কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
চার দিনের সরকারি সফরে গতকাল বুধবার চীনে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাঁকে নিতে চীন সরকারের পাঠানো চায়না সাউদার্ন এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট বাংলাদেশ সময় বিকেল সোয়া ৪টায় হাইনানের কিউনহায় বোয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
হাইনান প্রদেশের ভাইস গভর্নর লিউ দেং শেন এবং চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান। প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং তাঁর চীনে পৌঁছানোর বিষয়টি জানিয়েছেন। গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণের পর এটি অধ্যাপক ইউনূসের প্রথম দ্বিপক্ষীয় সফর।
ড. ইউনূস আজ বৃহস্পতিবার হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়ার সম্মেলনে ভাষণ দেবেন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। তিনি আগামীকাল শুক্রবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
গত ১০ মাসে এটি হবে দুই দেশের শীর্ষ পর্যায়ের দ্বিতীয় বৈঠক। গত জুলাইয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত) একই স্থানে চীনা নেতার সঙ্গে বৈঠক করেন। ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান। ৮ আগস্ট ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন।
বিশ্লেষকেরা বলছেন, বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে চীনের প্রেসিডেন্টের সঙ্গে ইউনূসের বৈঠকের ওপর বৈশ্বিক ও আঞ্চলিক ক্ষেত্রে দেশটির প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র, ভারতসহ বিভিন্ন দেশের নজর থাকবে।
চীনে শীর্ষ পর্যায়ের এই বৈঠকের বিষয়ে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন গত মঙ্গলবার ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে বলেন, দুই পক্ষ থেকেই পানি ব্যবস্থাপনা বিষয়ে আলোচনায় আগ্রহ আছে। সেখানে তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা নিয়ে কথা বলারও সুযোগ আছে।
ভারতের সঙ্গে অভিন্ন নদী তিস্তার পানি ভাগাভাগির বিষয়টি অমীমাংসিত থাকার প্রেক্ষাপটে এ নদীর বাংলাদেশ অংশের পানি ব্যবস্থাপনায় চীনের যুক্ত হওয়ার আগ্রহের বিষয়েও প্রশ্ন আছে বিভিন্ন মহলে।
এর বাইরে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের প্রায় ১১ লাখ নাগরিককে রাখাইনে ফেরত পাঠানো, বাংলাদেশে চীনের বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠাসহ স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানো, মানবসম্পদ উন্নয়ন, অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা, সংস্কৃতি, ক্রীড়া ও গণমাধ্যমের ক্ষেত্রে সহায়তা দেওয়ার বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হবে।
পররাষ্ট্রসচিবের তথ্য অনুযায়ী, এসব বিষয়ে দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। বাংলাদেশকে ঋণ ও অনুদান সহায়তা, বিনিয়োগ চুক্তি নিয়ে আলোচনা শুরু করা, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা ও স্বাস্থ্য খাতে সহায়তার বিষয়ে একাধিক বড় ঘোষণা আসতে পারে।
প্রধান উপদেষ্টার ২৯ মার্চ দেশে ফেরার কথা রয়েছে।
চার দিনের সরকারি সফরে গতকাল বুধবার চীনে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাঁকে নিতে চীন সরকারের পাঠানো চায়না সাউদার্ন এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট বাংলাদেশ সময় বিকেল সোয়া ৪টায় হাইনানের কিউনহায় বোয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
হাইনান প্রদেশের ভাইস গভর্নর লিউ দেং শেন এবং চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান। প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং তাঁর চীনে পৌঁছানোর বিষয়টি জানিয়েছেন। গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণের পর এটি অধ্যাপক ইউনূসের প্রথম দ্বিপক্ষীয় সফর।
ড. ইউনূস আজ বৃহস্পতিবার হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়ার সম্মেলনে ভাষণ দেবেন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। তিনি আগামীকাল শুক্রবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
গত ১০ মাসে এটি হবে দুই দেশের শীর্ষ পর্যায়ের দ্বিতীয় বৈঠক। গত জুলাইয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত) একই স্থানে চীনা নেতার সঙ্গে বৈঠক করেন। ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান। ৮ আগস্ট ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন।
বিশ্লেষকেরা বলছেন, বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে চীনের প্রেসিডেন্টের সঙ্গে ইউনূসের বৈঠকের ওপর বৈশ্বিক ও আঞ্চলিক ক্ষেত্রে দেশটির প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র, ভারতসহ বিভিন্ন দেশের নজর থাকবে।
চীনে শীর্ষ পর্যায়ের এই বৈঠকের বিষয়ে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন গত মঙ্গলবার ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে বলেন, দুই পক্ষ থেকেই পানি ব্যবস্থাপনা বিষয়ে আলোচনায় আগ্রহ আছে। সেখানে তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা নিয়ে কথা বলারও সুযোগ আছে।
ভারতের সঙ্গে অভিন্ন নদী তিস্তার পানি ভাগাভাগির বিষয়টি অমীমাংসিত থাকার প্রেক্ষাপটে এ নদীর বাংলাদেশ অংশের পানি ব্যবস্থাপনায় চীনের যুক্ত হওয়ার আগ্রহের বিষয়েও প্রশ্ন আছে বিভিন্ন মহলে।
এর বাইরে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের প্রায় ১১ লাখ নাগরিককে রাখাইনে ফেরত পাঠানো, বাংলাদেশে চীনের বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠাসহ স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানো, মানবসম্পদ উন্নয়ন, অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা, সংস্কৃতি, ক্রীড়া ও গণমাধ্যমের ক্ষেত্রে সহায়তা দেওয়ার বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হবে।
পররাষ্ট্রসচিবের তথ্য অনুযায়ী, এসব বিষয়ে দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। বাংলাদেশকে ঋণ ও অনুদান সহায়তা, বিনিয়োগ চুক্তি নিয়ে আলোচনা শুরু করা, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা ও স্বাস্থ্য খাতে সহায়তার বিষয়ে একাধিক বড় ঘোষণা আসতে পারে।
প্রধান উপদেষ্টার ২৯ মার্চ দেশে ফেরার কথা রয়েছে।
বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার সাত কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) সুপার নিউমারারি পদে পদোন্নতি দিয়েছে সরকার। আজ সোমবার (১১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
৫ মিনিট আগেতিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মালয়েশিয়ায় স্থানীয় সময় আজ সোমবার (১১ আগস্ট) রাত ৭টা ৫০ মিনিটে তিনি কুয়ালালামপুরে পৌঁছান।
২৮ মিনিট আগেরংপুরে তারাগঞ্জে হিন্দু সম্প্রদায়ের দুজনকে ভ্যান চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি তাদের পরিসংখ্যান তুলে ধরে জানিয়েছে, চলতি বছর জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত মব সন্ত্রাসের শিকার হয়ে নিহত হয়েছে ১১১ জন।
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর চানখাঁরপুলে শাহরিয়ার খান আনাসসহ ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন আনাসের বাবা শাহরিয়ার খান পলাশ। আজ সোমবার (১১ আগস্ট) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ...
৩ ঘণ্টা আগে