Ajker Patrika

চীনের ৬ লাখ টিকা আসছে ১৩ জুন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৫ জুন ২০২১, ১৩: ৫৫
চীনের ৬ লাখ টিকা আসছে ১৩ জুন

ঢাকা: দ্বিতীয় দফায় উপহারস্বরূপ বাংলাদেশকে আরও ৬ লাখ টিকা দিচ্ছে চীন। আগামী ১৩ জুন উপহারের এ টিকা ঢাকায় পৌঁছাবে।

ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান নিজের ভেরিফায়েড ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেছেন।

হুয়ালং ইয়ান লিখেন, আগামী ১৩ জুন দ্বিতীয় ধাপে বাংলাদেশ সরকারকে ৬ লাখ ডোজ টিকা উপহার দেওয়ার প্রস্তুতি নিয়েছে চীন।

এর আগে গত ১২ মে প্রথম দফায় বাংলাদেশকে ৫ লাখ ডোজ টিকা উপহার পাঠায় চীন সরকার। যা গত ২৫ মে প্রয়োগ শুরু হয়। পরীক্ষামূলকভাবে প্রথম দিন ৫০১ জন মেডিকেল শিক্ষার্থীর শরীরে প্রয়োগ করা হয়েছে। যারা বর্তমানে পর্যবেক্ষণে রয়েছেন।

পরে ২১ মে চীনা দূতাবাস জানায়, দেশটির স্টেট কাউন্সিল এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে ফোনে কথা হয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের। যেখানে তাঁরা বন্ধুত্বস্বরূপ দ্বিতীয় দফায় বাংলাদেশকে ৬ লাখ ডোজ টিকা দিচ্ছে বলে জানানো হয়।

চীনের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের চলমান করোনা পরিস্থিতি চীন সরকারের জানা। এমন সংকটে সহযোগিতার হাত বাড়িয়েছে তারা। বন্ধুত্বের নমুনাস্বরূপ তারা চাহিদা অনুযায়ী সামনে আরও টিকা দেবে বলেও জানায়।

বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত চাহিদা অনুযায়ী টিকা দেওয়ার আশ্বাসও দিয়েছে দেশটি।

এদিকে চীন থেকে দেড় কোটি টিকা কেনার সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পথে দাম প্রকাশ হওয়া নিয়ে ঢাকা–বেইজিং কিছুটা মনোমালিন্যের সৃষ্টি হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে ক্ষমা চেয়ে চিঠিও পাঠানো হয়েছে। আগের দামেই যাতে টিকা পাওয়া যায় সেই প্রচেষ্টা চালাচ্ছে সরকার। চুক্তি হলে চলতি মাসেই দেশটি থেকে ৫০ লাখ ডোজ টিকা আসার কথা রয়েছে। বাকি ১ কোটি জুলাই ও আগস্টে আসবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত