Ajker Patrika

সরকার পর্যটনবান্ধব পলিসি তৈরি করেছে: পর্যটনমন্ত্রী

সরকার পর্যটনবান্ধব পলিসি তৈরি করেছে: পর্যটনমন্ত্রী

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেছেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে পর্যটন শিল্প গুরুত্বপূর্ণ স্থান অর্জন করছে। যা তাদের জিডিপিতেও অবদান রাখছে। কিন্তু আমরা সে অবস্থানে এখনো পৌঁছাতে পারিনি। আমাদের সম্ভাবনা রয়েছে, এবং যে পলিসি সরকার তৈরি করেছে তা পর্যটনবান্ধব।’ 

আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কর্তৃক আয়োজিত দ্বাদশ বিমান বাংলাদেশ ট্রাভেল এবং টুরিজম মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

পর্যটন মন্ত্রী বলেন, মানুষকে জানাতে হবে যে আমাদের পর্যটন খাতে কী কী সুবিধা রয়েছে। এখানে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। পর্যাপ্ত পুলিশ, নিরাপত্তাকর্মী পর্যটকদের জন্য কাজ করে থাকে। বাঙালিরা যে অতিথিপরায়ণ জাতি, এটা সেবার মান উন্নত করার মাধ্যমে প্রমাণ করতে হবে। 

মন্ত্রী বলেন, আমাদের পলিসিতে কিছু সমস্যা রয়েছে। তার মধ্যে একটা হলো অন অ্যারাইভাল ভিসা। আমরা চেষ্টা করছি, যেসব পর্যটকেরা দেশে আসবেন তাদের অন অ্যারাইভাল ভিসা যেন দেওয়া যায়। এ নিয়ে ইতিমধ্যে কাজ চলছে। এছাড়া ট্যুরের সঙ্গে যারা জড়িত, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। সরকারিভাবে এই প্রশিক্ষণের ব্যবস্থা থাকলেও বেসরকারি প্রতিষ্ঠানদেরকেও এগিয়ে আসতে হবে। 

টোয়াবের সভাপতি শিবলুল আজম কোরেশীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআই প্রেসিডেন্ট মাহবুবুল আলম, বেসামরিক বিমান ও পর্যটন সচিব মো মোকাম্মেল হোসেইন, বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আফতাব হোসেইন প্রামাণিক, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত