Ajker Patrika

চীনের ৬ লাখ টিকা আসছে ১৩ জুন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৫ জুন ২০২১, ১৩: ৫৫
চীনের ৬ লাখ টিকা আসছে ১৩ জুন

ঢাকা: দ্বিতীয় দফায় উপহারস্বরূপ বাংলাদেশকে আরও ৬ লাখ টিকা দিচ্ছে চীন। আগামী ১৩ জুন উপহারের এ টিকা ঢাকায় পৌঁছাবে।

ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান নিজের ভেরিফায়েড ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেছেন।

হুয়ালং ইয়ান লিখেন, আগামী ১৩ জুন দ্বিতীয় ধাপে বাংলাদেশ সরকারকে ৬ লাখ ডোজ টিকা উপহার দেওয়ার প্রস্তুতি নিয়েছে চীন।

এর আগে গত ১২ মে প্রথম দফায় বাংলাদেশকে ৫ লাখ ডোজ টিকা উপহার পাঠায় চীন সরকার। যা গত ২৫ মে প্রয়োগ শুরু হয়। পরীক্ষামূলকভাবে প্রথম দিন ৫০১ জন মেডিকেল শিক্ষার্থীর শরীরে প্রয়োগ করা হয়েছে। যারা বর্তমানে পর্যবেক্ষণে রয়েছেন।

পরে ২১ মে চীনা দূতাবাস জানায়, দেশটির স্টেট কাউন্সিল এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে ফোনে কথা হয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের। যেখানে তাঁরা বন্ধুত্বস্বরূপ দ্বিতীয় দফায় বাংলাদেশকে ৬ লাখ ডোজ টিকা দিচ্ছে বলে জানানো হয়।

চীনের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের চলমান করোনা পরিস্থিতি চীন সরকারের জানা। এমন সংকটে সহযোগিতার হাত বাড়িয়েছে তারা। বন্ধুত্বের নমুনাস্বরূপ তারা চাহিদা অনুযায়ী সামনে আরও টিকা দেবে বলেও জানায়।

বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত চাহিদা অনুযায়ী টিকা দেওয়ার আশ্বাসও দিয়েছে দেশটি।

এদিকে চীন থেকে দেড় কোটি টিকা কেনার সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পথে দাম প্রকাশ হওয়া নিয়ে ঢাকা–বেইজিং কিছুটা মনোমালিন্যের সৃষ্টি হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে ক্ষমা চেয়ে চিঠিও পাঠানো হয়েছে। আগের দামেই যাতে টিকা পাওয়া যায় সেই প্রচেষ্টা চালাচ্ছে সরকার। চুক্তি হলে চলতি মাসেই দেশটি থেকে ৫০ লাখ ডোজ টিকা আসার কথা রয়েছে। বাকি ১ কোটি জুলাই ও আগস্টে আসবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউ প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত