Ajker Patrika

দেওয়ানি কার্যবিধি সংশোধন

টেলিফোন-এসএমএসে সমন জারি, ভুয়া মামলায় জরিমানা দ্বিগুণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : বাসস
আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : বাসস

বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশের আলোকে সিভিল প্রসিডিউর কোড (সিপিসি) বা দেওয়ানি কার্যবিধি সংশোধনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এখন থেকে টেলিফোন ও এসএমএসসহ যোগাযোগের আধুনিক পদ্ধতিতে সমন জারি করা যাবে। এছাড়া ভুয়া মামলার জরিমানা দ্বিগুণের বেশি বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব নীতিগত সিদ্ধান্ত হয়।

পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তাঁর সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিচার বিভাগ সংস্কার কমিশন দেওয়ানি কার্যবিধি বা সিপিসিতে কিছু কিছু পরিবর্তন আনার সুপারিশ করেছিল। তারই আলোকে ব্রিটিশ সরকারের সময়ে প্রণীত সিপিসিতে কিছু পরিবর্তন আনার জন্য নীতিগত অনুমোদন হয়েছে।

সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, সিভিল প্রসিডিউর কোর্টে কিছু কিছু পরিবর্তন আনবার জন্য সুপারিশ করেছিলেন। ব্রিটিশ সরকারের সময়ে প্রণীত সিপিসির কিছু কিছু সংশোধন নীতিগতভাবে অনুমোদন করা হয়।

এই উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে একটা কথা আছে— কারো সঙ্গে শত্রুতা করতে গেলে একটা ল্যান্ড মামলা (ভূমিসংক্রান্ত মামলা) জুড়ে দাও, তিন জেনারেশনে সে মামলা শেষ হবে না। কিন্তু তিন জেনারেশন যেন না লাগে, এক জেনারেশনেই যেন মামলা শেষ হয় সেজন্য সিপিসিতে কিছু সংশোধনী আনা হয়েছে। যাতে করে যারা বিচারপ্রার্থী তাদের সময় কম লাগে, তাদের টাকা কম লাগে। আমরা যারা যারা উকিল আছি নানান অজুহাতে বিভিন্ন সময়ে সময় নিয়ে মামলার প্রক্রিয়া বিলম্বিত করি, সেটা যেন আর না হয়, সেরকম কতগুলো সিদ্ধান্ত গ্রহণ করা হয়।’

সৈয়দা রিজওয়ানা হাসান আরো বলেন, ‘বিচার প্রক্রিয়া এখনো সেকেলে রয়ে গেছে। বিচার প্রক্রিয়াকে আধুনিকায়ন করতে সমনজারি এখন থেকে টেলিফোন, মেসেজ কিংবা অন্য আধুনিক যে প্রযুক্তি রয়েছে তার মাধ্যমে করা যাবে। ফাঁসিয়ে দেওয়ার জন্য যে ভুয়া মামলা করা হলে আগে ২০ হাজার টাকা আর্থিক দণ্ড ছিল সেটি বৃদ্ধি করে ৫০ হাজার টাকা করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত