক অনুষ্ঠানে এই পরিকল্পনার কথা জানান।
এদিকে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মতো প্রাথমিকেও সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানান। তিনি বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শুক্র ও শনিবার এ দুই দিন বন্ধ থাকবে। আর চলমান বৃহস্পতিবার অর্ধদিবস ক্লাসের পরিবর্তে পূর্ণদিবস ক্লাস অনুষ্ঠিত হবে।’
পুলিশ সপ্তাহ ২০২৫-এর দ্বিতীয় দিনে পুলিশের পক্ষ থেকে একাধিক দাবির কথা তুলে ধরা হয়েছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—ওভারটাইম ভাতা চালুর প্রস্তাব। কনস্টেবল থেকে শুরু করে আইজিপি পর্যন্ত সব পর্যায়ের পুলিশ সদস্যদের নির্ধারিত ৮ কর্মঘণ্টার অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য ভাতা প্রদানের দাবিটি এসেছে...
৪৪ মিনিট আগেমানবাধিকার লঙ্ঘনের দায়ে অতীতে ব্যাপকভাবে সমালোচিত পুলিশ বাহিনীর বিশেষ ইউনিট র্যাব নিজেদের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি এবং মানবাধিকার নিশ্চিতে নতুন উদ্যোগের কথা জানিয়েছে। পুলিশ সপ্তাহ ২০২৫-এ দেওয়া উপস্থাপনায় বাহিনীটির মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান জানান, র্যাব সদস্যদের দায়িত্ব পালনে কোনো
২ ঘণ্টা আগে‘অন্তত ২২৭ জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি’—ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আহমেদের মধ্যে এমন কথোপকথনের বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
৪ ঘণ্টা আগেবেসরকারি টেলিভিশনের তিন সাংবাদিককে চাকরিচ্যুত করা, জুলাই গণ-অভ্যুত্থান-সম্পর্কিত মামলায় ৪ জেলায় কমপক্ষে ১৩৭ জন সাংবাদিককে আসামি করা এবং সংস্কৃতিকর্মীদের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়েরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে উদ্বেগ জানিয়েছে
৪ ঘণ্টা আগে