নিজস্ব প্রতিবেদক
ঢাকা: দ্বিতীয় দফায় উপহারস্বরূপ বাংলাদেশকে আরও ৬ লাখ টিকা দিচ্ছে চীন। আগামী ১৩ জুন উপহারের এ টিকা ঢাকায় পৌঁছাবে।
ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান নিজের ভেরিফায়েড ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেছেন।
হুয়ালং ইয়ান লিখেন, আগামী ১৩ জুন দ্বিতীয় ধাপে বাংলাদেশ সরকারকে ৬ লাখ ডোজ টিকা উপহার দেওয়ার প্রস্তুতি নিয়েছে চীন।
এর আগে গত ১২ মে প্রথম দফায় বাংলাদেশকে ৫ লাখ ডোজ টিকা উপহার পাঠায় চীন সরকার। যা গত ২৫ মে প্রয়োগ শুরু হয়। পরীক্ষামূলকভাবে প্রথম দিন ৫০১ জন মেডিকেল শিক্ষার্থীর শরীরে প্রয়োগ করা হয়েছে। যারা বর্তমানে পর্যবেক্ষণে রয়েছেন।
পরে ২১ মে চীনা দূতাবাস জানায়, দেশটির স্টেট কাউন্সিল এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে ফোনে কথা হয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের। যেখানে তাঁরা বন্ধুত্বস্বরূপ দ্বিতীয় দফায় বাংলাদেশকে ৬ লাখ ডোজ টিকা দিচ্ছে বলে জানানো হয়।
চীনের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের চলমান করোনা পরিস্থিতি চীন সরকারের জানা। এমন সংকটে সহযোগিতার হাত বাড়িয়েছে তারা। বন্ধুত্বের নমুনাস্বরূপ তারা চাহিদা অনুযায়ী সামনে আরও টিকা দেবে বলেও জানায়।
বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত চাহিদা অনুযায়ী টিকা দেওয়ার আশ্বাসও দিয়েছে দেশটি।
এদিকে চীন থেকে দেড় কোটি টিকা কেনার সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পথে দাম প্রকাশ হওয়া নিয়ে ঢাকা–বেইজিং কিছুটা মনোমালিন্যের সৃষ্টি হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে ক্ষমা চেয়ে চিঠিও পাঠানো হয়েছে। আগের দামেই যাতে টিকা পাওয়া যায় সেই প্রচেষ্টা চালাচ্ছে সরকার। চুক্তি হলে চলতি মাসেই দেশটি থেকে ৫০ লাখ ডোজ টিকা আসার কথা রয়েছে। বাকি ১ কোটি জুলাই ও আগস্টে আসবে।
ঢাকা: দ্বিতীয় দফায় উপহারস্বরূপ বাংলাদেশকে আরও ৬ লাখ টিকা দিচ্ছে চীন। আগামী ১৩ জুন উপহারের এ টিকা ঢাকায় পৌঁছাবে।
ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান নিজের ভেরিফায়েড ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেছেন।
হুয়ালং ইয়ান লিখেন, আগামী ১৩ জুন দ্বিতীয় ধাপে বাংলাদেশ সরকারকে ৬ লাখ ডোজ টিকা উপহার দেওয়ার প্রস্তুতি নিয়েছে চীন।
এর আগে গত ১২ মে প্রথম দফায় বাংলাদেশকে ৫ লাখ ডোজ টিকা উপহার পাঠায় চীন সরকার। যা গত ২৫ মে প্রয়োগ শুরু হয়। পরীক্ষামূলকভাবে প্রথম দিন ৫০১ জন মেডিকেল শিক্ষার্থীর শরীরে প্রয়োগ করা হয়েছে। যারা বর্তমানে পর্যবেক্ষণে রয়েছেন।
পরে ২১ মে চীনা দূতাবাস জানায়, দেশটির স্টেট কাউন্সিল এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে ফোনে কথা হয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের। যেখানে তাঁরা বন্ধুত্বস্বরূপ দ্বিতীয় দফায় বাংলাদেশকে ৬ লাখ ডোজ টিকা দিচ্ছে বলে জানানো হয়।
চীনের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের চলমান করোনা পরিস্থিতি চীন সরকারের জানা। এমন সংকটে সহযোগিতার হাত বাড়িয়েছে তারা। বন্ধুত্বের নমুনাস্বরূপ তারা চাহিদা অনুযায়ী সামনে আরও টিকা দেবে বলেও জানায়।
বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত চাহিদা অনুযায়ী টিকা দেওয়ার আশ্বাসও দিয়েছে দেশটি।
এদিকে চীন থেকে দেড় কোটি টিকা কেনার সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পথে দাম প্রকাশ হওয়া নিয়ে ঢাকা–বেইজিং কিছুটা মনোমালিন্যের সৃষ্টি হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে ক্ষমা চেয়ে চিঠিও পাঠানো হয়েছে। আগের দামেই যাতে টিকা পাওয়া যায় সেই প্রচেষ্টা চালাচ্ছে সরকার। চুক্তি হলে চলতি মাসেই দেশটি থেকে ৫০ লাখ ডোজ টিকা আসার কথা রয়েছে। বাকি ১ কোটি জুলাই ও আগস্টে আসবে।
সমালোচনার মুখে আগের অবস্থান থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার। সরাসরি যাঁরা মুক্তিযুদ্ধে অংশ নেননি, তাঁদের মুক্তিযুদ্ধে সহযোগী হিসেবে রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল রাখছে সরকার।
২ ঘণ্টা আগেজাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনে নাগরিকের ভোগান্তি কমাতে আবেদন নিষ্পত্তির জন্য বিশেষ কার্যক্রম (ক্র্যাশ প্রোগ্রাম) হাতে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই প্রক্রিয়ায় জটিল সংশোধনীর আবেদন নিষ্পত্তির ক্ষমতা সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের হাতে দেওয়া হলেও প্রচারের অভাবে তা জানতে পারছেন না...
৭ ঘণ্টা আগেসরকারি অর্থায়নে সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ প্রকল্পের কাজ কোথাও শেষ, আবার কোথাও চলমান রয়েছে। এই প্রকল্পের অধীনে কেনা হবে ২০ পদের আসবাব। যেগুলোর মধ্যে রয়েছে কাঠের তৈরি জানালা, মুর্দা বহনের খাটিয়া, কোরআন শরিফ রাখার রেহাল, টেবিল ও চেয়ার। কাঁঠাল বা সেগুন কাঠের তৈরি এসব আসবাব সরবরাহের দরপত্রে অংশ...
৭ ঘণ্টা আগেজাহাজ কিনে গভীর সমুদ্র থেকে টুনা মাছ আহরণ করতে ২০২০ সালের জুনে পাইলট প্রকল্প নিয়েছিল মৎস্য অধিদপ্তর। একবার সময় বাড়ানোর পর আগামী জুনে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত প্রকল্পের অগ্রগতি হয়েছে মাত্র ৬ দশমিক ৮৫ শতাংশ। প্রকল্পের মেয়াদ আবার দুই বছর বাড়ানোর...
৭ ঘণ্টা আগে