Ajker Patrika

শান্ত থাকুন, আপনাদের দাবি পূরণ হচ্ছে খুব শিগগির—আদালতে বিক্ষোভকারীদের আইন উপদেষ্টা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ আগস্ট ২০২৪, ১৫: ৩৯
শান্ত থাকুন, আপনাদের দাবি পূরণ হচ্ছে খুব শিগগির—আদালতে বিক্ষোভকারীদের আইন উপদেষ্টা 

প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সব বিচারপতির পদত্যাগের দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তাঁদের দাবি খুব শিগগির পূরণ হচ্ছে বলে আশ্বস্ত করেন তিনি।

আজ শনিবার সকাল থেকে আপিল বিভাগের সব বিচারপতির পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্ট ঘেরাও করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আইনজীবীরা। 

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল কিছুক্ষণ আগে ফেসবুক লাইভে এসে বলেন, ‘আপনারা শান্ত থাকুন। আপনারা যে দাবিতে আন্দোলন করছেন আমি জানতে পেরেছি, খুব শিগগিরই সেই দাবি পূরণ হচ্ছে।’

তিনি বলেন, সুপ্রিম কোর্টের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি ও ঐতিহাসিক নথি রয়েছে। তাঁরা যেন সেসব নথি নষ্ট না করেন এবং সুপ্রিম কোর্টে কোনো হামলা না করেন।

এর আগে সকালে প্রধান বিচারপতিকে শিক্ষার্থীদের পক্ষ থেকে পদত্যাগের আলটিমেটাম দেওয়া প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, তাঁদের আকাঙ্ক্ষা অনুযায়ী কী করা উচিত, তা প্রধান বিচারপতি করবেন। 

এদিকে সকাল সাড়ে ১০টার দিকে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সব বিচারপতির পদত্যাগের দাবিতে আইনজীবী ও শিক্ষার্থীরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। 

বিক্ষোভের মুখে সুপ্রিম কোর্টের সব বিচারপতিকে নিয়ে সকাল সাড়ে ১০টায় ডাকা পূর্বনির্ধারিত ফুলকোর্ট সভা স্থগিত করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত