Ajker Patrika

ন্যায্যমূল্যে সবজি বিক্রি করবে ছাত্রলীগ 

ঢাবি প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ২০: ৫৭
ন্যায্যমূল্যে সবজি বিক্রি করবে ছাত্রলীগ 

সরাসরি কৃষকের কাছ থেকে সবজি কিনে কোনো ধরনের মুনাফা না করে ন্যায্যমূল্যে বিক্রি করবেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের প্রতিটি জেলায়, প্রতিটি নগরে, প্রতিটি উপজেলায়, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি শহর-বন্দর-গঞ্জে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা ন্যায্যমূল্যে সবজি বিতরণ করবে। বিশ্ববিদ্যালয়-কলেজ-মাদ্রাসা-স্কুলে পড়া ছাত্রলীগের কর্মীরা ক্লাস-পরীক্ষা শেষে পাড়া-মহল্লায়, মেডিকেল কলেজ-ইঞ্জিনিয়ারিং-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রলীগ কর্মীরা শহর-গ্রামের প্রতিটি মোড়ে সবজি বিতরণ করবে।

এতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা সরাসরি কৃষকের খেত থেকে সবজি কিনে তা ন্যায্যমূল্যে বিতরণ করবেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে স্বাধীন দেশ প্রতিষ্ঠায় বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা যেমন যুদ্ধে গেছে, হাসিমুখে সতেরো হাজার জীবন উৎসর্গ করেছে, দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে যেমন কৃষকের ধান কেটে দিয়েছে, করোনা মহামারিতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন দুর্ঘটনায় ঝাঁপিয়ে পড়েছে, বই-খাতা-কলম হাতে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সন্ত্রাস দূর করেছে, গণতন্ত্র মুক্তির সংগ্রামে ছাত্রসমাজ, তরুণ প্রজন্মকে নেতৃত্ব দিয়েছে, তেমনি এবারও বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা ন্যায্যমূল্যে সবজি বিক্রি করে মানুষের জীবনকে সহজ শান্তির সুখের করতে সর্বাত্মক ভূমিকা রাখবে।

জানতে চাইলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রলীগের নেতা-কর্মীরা কৃষকের কাছ থেকে কিনে কোনো ধরনের মুনাফা না করে সেটি বিক্রি করবে, বিনা মূল্যে নয় ন্যায্যমূল্যে। প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন, সে অনুযায়ী আমরা কাজ শুরু করছি। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত